গুগল ক্রোমের জনপ্রিয় এক্সটেনশন সমূহ


ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে ক্রোম ব্রাউজার ব্যবহারকারী হচ্ছে 750 মিলিয়ন।বর্তমানে সবার শীর্ষে থাকা ব্রাউজারটিও হচ্ছে এই ক্রোম ব্রাউজার, যার ব্যবহারকারীর সক্রীয় সংখ্যা 750 মিলিয়ন। ব্রাউজার কে দিয়ে আপনি ইচ্ছা করলে অনেক ধরনের সার্ভিস ব্যবহার করতে পারবেন এর এক্সটেনশন গুলো সঠিক পদ্ধতিতে ব্যবহার করে। 


অনেক মজার মজার ফিচার গুলো আপনি এক নিমিষেই চালু করতে পারবেন chrome-extension ব্যবহার করে। আর  ঠিক সেই কারণেই আমরা গুগল ক্রোম ব্রাউজারের কিছু গুরুত্বপূর্ণ এক্সটেনশন এর নাম এবং ব্যবহার গুলো দেখে নেব। যাতে আমরা নিজের কাজে ব্যবহার করে খুব দ্রুত কোন কিছুর সমাধান করতে পারি। ফিচারগুলো আমাদের সম্পূর্ণ সার্ভিস দিতে সক্ষম হলে আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলের ভেতরেও এটি ব্যবহারের জন্যে উদ্ভুদ্ধ করতে পারি।  চলুন তাহলে দেরি না জেনে নেওয়া যাক এই গুগল ক্রোমের কিছু মজার মজার এক্সটেনশন সম্পর্কে এবং এদের কোনটির কি কাজ।


গুগোল ক্রোম ব্রাউজারের জনপ্রিয় এক্সটেনশনসমূহঃ

১। Google Dictionary (by Google)

২। Adblock Plus - free ad blocker

৩। TabCloud

৪। Panic Button

৫। Ghostery – Privacy Ad Blocker

৬। WOT Web of Trust, Website Reputation Ratings

৭। Social Fixer for Facebook

৮। Click&Clean

৯। Office Editing for Docs, Sheets & Slides

১০। Tab Wrangler

১১। Session Buddy

১২। LastPass: Free Password Manager


১। গুগোল ডিকশনারী (Google Dictionary)ঃ  আমরা যারা ইন্টারনেট জগতের সাথে জড়িত আছি তাদের সকলেরই প্রতিনিয়তই প্রয়োজন হয় শব্দের। আর আমরা সমস্ত শব্দ সম্পর্কে জানিনা, তাই এই এক্সটেনশনটি আমাদের কাজের সুবিধার জন্যে ক্রোম ব্রাউজারে যুক্ত করে রাখলে অনেক সহজেই শব্দের ব্যাখ্যা পাওয়া যাবে। এখানে পেয়ে যাবেন এক্সটেনশনটি


২। এডব্লোক প্লাস (Adblock Plus)ঃ আমরা প্রতিনিয়তই ইন্টারনেট ব্যবহার করার জন্যে বেশির ভাগ ব্যবহারকারীরা গুগোল ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকি। তবে এই ইন্টারনেট ব্যবহার করার সময় আমাদের সবচাইতে বিরক্তিকর অনুভব করে থাকি যখন অনেক গুলো এডস সমূহ আমাদের সামনে দেখানো হয়। আর এই এডস গুলো থেকে মুক্তি পেতে আপনি ব্যবহার করতে পারেন এই এক্সটেনশনটি


৩। ট্যাবক্লাউড (TabCloud)ঃ  আমাদের অনেকেই কাজের খাতিরে একই সময়ে একসাথে অনেক গুলা ট্যাব খুলে রাখেন বা রাখার প্রয়োজন পড়ে, তাদের জন্য এই এক্সটেনশনটি বেশ উপকারী । আপনি চাইলে এটি সেভ করে রেখে আলাদা কম্পিউটারেও ব্যবহার করতে পারেন। এখানে ক্লিক করুন এক্সটেনশনটি পেতে।


৪। পেনিক বাটন  (Panic Button)ঃ আপনি চাইলে এই পেনিক বাটন ব্যবহার করে অনেক গুলো ট্যাবসমূহকে খুব সহজেই লুকিয়ে বা গোপন রাখতে পারবেন। এই বাটনের মাধ্যেমে আপনি চাইলে ট্যাব সমূহকে সেভ করে রাখতে পারবেন পরবর্তীতে ব্যবহার করতে চাইলে। এটি পেতে ক্লিক করূন এখানে এক্সটেনশনট


৫। ঘোস্টেরী (Ghostery)ঃ এটি হচ্ছে একটি প্রাইভেসি এক্সটেনশন। এটি দিয়ে আপনি খুব সহজেই নিজের কর্মকান্ড গুলো সিকিউর করে রাখতে পারবেন। এর মাধ্যেমে আপনি চাইলে কেউ আপনাকে ট্র্যাক করছে কিনা তা বুঝতে পারবেন এবং চাইলে তাকে ডিজ্যাবলও করে রাখতে পারবেন। এটি পেতে ক্লিক করুন এখানে এক্সটেনশন


