মার্কেটপ্লেসের তালিকা (Freelancing Marketplace List):
ফ্রিল্যান্সিং বর্তমানে বাংলাদেশে এবং দেশের বাহিরে খুব জনপ্রিয় একটি মুক্ত পেশা। অনেকে মাসে লাখ টাকার উপরে ইনকাম করছেন। যেমন অনেক সুযোগ-সুবিধা রয়েছে তেমনি নিজের স্বাধীনতা রয়েছে কাজের ক্ষেত্রে।
বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট এ নিজস্ব দক্ষতা কাজে লাগিয়ে বিভিন্ন ধরণের কাজ করে ঘরে বসেই হাজার হাজার টাকা আয় করা সম্ভব। আউটসোর্সিং প্রজেক্টের মাধ্যমে বিশ্বের অনেক বড় বড় প্রতিষ্ঠান ফ্রিল্যান্সারদের দ্বারা কাজ করিয়ে নিচ্ছে।
বর্তমানে বাংলাদেশে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফ্রিল্যান্সার কমিউনিটি বিদ্যমান। অর্থাৎ, পৃথিবীতে সর্বমোট যে সংখ্যক ফ্রিল্যান্সার আছে, তার মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রথম স্থানে আছে ভারত এবং তৃতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র। তবে বাংলাদেশের ক্ষেত্রে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একাউন্ট থাকলেও সবাই কিন্তু এখানে অ্যাক্টিভ না। কেননা অনেকে শখের বশে একাউন্ট খুলে আর এখানে কাজ করেননা এমন অনেক সংখ্যক লোক রয়েছে।
তাই আমি মনে করি আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে নিজের ক্যারিয়ারকে গড়তে চান, তাহলে অবশ্যই আপনাকে যে কোনো একটি বিষয়ে খুব ভালোভাবে স্কিল অর্জন করতে হবে। কেননা দিনে দিনে প্রতিটি মার্কেটপ্লেসে কিন্তু কম্পিটিশন বেড়ে চলেছে। তাই যুগের সাথে তাল মিলিয়ে আপনাকেও চলার ক্ষেত্রে অবশ্যই স্কিলফুল হতে হবে।
চলুন তাহলে দেরি না করে এখন আমরা জেনে নিব কোন কোন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন করা যায়। মার্কেটপ্লেসের সংখ্যা অসংখ্য রয়েছে , তবে আমি আজকে আপনাদের জন্য কয়েকটি মস্ট পপুলার মার্কেটপ্লেসগুলোর নাম এখানে তালিকাভুক্ত করে দেবো।
আপনি যদি অনলাইনে খোঁজ করেন তাহলে এর বা তালিকার বাহিরেও অনেক মার্কেটপ্লেস পেয়ে যাবেন। সেখান থেকে আপনার কাছে যেটি অথেন্টিক মনে হবে সেই সাইটে আপনি কাজ করে আপনার সার্ভিস গুলো সেল করতে পারেন।
ফ্রীল্যান্সিং সাইট বা মার্কেটপ্লেসের তালিকাঃ
- Upwork.com
- Fiverr.com
- Peopleperhour.com
- Guru.com
- Freelancer.com
- 99designs.com
- Belancer.com
- Toptal.com
- Truelancer.com
- amazon.com
- seoclerks
- kajkey.com
- flexjobs.com
- simplyhired.com
- aquent.com
- publoft.com
- linkedin.com
- designhill.com
- talent.hubstaff.com
- solidgigs.com
- weworkremotely.com
- dribbble.com
- gigster.com
- behance.net
- cloudpeeps.com
- X-Team
- ScalablePath
- Servicescape
- Writerbay
- freelancermap
- Freelance Writing Jobs
- yeeply
- Job.com
- freelance.com
- gun.io
- Wonolo
- Freelance-info.fr
- CloudPeeps
- JournalismJobs.com
- Communo.com
- Taskcity
- workhoppers
- GovernmentBids.com
- Hire My Mom
- Authentic Jobs
- UseMe
- translatorbase
- bidvine
- crowdsite
- Paperell
- businesstalentgroup
- Folyo
- Coding Ninjas
- 2Polyglot
- freelanceindia.com
- pertemps.co.uk
- Freelance-informatique.fr
- DesignQuote
- FreelanceZone.com.sg
- Freelance Success
- LocalSolo
- Speedlancer
- awesomeweb
- jyve
- yunojuno
- Joomlancers
- workfast
- Brigad.co
- Koder
- StudentFreelance
- PovioRemote
- FreeWork
- Work Tasker
- FreelanceDesigners
- Genuine Jobs
- dolancing
- Freelancers.net
- parttimerz
- hexidesign
- SiliconBali
- hoofdkraan.nl
- Freelance auction
- programming bids
- Craigslist
- Coroflot
- worktasker.com
0 মন্তব্যসমূহ