একটি পোস্ট পড়ে হয়ে যান গ্রাফিক্স ডিজাইনার! অবাক হবেন না। বিস্তারিত পোস্ট পড়ার অনুরোধ রইলো, কারণ এই পোস্ট আপনি সফল ভাবে পড়তে পারলে আপনাকে আর গ্রাফিক্স ডিজাইনিং শিখতে কোন কোর্স করা লাগবে না।
আচ্ছা চলেন শুরু করি! শুরুতেই জানি গ্রাফিক্স ডিজাইন কী?
গ্রাফিক শব্দটির অর্থ ড্রইং বা রেখা। গ্রাফিক শব্দটি সেই সব চিত্রগুলোকে বুঝায় যে চিত্রগুলোর সফল পরিসমাপ্তি ড্রইং এর উপর নির্ভরশীল। গ্রাফিক শব্দটি আলাদা ভাবে বোঝার পর বুঝতে হবে ডিজাইন শব্দটির অর্থ। ডিজাইন শব্দটির অর্থ পরিকল্পনা বা নকশা।
এখন আপনি কেনো গ্রাফিক্স ডিজাইনার হবেন?
বর্তমানে ফ্রিল্যান্সিং সেক্টরে গ্রাফিক্স ডিজাইনের চাহিদা প্রচুর। কারণ মনে করুন আমি একটি এপস বানালাম, আমাকে কিন্তু গ্রাফিক্স ডিজাইনারের কাছ থেকে লগো বানাতে হবে।
আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হয়ে যান তাহলে আপনি অনলাইন বা অফলাইন দুই যায়গায় কাজ করতে পারবেন।
এইবার আসি কীভাবে গ্রাফিক্স ডিজাইন শিখবেন?
গ্রাফিক্স ডিজাইনের অনেক সেক্টর আছে। আপনি গ্রাফিক্স ডিজাইনার হবার আগে ঠিক করে নিবেন আপনি কী নিয়ে কাজ করবেন।
হতে পারে আপনি ভিডিও এডিটিং নিয়ে কাজ করবেন, না হয় লগো ব্যানার পোস্টার ইত্যাদি অথবা অডিও এডিটিং করলেন।
এখন চলুন যেনে নেই গ্রাফিক্স ডিজাইনাররা কী কী কাজ করে?
- লগো ডিজাইন
- ব্যানার ডিজাইন
- পোস্টার ডিজাইন
- কাভার ডিজাইন
- ফটো এডিটিং
- ভিডিও এডিটিং
- অডিও এডিটিং ইত্যাদি।
উপরে যে জিনিষ গুলোর নাম বললাম ধরে নিলাম আপনি এই গুলো শিখতে চান বা ডিজাইন করতে চান। তাহলে সবার আগে কী করতে হবে? সবার আগে আপনাকে জানতে এই জিনিষ গুলো কী দিয়ে বানায় বা ডিজাইন করে। আমরা সবাই জানি গ্রাফিক্সের জন্য দুনিয়ার সেরা কোম্পানি এডোবি। তাদের সব কিছুর সফটওয়ার আছে।
যেমন লগো/ব্যানার/ ইত্যাদির জন্য ইলাস্টেটর , ফটো এডটিং এর জন্য ফটোশপ আর ভিডিও এডিটিং এর জন্য প্রিমিয়াম প্রো আফটার ইফেক্ট।
এখন তাহলে আপনাকে কী করতে হবে?
সহজ কথা, আপনাকে এডোবির সফটওয়ার গুলোর কাজ জানতে হবে। অর্থাৎ যে জিনিষ নিয়ে কাজ করতে চান সেই সফটওয়ারের কাজ জানতে হবে।
তাছাড়া ও এডোবির আরো অনেক সফটওয়ার আছে যেগুলো ভিবিন্ন কাজে লাগে। আপনি চাইলে সে গুলো শিখতে পারেন আমি নিচে নাম দিলাম।
• Photoshop
• Lightroom
• Lightroom Classic
• Illustrator
• Premiere Pro
• Premiere Rush
• Adobe XD
• After Effects
• Aero
• Adobe Fresco
• Photoshop Express
• Dimension
• Dreamweaver
• Photoshop Express
তবে সব চেয়ে জনপ্রিয় হচ্ছে ফটোশপ/ইলাস্টেটর/প্রিমিয়ার প্রো/ আফটার ইফেক্ট/ লাইট রুম। আর মোবাইলের জন্য ফটোশপ এক্সপ্রেস। সব সফটওয়ার গুলো অনেক কাজের। যদি আপনি একটি বা দুইটি প্রোফেশনালি শিখতে পারেন তাহলে সেগুলোর উপর প্রচুর কাজ পেয়ে যাবেন।
আপনি যেই সফটওয়ারের কাজ শিখতে চান শুধু ঐ সফটওয়ারের নাম+ ফ্রি টিউটেরিয়াল লিখে গুগলে সার্চ দিবেন। তারপর সব পেয়ে যাবেন। যেমন, ADOBE XD FREE TUTORIAL আর ডাউনলোডের জন্য ADOBE INDESGIN FREE DOWNLOAD ।
পোস্টটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই ধরণের আরও পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টুইটারের অফিসিয়াল পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।
0 মন্তব্যসমূহ