৬। ওয়েব ট্রাস্ট (WOT Web of Trust, Website Reputation Ratings)ঃ আপনি গুগল ক্রোমের এই এক্সটেনশনটি ব্যবহার করে নিজে থেকেই খুব সহজেই বুঝতে পারবেন যে, আপনি আসলে নির্ভরযোগ্য সাইটের লিংকে আছেন নাকি এটি কোন প্রতারণামুলক সাইট। তাই যখন আপনি কোন লিংক ওপেন করবেন এটির কালার পরিবর্তন হয়ে যাবে। এক্সটেশনটি পেয়ে যাবেন এখানে।


৭। ফেসবুক কাস্টমাইজার (Social Fixer for Facebook)ঃ আপনি যদি আপনার ফেসবুকের বিভিন্ন ফিচার সমূহ নিজের পছন্দ মতো করে কাস্টোমাইজ করে নিতে চান তাহলে ব্যবহার করুন এই এক্সটেশনটি। এতে করে আপনি অনেক কিছু নিজের মতো করে ব্যবহার করতে সক্ষম হবেন। এখানে পেয়ে যাবেন এক্সটেনশনটি


৮। কুকি ক্লিন (Click&Clean)ঃ আপনি এই এক্সটেনশনটি ব্যবহার করে শুধু একটি ক্লিক করেই অনায়াসেই সমস্ত কুকি, ব্রাউজার হিস্টোরী, ক্যাশ ফাইল রিমুভ করতে পারবেন। এক্সটেনশনটি পেতে ক্লিক করূন এখানে এক্সটেশন


৯। মাইক্রোসফট অফিস (Office Editing for Docs, Sheets & Slides)ঃ আমাদের অনেকের কম্পিউটারে মাইক্রোসফট অফিস ইন্সটল করা থাকেনা, সেক্ষেত্রে অনেকেই বুঝে উঠতে পারেন না যে, ঠিক এই সময়ে কিভাবে তার কাজটি চালিয়ে নেওয়া যায়। আর সেটার জন্যেই আপনাকে অনেক মজার একটি ফিচার দিচ্ছে গুগোল ক্রোম ব্রাউজার। এই এক্সটেনশন দিয়ে আপনি মাইক্রোসফট অফিসের সমস্ত কাজ করতে পারবেন আপনার কম্পিউটারে ইন্সটল না করেই। এক্সটেশনটি পেতে ক্লিক করুন এখানে এক্সটেনশন


১০। ট্যাব র‍্যাংলার (Tab Wrangler)ঃ এই এক্সটেশনটি আপনার বন্ধ করে রাখা বা অনেক দিন থেকে বন্ধ হয়ে থাকা ট্যাব গুলো ওপেন করার জন্যে বেশ কার্যকরী। আপনি একসাথে অনেকগুলো ট্যাব বন্ধ করে রাখতে পারবেন আবার সেটি প্রয়োজনে ওপেন করতে পারবেন এই এক্সটেশনটি ব্যবহার করে। এখান থেকে পেয়ে যাবেন এক্সটেনশনটি। 


১১। সেশন বডি (Session Buddy)ঃ আপনি এই এক্সটেশনটি ব্যবহার করে আপনার নির্দিষ্ট করে যেকোন ট্যাব সেভ করে রাখতে পারবেন এবং প্রয়োজনে সেই নাম দিয়ে সার্চ করে আবার সেটিকে ব্যবহার উপযোগী করতে পারবেন। এমনি কি আপনার ব্যবহৃত সিস্টেমটি ক্রাস করলেও সেটিকে রিকভার করা সম্ভব হবে এই এক্সটেশন ব্যবহার করে। সেটাপ করতে ক্লিক করুন এখানে এক্সটেশন


১২। লাস্টপাস (LastPass)ঃ এটি গুগোল ক্রোম ব্রাউজারের একটি অত্যান্ত মজার এবং কার্যকরী ফিচার। আপনি চাইলে আপনার পাসওয়ার্ড গুলোকে এই এক্সটেনশনের মাধ্যেমে ম্যানেজ করে রাখতে পারেন। যাতে করে ভুলে গেলে এখান থেকে সুবিধামতো বের করে ব্যবহার করতে পারেন। এক্সটেনশনটি পেতে ক্লিক করুন এখানে এক্সটেনশন


আপনি এই ১২ টি এক্সটেশন ব্যবহার করে নিজের কাজ করার গতিকে আরও একটু বাড়িয়ে নিতে পারবেন। আর অনেক অল্প সময়ে অনেক কিছু ম্যানেজ করতে পারবেন খুব সহজেই। পোস্টটি আপনার উপকারে লাগলে সেটি আপনি আপনার মুল্যবান মন্ত্যবের মাধ্যমে আমাদের জানিয়ে দিতে পারেন। আর আমাদের নতুন নতুন সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টুইটার অফিসিয়াল প্রোফাইলে লাইক দিয়ে সাথেই থাকুন।


গুগোল ক্রোমের গতি বাড়াতে এই পোস্টটি দেখুন আরও পড়ুন


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. অনেক তথ্যবহুল পোস্ট, ভবিষ্যৎতে এই ধরনের আরো নতুন নতুন পোস্ট দেখতে চাই।

    উত্তরমুছুন
Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)