Payoneer একাউন্ট খোলার নিয়ম 202৪
ফ্রিল্যান্সিং বর্তমানে যেমন একটি জনপ্রিয় মাধ্যেম হিসাবে পরিচিত তেমনি দিনে দিনে ফ্রিল্যান্সিং এর চাহিদা বেড়েই চলেছে। আর ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে সেই টাকা উত্তলনের জন্য একটি মাধ্যম হচ্ছে পেওনার।
আজকে আমি আপনাদের মাঝে এই আর্টিকেলের মাধ্যমে তুলে ধরবো যে কিভাবে আপনি Payoneer একাউন্ট খুলতে পারবেন বা payoneer account খোলার নিয়ম কি কি সেই সম্পর্কে। কারণ, বর্তমানে আমাদের দেশের যুব সমাজ ফ্রিল্যান্সিং কাজ কর্ম হিসাবে বেঁছে নিয়েছে। এই ফ্রিল্যান্সিং কাজ করতে হয় দেশ বিদেশের বিভিন্ন ক্লায়েন্ট এর সঙ্গে।
আপনার হয়তোবা অনেকেই জানেন যে ক্লায়েন্টের সাথে অর্থ আদান প্রদান করার জন্য ইন্টারন্যাশনাল একটা পেমেন্ট গেটওয়ের প্রয়োজন হয়। এখন আপনি যদি এই কাজের সাথে জড়িত হয়ে দেশ বিদেশ থেকে টাকা সেন্ড বা রিসিভ করতে চান, তাহালে এই পেওনিয়ার একাউন্ট খোলার নিয়ম জানা আপনার জন্যে জরুরি একটি বিষয়।
কেননা আপনি চাইলে এই Payoneer account বা Payoneer MasterCard এর মাধ্যমে খুব সহজেই দেশ বা বিদেশের বিভিন্ন জায়গায় সহজে অর্থ আদান প্রদান করতে পারবেন অল্প কিছু পদ্ধতি ফলো করেই।
এছাড়া আপনারা হয়তো ইতিমধ্যে পেপাল, স্ক্রিল, পেওনিয়ার এর নাম শুনেছেন? এ পেমেন্ট মেথড গুলো সারা বিশ্বে সব থেকে বেশি পরিমানে ব্যবহার করা হয়। যেমন, আমাদের বাংলাদেশে ব্যবহার করা হয় বিকাশ, রকেট, নগদ। ঠিক এই ভাবে পেওনিয়ার থেকে আপনি $ ডলার বা ইউরো নিজের দেশের যেকোনো ব্যাংকে নিতে পারবেন এই ব্যাংকিং সিস্টেম গুলোর মাধ্যমে।
বর্তমানে ইন্টারন্যাশনাল টাকা আদান প্রদান করার জন্য আমাদের দেশে অনেক গুলো পেমেন্ট মেথড চালু রয়েছে। এর মধ্যে সব থেকে বেশি ব্যবহার করা হয় Payoneer Account অপরদিকে আমাদের পাশের দেশ ভারতেও অনেক বেশি পরিমানে ব্যবহার করা হয় পেওনিয়ার একাউন্ট ও পেপাল একাউন্ট।
পেওনিয়ার একাউন্ট কি?
পেওনিয়ার হচ্ছে একটি ক্রস বর্ডার পেমেন্ট সলিউশন, যা ব্যাবহার করে আপনি দেশের বাইরে থেকে আপনার কাজের পেমেন্ট আনতে পারবেন। সেটা হতে পারে কোন মার্কেটপ্লেস থেকে অথবা সরাসরি ক্লায়েন্টের কাছ থেকে। আপনার ক্লায়েন্ট কোন প্রতিষ্ঠান হতে পারে আবার কোন ব্যাক্তিও হতে পারে।
চাকরির থেকে ফ্রিল্যান্সিং এর চাহিদা বেশি কেন?
আপনি চাকুরি করে নিদির্ষ্ট একটি এমাউন্ট মাস শেষে পেয়ে থাকেন যা কিনা অনেক সময় যথেষ্ট না। কিন্তু আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে এখানে আপনার নিদির্ষ্ট বেতনের চাইতে অনেক গুন বেশি অর্থ উপার্জন করতে পারবেন যদি আপনার প্রতিভাকে বিকশিত করতে পারেন।
অনেকে সময় আপনার সারা মাসের বেতনের টাকার সমান টাকা উপার্জন করতে পারবেন ফ্রিল্যান্সিং করে মাত্র কয়েক দিনেই। আবার সেই টাকা ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন Payoneer Account এর মাধ্যেমে খুব সহজেই।
Payoneer একাউন্ট কেন খুলবেন?
আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে দেখবেন যে এমন অনেক ওয়েবসাইট রয়েছে বা ক্লায়েন্ট অথবা কোম্পানি রয়েছে, যারা ফ্রিল্যন্সারদের শুধুমাত্র পেওনিয়ার এর মাধ্যমে পেমেন্ট করে থাকেন।
আর তাই এই প্লাটফর্ম গুলোতে আপনার একটি Payoneer account থাকা জরুরি। কারণ, ফ্রিল্যান্সিং কাজ করতে হলে পেমেন্ট মেথড হিসাবে একটি ইন্টারনেশনাল একাউন্ট থাকা প্রয়োজন।
তাই আজকে আমি দেখাবো কিভাবে সহজেই আপনারা একটি Payoneer একাউন্ট খুলতে পারবেন বা খুলতে হয়।
আরও পড়ুনঃ আর্টিকেল লেখার নিয়ম | ব্লগে পোস্ট করার নিয়ম
Payoneer একাউন্ট খোলার নিয়ম
আপনি যদি একটি পেওনিয়ার একাউন্ট তৈরি করতে চান তাহালে আপনার বেশ কিছু ডকুমেন্ট অবশ্যই থাকতে হবে। আপনি চাইলে দুই ভাবে পেওনিয়ার একাউন্ট খুলতে পারবেন।
- একটি হলো Individual Payoneer Account এবং
- অপরটি হলো Company Payoneer Account.
