ব্লগিং করে বা ব্লগিং এর সাথে রয়েছেন তাদের ভেতরে এমন কাউকে খুজে পাওয়া যাবেনা যে কিনা ব্লগ কমেন্টিং বিষয়ে জানে না। কেননা ব্লগ কমেন্টিং সাইট লিস্ট তারা সকলেই কোন না কোন সময়ে খুজেছেন তাদের ওয়েবসাইটের জন্যে।
এটি ব্যাকলিংক করার জন্য একটি আদী পদ্ধতি। রেংকিং এর ক্ষেত্রে ব্লগ কমেন্টিং এখন আর তেমন ভূমিকা না রাখলেও এটির কদর কিন্তু একেবারে কমে যায় নি। মার্কেটপ্লেসেও এর দারুন জনপ্রিয়তা রয়েছে। তাছাড়া এমন ব্যাকলিংক করা খুব সহজ বলে সাইট শুরু করে আমরা অনেকেই ব্লগ কমেন্ট করা শুরু করি।
তবে আপনারা হয়তো অনেকেই জানেন কিনা এই ব্লগ কমেন্টিং এর দুটি সমস্যা রয়েছে।
- প্রথমত ব্লগ কমেন্টে করার জন্য সাইট গুলো সহজে খুজে বের করা অন্যদিকে ব্লগ কমেন্ট করার পরে কমেন্ট এপ্রোভ হলো কিনা সেজন্য অপেক্ষা করা। দুটিই বেশ বিরক্তিকর।
- অন্যদিকে কেউ কেউ বুঝতে পারেন না আসলে কোথায় কিভাবে ব্লগ কমেন্ট করতে হবে।
চলুন তাহলে আজ জেনে নেই কিভাবে কমেন্ট করার জন্য সাইট সহজেই খুজে পাবো এবং কিভাবে সহজে এপ্রোভাল পাবো। সেই সাথে ২০০+ ব্লগ কমেন্টিং সাইট লিষ্ট নিয়ে নিন যেখাবে আপনি খুব সহজেই কমেন্ট করে এপ্রোভ করতে পারবেন বলে আশা করছি।
ব্লগ কমেন্টিং এর গুরুত্ব
আপনারা জেনেই গেছেন যে ব্লগ কমেন্টিং এর অনেক গুরুত্ব রয়েছে। আমরা সকলেই জানি রেংক করাতে হলে ন্যাচারাল ব্যকলিংক দরকার। আর এই ন্যাচারাল ব্যাকলিংক পাওয়া খুব একটা সহজ বিষয় এমন কিন্তু নয়। নতুন সাইটে কেনই বা মানুষ শুধু শুধু ব্যকলিংক দেবে। অন্যদিকে সব সময় যদি গেষ্ট ব্লগের দিকে নজর দেয়া হয় তাহলে সার্চ ইঞ্জিন বিষয়টাকে খুব ভালো চোখে দেখবেন বিষয়টা কিন্তু এমন নয়।
আপনি আবার উল্টো সন্দেহের তালিকায় পড়ে যেতে পারেন। এমনকি সাইট প্নানল্টি পর্যন্ত হতে পারে। তাই যদি মাঝে মাঝে অন্য ধরনের ব্যকলিংক করা যায় তাহলে সেই সন্দেহ থেকে কিছুটা দূরে থাকা সম্ভব। এছাড়াও আরো কিছু গুরুত্বের কথা নিচে দেয়া হলো।
ব্যাকলিংক: ব্লগ কমেন্টিং ব্যাকলিংক পাওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি। যে কেউ চাইলে দিনে বেশ কিছু ব্লগ কমেন্ট করে ফেলতে পারেন। যা হতে পারে আপনার সাইটের জন্য ভালো ব্যকলিংক এর সোর্স।
ভিজিটর: ব্যাকলিংক হতে পারে আপনার সাইটে ভিজিটর পাওয়ার দারুন একটি মাধ্যম। ভালো সাইটে ব্লগ কমেন্ট করতে পারলে প্রচূর পরিমান ভিজিটর পাওয়া যায়। যার ফলে আর্টিকেল দ্রুত রেংক করে। আপনারা সকলেই জানেন যে ভিজিটর ছাড়া কিন্তু একটি সাইটের থেকে ভাল কিছু আশা করা যায় না।
ব্রান্ডিং: সাইটের অথোরিটি বা ডোমেন রেটিং বাড়ার সাথে আপনার ব্রান্ড ভেলু বাড়াতে ব্লগ কমেন্ট বেশ কার্যকর। এছাড়া ব্লগ কমেন্ট করার মাধ্যমে একজন অথোরের পরিচিতি বাড়ে যা আর্টিকেল রেংক হওয়ার জন্য ভালো ভূমিকা রাখে।
নেটওয়ার্ক: ব্লগ কমেন্টে এর মাধ্যমে নিশ সাইটগুলোর ভিতর একটা নেটওয়ার্ক চেইন গড়ে ওঠে। যার ফলে সহজেই ভিজিটর আপনার সাইটকে খুজে পেতে পারে। এছাড়া এই নেটওয়ার্ক গড়ে ওঠার কারনে সাইটের অথরিটি বৃদ্ধি পায়, ব্রান্ড ভেলু বাড়ে এমনকি ট্রাফিকও পাওয়া যায়।
আরও পড়ুনঃ ব্যাকলিংক কি এবং কেন ব্যাকলিংক দরকার ২০২২
ব্লগ কমেন্টিং এর সঠিক নিয়ম
