অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে । ভোটার আইডি কার্ড নাম সংশোধন
বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই এনআইডি কার্ড ভোটার আইডি কার্ড রয়েছে। তবে আমাদের এই ভোটার আইডি কার্ড নিয়ে বেশ ঝামেলা পোহাতে হয় যখন সেই ভোটার আইডি কার্ড সংশোধন করতে হয়।
আপনাদের ভোটার আইডি কার্ডের যদি কোন তথ্য ভুল থাকে আর আপনি যদি অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করতে চান অথবা আপনার ভোটার আইডি কার্ড নাম সংশোধন করার প্রয়োজন হয়, তাহলে এখন থেকে আপনারা অনলাইনেই এই কাজগুলো করতে পারবেন।
আপনারা কিভাবে অনলাইনে ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র সংশোধন (nid songsodhon) করবেন, বিভিন্ন ধরণের ভুলের জন্য কি কি প্রমানপত্র দেয়া লাগবে এবং কিভাবে আপনার কম্পিউটার বা আপনার মোবাইল দিয়ে অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন ফরম পূরণ করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকে এই পোস্টে ধাপে ধাপে তুলে ধরবো আপনাদের সুবিধার জন্যে।
আমরা যদি একটু ভাল করে খেয়াল করে দেখি যে আমাদের প্রায় সবারই জাতীয় পরিচয়পত্রে বিভিন্ন ধরণের ভুল রয়েছে। অনেকের নামের ভুল, পিতা মাতার নামের ভুল, জন্ম তারিখ, ঠিকানার ভুল ইত্যাদি। কিন্তু অনেকেই জানেন না, অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধনের বিশেষ সুযোগ রয়েছে।
আপনি চাইলে এখন থেকে ঘরে বসেই যথাযথ প্রমাণ দাখিল করে অনলাইনে আবেদন করে ১৫ থেকে ২০ দিনের মধ্যে এই ভুলগুলো সংশোধন করতে পারবেন।
অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন । জাতীয় পরিচয় পত্র সংশোধন
আপনি যদি অনলাইনে নিজের ভোটার আইডি কার্ড সংশোধন করতে চান তাহলে আপনাকে বেশ কিছু কাগজপত্র প্রস্তুত করে রাখতে হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে। জাতীয় পরিচয়পত্রের সামনের দিকে যে তথ্যসমূহ রয়েছে যেমন,
- নাম
- পিতার নাম
- মাতার নাম ও
- জন্মতারিখ
আপনি যদি উপরের এই তথ্যসমূহ সংশোধন করতে চান তাহলে এই সবগুলোই একি ক্যাটাগরির অন্তর্ভুক্ত হবে। আপনি যদি এই তথ্যগুলোর যে কোন একটি বা সবগুলো একসাথে পরিবর্তনের জন্য আবেদন করেন।
তাহলে আপনাকে একই পরিমাণ ফি জমা দিতে হবে। এখানে আলাদা করে প্রত্যেকটি নামের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে টাকা প্রদান করার প্রয়োজন নেই।
ভোটার আইডি কার্ড নাম সংশোধন । অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন
আপনি যদি অনলাইনে ভোটার আইডি কার্ড নাম সংশোধন করতে চান তাহলে আপনাকে প্রমাণ সহ বেশ কিছু তথ্য প্রদান করতে হবে। এই ক্ষেত্রে আপনার নাম সংশোধনের জন্য বেশি গ্রহণযোগ্য প্রমাণপত্র হচ্ছে এসএসসি, এইচএসসি বা সমমানের সনদ (SSC and HSC Certificate)।
যদি কারো এসএসসি এইচএসসি সনদ না থাকে এক্ষেত্রে নিম্মোক্ত ডকুমেন্ট গুলোর যে কোন ১ টি বা ২ টি বা সবগুলো সাবমিট করতে পারেন।
ভোটার আইডি কার্ড নাম সংশোধনের জন্য যে প্রমাণপত্রগুলো প্রয়োজনঃ (যেকোন ১টি)
- এসএসসি বা এইচএসসি অথবা সমমানের সনদ
- অনলাইন জন্ম নিবন্ধন সনদ
- পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স
- এমপিওসিট/সার্ভিস বহি
- বিবাহের কাবিন নামা
পিতা ও মাতার নাম সংশোধন
