বাংলা কন্টেন্ট রাইটিং জব
বাংলা পোস্ট লিখে যদি আপনিও ঘরে বসে আয় করতে চান তাহলে বেশ কিছু নিয়ম বা পদ্ধতি ফলো করে বাংলা আর্টিকেল লিখে আয় করতে পারেন। আপনি কি পড়াশোনা শেষ করে বাসায় বেকার বসে আছেন?
পড়াশোনার পাশাপাশি কোন পার্ট টাইম জব খুঁজছেন? আপনাকেই খুঁজছি আমরা। আপনি যদি গুছিয়ে নির্ভুলভাবে ভালো বাংলা লিখতে পারেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। আশা করি মনোযোগ দিয়ে পুরো পোস্টটি পড়বেন।
অর্থ উপার্জন করতে কে বা না চায় তাইনা? আর সেটি যদি ঘরে বসেই আয় করা যায় তাহলে বেপারটা অনেক মজার তাইনা? কিন্তু, আয় করার মাধ্যমটাই অনেকে খুঁজে পায় না। টেকইনফো এ-আই (TECHINFOAI) নিয়ে এলো আপনাদের জন্য এক সুবর্ণ সুযোগ।
বাংলা লেখালেখি করে আয় করার ওয়েবসাইট। বাংলা পোস্ট লিখে আয়ের নিয়মাবলিঃ
টেকইনফো এ-আই (TECHINFOAI) টেকনোলজি বিষয়ের পাশাপাশি প্রতিনিয়ত আপডেট তথ্য সমূহ আপনাদের মাঝে শেয়ার করে থাকে। আর তাই নিজের প্রয়োজনে এবং ফ্রিল্যান্সিং সার্ভিস এর প্রয়োজনে প্রতিনিয়ত সারাবিশ্ব ব্যাপী আর্টিকেল রাইটিং বা কনটেন্ট রাইটিং সার্ভিস দিয়ে থাকে।
যা একার পক্ষে কখনো সম্ভব নয় বা ধারাবাহিকতা বজায় রাখা অনেক কষ্টের একটা বেপার। তাই টেকইনফো এ-আই (TECHINFOAI) তৈরি করতে যাচ্ছে একটি অনলাইন কনটেন্ট রাইটার দক্ষ নেটওয়ার্ক। আপনিও অংশগ্রহণ করে হয়ে যেতে পারেন আমাদের একজন টিম মেম্বার। টেকইনফো এ-আই (TECHINFOAI) ওয়েবসাইটের কনটেন্ট রাইটারদদের জন্য রয়েছে ২ টি ধাপ।
- সাধারণ রাইটার
- প্রিমিয়াম রাইটার
সাধারণ রাইটার কারা? । বাংলা লেখালেখি করে আয় করার ওয়েবসাইট । অনলাইন ইনকাম
আমাদের টেকইনফো এ-আই (TECHINFOAI) ওয়েব সাইটের আর্টিকেল রাইটার টিমে যুক্ত হতে চাচ্ছেন কিন্ত আপনার আগের কোন অভিজ্ঞতা নেই এখন কি করবেন ভেবে পাচ্ছেন না। আমরা আপনাকে কাজ করার সুযোগ করে দিবো তাই চিন্তার কিছু নাই। তবে আপনাকে ৭ দিনের ট্রেনিং এর মাধ্যমে উপযোগী করে তুলা হবে।
এখন ফিরে আসি মুল কথায় যারা আর্টিকেল রাইটিং জগতে একদম নতুন অথবা ৬ মাসের কম অভিজ্ঞতা রয়েছে তারা হলেন সাধারণ রাইটার। যাদেরকে প্রয়োজনে ফ্রি আর্টিকেল রাইটিং কোর্স করিয়ে দক্ষ করে তোলা হবে।
প্রতিনিয়ত গাইডলাইন প্রদান করা হবে। আপনাকে যখন টেকইনফো এ-আই (TECHINFOAI) টিম মনে করবে যে,আপনি এখন আর্টিকেল লিখতে পারবেন বা পারছেন তখন আপনাকে আর্টিকেল লেখার জন্য টপিকস দিয়ে দেওয়া হবে।
সাধারণ রাইটারদের জন্য নিয়মাবলিঃ। অনলাইন ইনকাম
- টেকইনফো এ-আই (TECHINFOAI) প্রথম ২০টি আর্টিকেলের জন্য প্রতি আর্টিকেল ১০০ টাকা করে প্রদান করবে।
- টেকইনফো এ-আই (TECHINFOAI) পরবর্তী প্রতি আর্টিকেল ১২০ টাকা করে প্রদান করবে।