আপনি যদি সকল নিয়ম কানুন মেনে যে কোন কাজ করেন তাহলে সেই কাজের ফলাফল সব সময়ই ভালো হয়। তাই ভালো ফলাফলের জন্য সঠিক নিয়মে ব্লগ কমেন্ট করাটা খুবই জরুরী। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিছু নিয়ম কানুন এই সম্পর্কে।
- ব্লগ কমেন্ট করার সময় পুরাতন কমেন্টগুলো দেখে নিন। পোষ্টটিতে কোন কমেন্ট আছে কিনা, সম্প্রতি কোন কমেন্ট এপ্রোভ হয়েছে কিনা দেখে নিন। যদি দেখেন বেশ কিছু কমেন্ট রয়েছে এবং সম্প্রতি কিছু কমেন্ট এপ্রোভ হয়েছে তাহলে বুঝতে হবে আপনি কমেন্ট করলেও সেটি এপ্রোভ হওয়ার সুযোগ রয়েছে।
- পুরাতন কমেন্টগুলোতে লিংক এপ্রোভ করেছে কিনা সেটি দেখে নিন। লিংকগুলো হোম পেজ নাকি আর্টিকেল লিংক সেটিও চেক করুন। যদি আর্টিকেল লিংক এপ্রোভ করে তাহলে আপনিও আপনার আর্টিকেলের লিংক দিতে পারবেন। যদি কেবল হোম পেজের লিংক দেখতে পান তাহলে আপনিও হোম পেজের লিংক ব্যবহার করুন।
- কমেন্ট করার সময় আপনার অথোরের নাম ব্যবহার করুন। অর্থাৎ যে নামে আপনি আপনার সাইটে আর্টিকেল পাবলিষ্ট করেন। অনেকে ফেইক নাম ব্যবহার করে তাই বিষয়টা মনে করিয়ে দিলাম।
- আপনি যে নিশে কাজ করেন আপনার কমেন্ট যেন অবশ্যই তার রিলেভেন্ট হয় সেদিকে অবশ্যই নজর দিতে হবে। এলোমেলো কমেন্ট স্পাম হিসেবে বিবেচিত হতে পারে।
- কমেন্ট করার আগে অবশ্যই আর্টিকেলের কিছু অংশ পড়ে নিন যাতে করে আপনি আর্টিকেল সম্পর্কে কিছু লিখতে পারেন। দারুন, অসাধারন এসব কথা লিখে আসলে কখনোই আপনার কমেন্ট এপ্রোভ হবে না। সব সময় গঠনমূলক কমেন্ট করুন। আর্টিকেল বুঝে কমেন্ট করুন।
- যে ডোমেনে কমেন্ট করবেন তার URL এ HTTPS আছে কিনা দেখে নিন।
- কমেন্ট করা হয়ে গেলে লিংকটি কোথাও সেভ করে রাখুন যাতে করে পরে চেক করতে পারেন কমেন্টটি এপ্রোভ করেছে কিনা। অন্যদিকে সেম নিশে যদি কখনো কাজ করেন তাহলে কষ্ট করে আর সাইট খুজতে হবে না।
ব্লগ কমেন্টিং সাইট লিষ্ট খুজে পাওয়ার ফর্মূলা
আমরা অনেকেই হয়তোবা অনেক কিছু জানি সত্যি কিন্তু সেগুলো সঠিক উপায়ে কাজে লাগায় না। তাই আজকে যেই ফর্মূলাগুলা খুব কার্যকর সেগুলো নিচে তুলে ধরবো আপনাদের মাঝে। এখানে Your Keywords বা Keywords এর জায়গায় আপনার পছন্দের কিওয়ার্ড বসিয়ে গুগলে সার্চ করুন।
এরপরে আপনি দেখবেন যে সার্চ রেজাল্ট পেজে আপনি কমেন্ট করার সাইট খুজে পাবেন। তবে আগেই বলে রাখি, কোন কিছু আপনার জন্য কেউ আগে থেকে তৈরী করে রাখেনি। আপনাকে কষ্ট করে খুজে নিতে হবে। তাই যে রেজাল্টগুলো আসবে তার ভিতরে সবগুলোতেই কমেন্ট করতে পারবেন এমন কোন কথা নেই।
ধরুন আপনি ১০টি সাইটের ভিতরে হয়তো ২টি সাইটে কমেন্ট করতে পারবেন আবার নাও করতে পারেন। তবে হতাশ না হয়ে বিভিন্ন কিওয়ার্ড দিতে খুজে থাকুন। নিচের স্টিং গুলো দিয়ে দিনেক কয়েকশ কমেন্ট সাইট খুজে বের করা সম্ভব।
- intitle:garden blog commenting sites
- inurl:gardening blog
- allintitle: your keyword
- Keyword “Leave a Reply”
- Keyword “submit your comment”
- Keyword “submit comment”
- Keyword “add comment”
- Keyword “add your comment”
- Keyword “10 comments”
- Keyword “5 Responses”
- Keyword “show more comments”
- “Add comment” Your Keywords
- “Post comment” Your Keywords
- “Write comment” Your Keywords
- Your Keywords “leave a comment” / “leave comment”
- site:.com inurl:blog + “post a comment” + keyword