আপনি যদি অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য আপনার পিতা মাতার নাম সংশোধন করতে চান, সে ক্ষেত্রে আপনাকে বেশ কিছু তথ্য দাখিল করতে হবে। তার মধ্যে আপনার পিতা ও মাতার নাম সংশোধনের জন্য এসএসসি, এইচএসসি বা সমমানের সনদ (SSC and HSC Certificate) এবং একই সাথে পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কপি দাখিল করতে হয়।
পিতা-মাতার নাম সংশোধনের জন্য যে প্রমাণপত্রগুলো প্রয়োজনঃ
- এসএসসি বা এইচএসসি অথবা সমমানের সনদ, অথবা
- অনলাইন জন্ম নিবন্ধন সনদ, অথবা
- পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স
এবং নিম্মোক্ত যে কোন ১ টি
- পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র
- পিতা-মাতার জন্ম নিবন্ধন
- চাকুরীজীবিদের ক্ষেত্রে অফিস প্রধানের প্রত্যয়ন
- পিতার সকল সন্তানদের জন্মের ক্রম অনুযায়ী নাম ও জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ পূর্বক ওয়ারিশন সনদ/প্রত্যয়নপত্র
- ভাই-বোনের জাতীয় পরিচয়পত্র
ভোটার আইডি কার্ড জন্ম তারিখ সংশোধন বা ভোটার আইডি কার্ড বয়স সংশোধন
আপনি যদি আপনার ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ সংশোধন করতে চান সে ক্ষেত্রে আপনাকে ঠিক আগের মতই বেশ কিছু তথ্য দাখিল করতে হবে প্রমাণ স্বরূপ। এই ক্ষেত্রে ভোটার আইডি কার্ড জন্ম তারিখ সংশোধনের জন্য সর্বাধিক গ্রহণযোগ্য প্রমাণপত্র হচ্ছে এসএসসি (SSC Certificate)
যদি কারো এসএসসি সনদ না থাকে এক্ষেত্রে নিম্মোক্ত ডকুমেন্ট গুলোর যে কোন ১ টি বা ২ টি বা সবগুলো সাবমিট করতে পারেন।
জন্মতারিখ সংশোধনের জন্য বা ভোটার আইডি কার্ড বয়স সংশোধন যে প্রমাণপত্রগুলো প্রয়োজনঃ (যেকোন ১টি)
- এসএসসি বা এইচএসসি অথবা সমমানের সনদ
- পাসপোর্ট
- অনলাইন জন্ম নিবন্ধন
- ড্রাইভিং লাইসেন্স
- আবেদন ফি- ২৩০ টাকা (ভ্যাটসহ)
অনলাইনে ভোটার আইডি কার্ড এর অন্যান্য তথ্য সংশোধন । ভোটার আইডি কার্ড নাম সংশোধন
ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন । অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন
অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি । অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন
- এনআইডির তথ্য সংশোধন বাবদ ফি (NID Info Correction fee) ২৩০ টাকা।
- অন্যান্য তথ্য সংশোধন বাবদ ফি (Other Info Correction fee) ১১৫ টাকা।
- উভয় তথ্য সংশোধন বাবদ ফি (Both Info Correction fee) ৩৪৫ টাকা।
- ভোটার আইডি কার্ড রিইস্যু বাবদ ফি (Duplicate Regular fee) ৩৪৫ টাকা।
- ভোটার আইডি রিইস্যু জরুরী বাবদ ফি (Duplicate Urgent) ৫৭৫ টাকা।
অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধন করার নিয়ম । অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন
ধাপ ১: ডকুমেন্টসগুলোর স্ক্যান/ ছবি নেয়া
ধাপ ২: NID ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন
ধাপ ৩: তথ্য সংশোধন
ধাপ ৪: ফি প্রদান
জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি জমা দেওয়ার নিয়ম
বিকাশের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের (NID Fee) প্রদান
- পে বিল অপশনে যান
- সরকারি ফি অপশনে ক্লিক করুন এবং NID Service অপশনটি বাছাই করুন।
- আপনার আইডি নম্বরটি ইংরেজিতে লিখুন
- আপনার আবেদনের ধরণ বাছাই করুন।
2 মন্তব্যসমূহ
nice post
উত্তরমুছুনThanks for your valuable comment.
মুছুন