মোবাইলের ব্যাটারি ফুলে গেছে! সমাধান করবেন যেভাবে

বর্তমান বিশ্ব হচ্ছে প্রযুক্তি নির্ভর । আর আমরা সবাই সেই প্রযুক্তিকে ব্যবহার করে দিনে দিনে পৌছে যাচ্ছি উন্নতির চরম শিখরে। তেমনি আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে থাকি মোবাইল ফোন বা স্মার্টফোন।
মোবাইলের ব্যাটারি ফুলে গেছে! সমাধান করবেন যেভাবে

এই আর্টিকেলে, মোবাইলের ব্যাটারি ফুলে যাওয়ার কারণ, সতর্কতা এবং সমস্যার সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সঠিক পদক্ষেপ নিয়ে আপনি সহজেই এই সমস্যার সমাধান করতে পারেন এবং আপনার মোবাইল ফোনের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।
যোগাযোগের জন্যে ব্যবহৃত সবচেয়ে প্রচলিত মাধ্যমই হচ্ছে এই স্মার্টফোন। এর ব্যবহার যেমন বেশি, তেমনি চার্জের বিষয়েও আমাদের একটু নজর দিতে হয় বেশি। তবে আমরা অনেকেই সমস্যায় পড়ে যায় এই চার্জের বিষয়টি নিয়ে। 
নতুন কেনার পরে যেমন চার্জের ধারন ক্ষমতা থাকে, ঠিক কয়েক মাস ব্যবহারের পরে আর তেমন একটা পার্ফরমেন্স থাকেনা আবার ফোনের ব্যাটারি ফুলে যায়। আজকে আমরা ঠিক সেই বিষয়টা নিয়েই আলোচনা করতে যাচ্ছি যে কেনো আপনার ফোনে চার্জ থাকেনা আর কেনোই বা ফোনের ব্যাটারি ফুলে যায়। এর সমাধান কি?

মোবাইলের ব্যাটারি যেভাবে তৈরী

মোবাইল ফোনের ব্যাটারি সাধারণত রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি করা হয় । ব্যাটারি যে দুটি পয়েন্ট থাকে একটি পজিটিভ বা অ্যানোড এবং অন্যটি নেগেটিভ বা ক্যাথোড । আমরা যখন মোবাইল চার্জে দিয়ে থাকি তখন ব্যাটারির মধ্যে থাকা রাসায়নিক পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং বিক্রিয়ার ফলে ব্যাটারিতে গ্যাসের উৎপন্ন হয় । যেহেতু ব্যাটারি বাইরে থেকে প্যাকেট করা থাকে তাই বিক্রিয়ার ফলে উৎপন্ন গ্যাস ব্যাটারির বাইরে বের হতে পারে না । গ্যাস বের হতে না পারায় ব্যাটারি আস্তে আস্তে ফুলতে শুরু করে এবং কিছু সময় পরে ব্যাটারি ফুলে যায় ।