- site:.com inurl:blog + “post a comment” + commentluv enabled
- “keyword” + “leave a reply” -“amazon”
ব্লগ কমেন্টিং সাইট লিষ্ট (High DA) ২০২২
আমি আপনাদের সুবিধার জন্য নির্দিষ্ট কিছু নিশে ব্লগ কমেন্ট করার সাইট লিষ্ট নিচে তুলে ধরবো। প্রতিটা সাইটে ভিজিট করুন আর কমেন্ট বক্সে দারুন দারুন কমেন্ট করুন, যাতে করে আপনার কমেন্ট পড়ে এডমিন খুশি হয়ে আপনার কমেন্ট এপ্রোভ করে।
নিচের ব্লগ কমেন্টিং সাইট লিষ্ট খুব যত্ন নিয়ে করা হয়েছে। আশা করা যায় আপনি যদি সঠিক ভাবে কমেন্ট করেন তাহলে ৯০% এপ্রোভালের সম্ভাবনা রয়েছে।
50+ High DA Technology blogs List for Blog Commenting
- https://neilpatel.com/blog
- https://weddingindustryrescue.com/
- https://weichie.com/blog/
- https://cultofweb.com/blog/
- https://www.searchenginepeople.com/blog
- https://www.searchenginewatch.com/
- https://backlinko.com/
- https://tutoroftech.com/
- https://www.watchingthenet.com/
- https://chromeunboxed.com/
- https://www.learndash.com/
- https://www.whatrunswhere.com/blog
- https://www.cloudways.com/blog/
- https://barn2.com/
- https://www.problogdesign.com/
- https://robpowellbizblog.com/
- https://silvawebdesigns.com/
- https://wptavern.com/
- https://www.elegantthemes.com/blog/
- https://www.skyverge.com/blog/
- https://www.nosegraze.com/
- https://www.therebelape.com/
- https://www.viralchilly.com/blog/
- https://www.uedeveloper.com/blog/
- https://www.rso-consulting.com/
- https://performancing.com/
- https://www.seoclarity.net/
- https://www.searchenginepeople.com/blog
- https://www.triveniit.com/
- https://www.patonmarketing.com/blog
- https://emergentdigital.com/
- https://diannej.com/
- https://www.roadsidedentalmarketing.com/
- https://www.makealivingwriting.com/
- https://www.successful-blog.com/
- https://tiasays.com/
- https://wptavern.com/
- https://sites.tufts.edu/
- https://rxfitnesslady.com/
- https://lisakov.com/
- https://www.birdsofafeatherpress.com/
- https://thewritelife.com/
- https://www.elegantthemes.com/
- https://wptavern.com/
- https://projectilecm.com/
- https://cognitiveseo.com/
- https://newdentistblog.ada.org/
- https://everydayshessparkling.com/
- https://lucep.com/
- https://www.socialsellinator.com/
- https://www.fincommunications.com/
- https://conversedigital.com/
- 50+ Blog Commenting Sites List 2021 (Gardening)
- https://www.monarchgard.com/
- https://www.thegardencontinuum.com
- https://thegardenshednursery.com.au/
- https://www.newrootslandscapinghouston.com/
- https://gardenstring.com/
- https://cleverbloom.com/
- https://www.gardeningchannel.com/
- https://awaytogarden.com/
- https://www.saveourmonarchs.org/
- http://www.malaragardens.com/
- https://nodighome.com/
- https://countrygardenuk.com/
- https://heilibridal.com/
