ফেসবুক ব্যবহার করেনা এমন ব্যক্তি খুজে পাওয়া বেশ কষ্টকর বর্তমান সময়ে যারা টেকনোলজি সম্পর্কে হালকা পাতলা ধারনা রাখেন। সুতরাং বলায় যায় যে আমরা অনেকেই আছি যারা ফেসবুক ব্যবহার করি, এবং যাদের ফেসবুক পেইজ আছে তাদের পেইজ নিয়ে অনেকেই ভয়ে থাকেন কে কখন Access নিয়ে ফেলে।
তাহলে এই ধরনের সমস্যা গুলো এড়ানো এবং ফেসবুক পেইজে বিজনেস একাউন্ট কিভাবে এড করবেন এই নিয়ে আমার পোস্ট বিজনেস একাউন্ট এড করার সুবিধা:
৩। এখন আপনাকে উপরের ছবিতে এ দেখানো ক্রিয়েট একাউন্ট এ ক্লিক করবেন
আবার অন্যভাবে একটু যদি বলি তাহলে মনে করুন, ১০০কে লাইকের পেইজ কেউ সেল করতে চাচ্ছে তাও মাত্র ৫০০টাকা বা ১০০০ টাকাই। এখন আপনি হয়তো অনেক কম টাকাতে এমন একটি পেজ পেয়ে যাচ্ছেন ভেবে পেইজটি কিনে নিলেন কিন্তু কিছুদিন পরে দেখা যাই আপনার ওই পেইজ টা হ্যাক হয়ে গেছে।
আমরা যদি কোন পেইজে বিজনেস একাউন্ট এড করি তাহলে পেইজ এর Owner অই বিজনেস একাউন্ট হয়ে যাবে এবং যেই এডমিন আইডি দিয়ে বিজনেস একাউন্ট ক্রিয়েট করলেন অইটা হাইড হয়ে যাবে আর কেউ ই বিজনেস একাউন্ট বা অই ক্রিয়েটর এডমিন আইডি রিমুভ করতে পারবে নাহ এতে করে আপনিও কোন ধোকার মধ্যে পরবেন নাহ আশা করি বুঝতে পেরেছেন
কিভাবে কি করতে হবে চলুন শুরু করা যাকঃ
- আপনি যদি মোবাইল ব্যবহার করেন তাহলে ডেস্কটপ ভার্সন অন করা যায় এমন একটি ব্রাউজার সিলেক্ট করে নিবেন।
- এখন আপনি আপনার ব্রাউজারে ঢুকে ডেস্কটপ ভার্সন অন করে সার্চ বারে টাইপ করতে হবে business.facebook.com
স্ক্রিনশট ১ এর মতো পেইজ আসবে
৩। এখন আপনাকে উপরের ছবিতে এ দেখানো ক্রিয়েট একাউন্ট এ ক্লিক করবেন
আরও পড়ুনঃ ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের উপায়
৪। ক্রিয়েট একাউন্ট এ ক্লিক করার পরে যেই পেইজ টা আসবে অইখানে আপনার ফ্রম পুরন করতে হবে..যে সমস্ত তথ্য চাচ্ছে তা সঠিকভাবে পুরন করবেন
৫। এরপরে আপনি নেক্সট এ ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেখবেন আরো একটা ফ্রম পুরনের পেইজ আসবে সেখানেও তারা যা যা চাচ্ছেন তা সঠিক ভাবে সমস্ত তথ্যগুলো দিয়ে ফ্রম পুরন করবেন এবং ফাইনালি সাবমিটে ক্লিক করবেন।
৬। এখন আপনি ইতিমধ্যে আপনার একাউন্টটি ক্রিয়েট করে ফেলেছেন।
৭। উপরের ধাপের পরে আপনাকে এখন নেক্সট ছবিতে দেখানো এড পেইজে ক্লিক করবেন
৮। আপনি এখন চাইলে আপনার যেই পেইজে বিজনেস একাউন্ট এড করতে চান সেটা সার্চ করে সিলেক্ট করবেন
৯। এরপরের ধাপটি হচ্ছে এড পেইজে ক্লিক করা
-ধন্যবাদ আপনি ইতিমধ্যে সমস্ত প্রসেস গুলো কমপ্লিট করে ফেলেছেন।
আপনার পেইজে এখন বিজনেস একাউন্ট এড হয়ে গেলো, এখন কেউ আর ক্রিয়েটর আইডি রিমুভ করতে পারবে নাহ আর হ্যাক এরও কোন সম্ভাবনা নেই।
আপনাদের বুঝার সুবিধার জন্যে প্রতিটি ছবি দিকনির্দেশনা হিসাবে দেয়া হয়েছে। এছাড়াও বুঝতে কোন রকম অসুবিধা হলে, সরাসরি আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ অথবা কন্টাক্ট ফর্ম এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
0 মন্তব্যসমূহ