ব্যাটারি ফুলে যাওয়া বা চার্জ শেষ হয়ে যাওয়ার কারণসমূহ

মোবাইল ফোনের ব্যাটারি ফুলে যাবার জন্যে সাধারনত মোবাইল ব্যবহাকারী নিজেই দায়ী। মোবাইল ফোন ব্যবহারকারীর কিছু অসাবধানতার জন্যেই মূলত ব্যাটারি নষ্ট হয়ে থাকে বা ফুলে যায়। চলুন দেখে নেই এই রকম কিছু কারণ সমূহ।
  1. দীর্ঘদিন ব্যবহারের ফলে বা নিয়ম মেনে চার্জ না করা ব্যাটারি ফুলে যাবার একটি অন্যতম কারন।
  2. হাত থেকে ফোন একাধিক বার পড়ে গেলে, ব্যাটারি ফিজিক্যালি কিছু ড্যামেজ হয় এর ফলে শর্ট সার্কিট, ওভার হিটিং ইত্যাদি হতে পারে।
  3. ব্যাটারি ফুলে যাওয়ার কারণ হিসেবে মোবাইলের মাঝে মাঝে গরম হয়ে যাওয়া আরেকটি কারণ । যখন দেখবেন মোবাইল ফোন তুলনা মূলক বেশি গরম হয়ে গেছে তখন বন্ধ করে কিছুসময় রেখে দেওয়ার চেষ্টা করবেন।
  4. অভারচার্জিং মোবাইলের ব্যাটারি ফুলে যাবার জন্যে সবথেকে ভুমিকা পালন করে থাকে। কারন একটা মোবাইল ফোন চার্জ হতে ২ থেকে ৩ ঘন্টায় যথেষ্ট। কিন্তু আমরা অনেকেই সারা রাত চার্জে দিয়ে রেখে দেয় যা ব্যাটারির কার্যক্ষমতাকে নষ্ট করে দেয়।
  5. অতিরিক্ত ব্যবহার অথবা একটানা ফোনের সমস্ত অপশন চালু রেখে মোবাইল ফোন ব্যবহারের কারনে অনেক সময় ফোনের চার্জিং ক্ষমতা নষ্ট হয়ে যায়।
  6. অনেকে রোদের ভেতরে কাজ করতে গিয়ে মোবাইল ফোনকে রোদে রাখার কারনে ফোনের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়।
  7. অতিরিক্ত তাপমাত্রায় রেখে ফোন ব্যবহার করা ব্যাটারি নষ্ট হয়ে যাবার আরেকটি অন্যতম কারন
  8. আমরা মোবাইলের ব্যাটারি সেভ করার জন্য অনেকে অনেক অ্যাপস ব্যবহার করে থাকি, কিন্তু নিজেরদের অজান্তেই এই অ্যাপস গুলো পাওয়ার সেভের বদলে আরো অতিরিক্ত পাওয়ার নষ্ট করে থাকে। সুতরাং যতসম্ভব এই অ্যাপস গুলো ব্যবহার থেকে বিরত থাকুন।
  9. যারা বিভিন্ন প্রকার গেমস খেলে থাকি তাদের ফোনের চার্জ না থাকার প্রবণতাটা অনেক বেশি থাকে। গেমিং এর ক্ষেত্রে অনেক গ্রাফিক্যাল কাজ হয়ে থাকে তাই চার্জ অনেক বেশি লস হয়ে থাকে।
  10. একটানা ইন্টারনেট ব্যবহারের কারণে মোবাইলের চার্জ নষ্ট হয়ে থাকে।
  11. মোবাইলের সংগে পাওয়া চার্জার নষ্ট হয়ে গেলে অনেকেই বাজার থেকে সস্তা চার্জার কিনে চার্জ করার কারনে মোবাইলের চার্জিং ক্ষমতা বা চার্জ ধরে রাখার ক্ষমতা নষ্ট হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে মোবাইল ব্লাস্ট হয়ে যাবার মতো অপ্রিতিকর ঘটনাও ঘটে থাকে।

উপসংহার(মোবাইলের ব্যাটারি ফুলে গেছে! সমাধান করবেন যেভাবে)

মোবাইলের ব্যাটারি ফুলে যাওয়া একটি গুরুতর সমস্যা, যা আপনার ডিভাইসের ক্ষতি করতে পারে এবং ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই, ব্যাটারি ফুলে যাওয়ার পর যথাযথ সতর্কতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোবাইলের ব্যাটারি ফুলে গেলে অবিলম্বে সেটি ব্যবহার বন্ধ করুন, ব্যাটারি সরিয়ে ফেলুন এবং নিরাপদে সংরক্ষণ করুন। 
ফুলে যাওয়া ব্যাটারি পুনর্ব্যবহার বা রিসাইক্লিং কেন্দ্রের মাধ্যমে সঠিকভাবে নিষ্পত্তি করুন এবং নতুন ব্যাটারি কিনে মোবাইলে ব্যবহার করুন। এছাড়া, ভবিষ্যতে এই ধরণের সমস্যা এড়াতে নিয়মিতভাবে ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা করুন এবং সঠিকভাবে চার্জিং এর অভ্যাস গড়ে তুলুন। নিরাপত্তা নিশ্চিত করতে এবং মোবাইলের দীর্ঘস্থায়িত্ব বজায় রাখতে উপরের ধাপগুলো মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই আমাদের উচিত কিছু নিয়ম কানুন মেনেই মোবাইল ফোনের ব্যবহার করা। আজকে এই পর্যন্তই, তবে আবার নতুন কোন টিপস নিয়ে আবারো হাজির হয়ে যাবো আপনাদের সামনে। আমাদের সকল প্রকার সর্বশেষ খবর পেতে ফেসবুক এবং টুইটারের অফিসিয়াল পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। আপনার ব্যক্তিগত মতামত থাকলে সেটাও আমাদের জানাতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