আপনি যদি একটি Individual একাউন্ট খুলতে চান তাহলে Individual Account খোলার জন্য আপনার NID Card এবং ব্যাংক একাউন্ট থাকতে হবে। আর অপরদিকে ভারতের নাগরিক হলে PAN Card এবং Bank account থাকতে হবে।
আর আপনি যদি আপনার নিজের কোম্পনির নামে Company একাউন্ট খুলতে চান, তাহালে ট্যাক্স ইনফরমেশন বা ট্রেড লাইসেন্স এর প্রয়োজন হবে। এই তথ্য বা ডকুমেন্ট গুলো আপনার যদি থাকে তাহালে খুব সহজে একাউন্ট তৈরি করতে পারবেন।
আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে?
আমরা ধরেই নিলাম যে আপনার কাছে সকল তথ্য বা ডকুমেন্ট গুলো রয়েছে। এবার আপনি গুগলে Payoneer লিখে সার্চ করতে পারেন বা সরাসরি Payoneer এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। পেওনিয়ার ওয়েবসাইটে যেতে এই লিংকে ক্লিক করুন Payoneer Account
অপরদিকে আপনার যদি কম্পিউটার বা ল্যাপটপ না থাকে তাহালে মোবাইল দিয়েও পেওনিয়ার একাউন্ট খুলতে পারবেন। এর জন্য Google Chrome ব্রাউজার ব্যবহার করুন এবং পেওনিয়ার সাইট ওপেন করার পরে ডেস্কটপ সাইট করে নিন। এবার নিচের ধাপ গুলো ফলো করে জানুন, Payoneer একাউন্ট খোলার নিয়ম একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপেঃ
ধাপ- ১
পেওনিয়ার এর অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করার পরে উপরে ডানদিকে REGISTER বলে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
ধাপ- ২
ধাপ- ৩
ধাপ- ৪
ধাপ-৫
ধাপ- ৬
ধাপ- ৭
পেওনিয়ার মাস্টার কার্ড কিভাবে একটিভ করবেন?
Payoneer Account এ $25 বোনাস যেভাবে পাবেন?
- আপনি আমাদের থেকে যদি নতুন একাউন্ট ওপেন করেন তাহলে আপনি $25 বোনাস পাবেন তবে এর জন্য আপনাকে কিছু ধাপ অবলম্বন করতে হবে।
- প্রথমে, আপনাকে একটি রেফারাল লিংকে থেকে একাউন্ট ওপেন করতে হবে, একাউন্ট ওপেন করার জন্য আমাদের কাছ থেকে রেফারাল লিংক নিতে পারেন এবং নির্দেশনা অনুযায়ী পরবর্তী কাজ সম্পাদন করুন।
- দ্বিতীয়ত, আপনার একাউন্ট একটিভ করার জন্য আপনাকে যেকোনো মার্কেটপ্লেস থেকে অর্থ ডিপোজিট করে নিতে হবে। তাহলে আপনার একাউন্ট ওপেন হয়ে যাবে।
- তৃতীয়ত, আপনি যদি আপনার একাউন্টে $100 যেকোন মার্কেটপ্লেস থেকে ডিপোজিট করতে পারেন তাহলে আপনার একাউন্টে স্বয়ংক্রিয়ভাবে আপনার একাউন্টে ডিপোজিট হয়ে যাবে। আপনার কিছুই করতে হবে না। এই বোনাস এর অর্থ আপনি কোনও শর্ত ছাড়াই যেকোনো সময় উত্তোলন করতে পারবেন।
8 মন্তব্যসমূহ
আসসালামু আলাইকুম ভাইয়া আমারতো ব্যাংক একাউন্ট নেই তাহলে কি পেয়নিয়ার একাউন্ট তৈরি করতে পারবো না??
উত্তরমুছুনহ্যাঁ অবশ্যই খুলতে পারবেন।
মুছুনআপনি একাউন্ট তৈরী করতে পারবেন কোন সমস্যা নেই, পরে ব্যাংক একাউন্ট সংযুক্ত করে নিতে পারবেন।
মুছুনব্যাংক একাউন্ট ছাড়া টাকা দিবে কি?
উত্তরমুছুনআপনাকে ব্যাংক একাউন্ট এড করে নিতে হবে।
মুছুনআপনাদের লিংক কোথায়
উত্তরমুছুনআসসালামু আলাইকুম , আমি পেইওনিয়ার একাউন্ট খুলেছি দুই বছর হল কিন্তু এ এন আই ডি এখনো আন্ডার রিভিউ আছে কিভাবে এটার সমাধা করতে পারি?
উত্তরমুছুনওয়ালাইকুম আসসালামু, ভাইয়া আপনি তাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারেন। আর স্মার্ট এন আই ডি সাবমিট করবেন, এর পরেও না হলে তাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।
মুছুন