- প্রতি আর্টিকেল হতে হবে সর্বনিম্ন ১০০০-১৫০০ ওয়ার্ডের মধ্যে।
- টেকইনফো এ-আই (TECHINFOAI) মাসে ৩০ টি আর্টিকেল জমা দিতে হবে। এর থেকে কেউ বেশি করতে পারলে তাঁর জন্য থাকবে আমাদের টিমের পক্ষ থেকে স্পেশাল গিফট।
- আর্টিকেল জমা দেওয়ার নিয়মাবলি টেকইনফো এ-আই (TECHINFOAI) এর ফেসবুক পেইজে বিস্তারিত পোস্ট আকারে প্রকাশ করা হবে।
প্রিমিয়াম রাইটার কারাঃ । বাংলা লেখালেখি করে আয় করার ওয়েবসাইট । অনলাইন ইনকাম
প্রিমিয়াম রাইটারদের জন্য নিয়মাবলিঃ । অনলাইন ইনকাম
- টেকইনফো এ-আই (TECHINFOAI) এর প্রথম ১০ টি আর্টিকেল ১৫০ টাকা করে প্রতি আর্টিকেল পেমেন্ট দেওয়া হবে।
- টেকইনফো এ-আই (TECHINFOAI) এর পরবর্তী প্রতি আর্টিকেল ২০০ টাকা করে প্রদান করা হবে।
- টেকইনফো এ-আই (TECHINFOAI) এ আর্টিকেলে ওয়ার্ড সংখ্যা হতে হবে মিনিমাম ১৫০০+
- ওয়ার্ড সংখ্যা ২৫০০-৩০০০ এর মধ্যে হলে প্রতি আর্টিকেল ২৫০ টাকা করে।
- পার্ট টাইম যারা কাজ করবেন তাদের জন্য মাসে সর্বোচ্চ ৩০টি আর্টিকেল জমা দেওয়ার সুযোগ থাকবে।
- আর্টিকেল ভিত্তিক/ মাসিক চুক্তি ২ ভাবেই পোস্ট লেখার সুযোগ রয়েছে।
- ফোকাস কি ওয়ার্ড ভিত্তিক পোস্ট লিখতে হবে।
অনলাইন ইনকাম । পেমেন্ট পদ্ধতিঃ
- পোস্ট লিখার চেক করে পাবলিশ উপযোগী হয়েছে কিনা ২৪ ঘন্টার মধ্যে জানানো হবে টেকইনফো এ-আই (TECHINFOAI) এর টিম থেকে।
- পাবলিশ উপযোগী হলে ৭২ ঘন্টার মধ্যে ব্যাংক/বিকাশে টাকা চলে যাবে।
- আপনি চাইলে প্রতি আর্টিকেল লিখে জমা দিয়েই টাকা তুলতে পারবেন বা একসাথে জমিয়েও তুলতে পারবেন।
- আপনি পার্ট টাইম বা মাসিক ভিত্তিতেও পোস্ট লিখতে পারবেন।
সতর্ক বার্তাঃ । অনলাইন ইনকাম । বাংলা লেখালেখি করে আয় করার ওয়েবসাইট
- আর্টিকেল সম্পূর্ণরূপে ইউনিক হতে হবে। অন্য যেকোন ওয়েবসাইট থেকে ধারণা নেওয়া যাবে কিন্তু কপি করা যাবে না।
- আপনার সাবমিট করা আর্টিকেল দেওয়ার পর প্লেজারিজম চেক করে কোন কপি কনটেন্ট পেলে সাথে সাথে তা বাতিল করে দেওয়া হবে।
- কি ওয়ার্ড রিসার্চ করে আমাদের টেকইনফো এ-আই (TECHINFOAI) টিম আপনাকে প্রদান করবে সেটির উপরে লিখতে হবে।
- আপনি যদি নিজেকে একজন আর্টিকেল রাইটার হিসেবে যোগ্য মনে করেন তাহলে নিচের ফরমটি পূরণ করে দিবেন। আপনি যদি নির্বাচিত হয়ে থাকেন তাহলে টেকইনফো এ-আই (TECHINFOAI) পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে।
2 মন্তব্যসমূহ
অর্ডিনারি আইটির মত ঘুরিয়ে পেঁচিয়ে নিবেন না তো??
উত্তরমুছুনআমাদের হিডেন কোন রকম নিয়ম কানুন থাকেনা, আমরা সরাসরি সব নিয়ম কানুনের কথা বলে দেই। সুতরাং আমাদের প্রয়োজন হলে বিস্তারিত আলোচনার মাধ্যমেই কাউকে টিমে সংযুক্ত করা হয়ে থাকে। ধন্যবাদ আপনার মতামতের জন্য।
মুছুন