- https://johnjeavons.org/
- https://sensiblegardening.com/
- https://gardenrant.com/
- https://www.daviddomoney.com/
- https://marylandgrows.umd.edu/
- https://gillnursery.com/
- https://amateurbotannist.com/
- https://santabarbaragardens.com/
- https://www.floretflowers.com/
- https://reluctantentertainer.com/
- https://coloursofus.com/
- https://myothermoreexcitingself.com/
- https://floweryprose.com/
- https://blogs.cornell.edu/
- https://coastofmaine.com/
- https://bytherfarm.com/
- https://www.notsomodern.com/
- https://www.thegardencontinuum.com/
- https://homemadebycarmona.com/
- https://gardenrant.com/
- https://farmlyplace.com/
- https://gardenrant.com/
- https://thebikinggardener.com/
- https://pegplant.com/
- https://forestkeepers.net/
- https://thegardensmallholder.com/
- https://deborahsilver.com/
- https://neverthyme.com/
- https://wordskraft.com/
- https://www.cultofpedagogy.com/
- https://www.meghantelpner.com/
- https://urbanfarmcolorado.com/
- https://amateurbotannist.com/
- https://www.tlcinteriors.com.au/
- https://ecolonomics.org/
- https://www.thecuriouslycreative.com/
- https://homesteadandchill.com/
- https://hydroponicsunlimited.com/
- Top 50+ Blog Commenting Site List For Health and Beauty
- https://www.prettyprudent.com/
- https://nailcarezone.com/
- https://ohjoy.com/
- https://sunstylefiles.com/
- https://serenityyou.com/
- https://nailcentric.net/
- https://www.15minutebeauty.com/
- https://lifeandlana.com/
- https://aimeevictorianarmoire.com/
- https://michaelsenergy.com/
- https://www.neepawachiropractic.com/
- https://road2beauty.com/
- https://dermalmedix.com/
- https://trailrunnernation.com/
- https://www.beautifulhameshablog.com/
- https://floortjeloves.com/
- https://speakurstyle.com/
- https://junebugweddings.com/
- https://www.crystallakept.com/
- https://beautyandtheballroom.com/
- https://beautycarecode.com/
- https://www.theindianbeauty.com/
- https://www.alluraz.com/
- https://nailcentric.net/
- https://honestlywtf.com/
- https://fancynailart.com/
- https://behappyandbuypolish.com/
- https://www.thedatingdivas.com/
- https://thewordygirl.com/
- https://tippedoffnails.com/
- http://nailthataccent.com/
- https://lifeproductsreviews.com/
- https://nailbees.com/
- https://www.ripleys.com/
- https://lushtoblush.com/
- https://forcreativejuice.com/
- https://www.makeupandbeautyblog.com/
- http://www.crazyaboutcolors.com/
- http://champagneintherain.com/
- https://pumpsandiron.com/
- https://theobsessedblog.com/
- https://adryanabblog.com/
- https://momspark.net/
- https://carlyriordan.com/
- https://adryanabblog.com
- https://www.designlovefest.com/
- https://everycollegegirl.com/
- https://amanda-bella.com/
- https://www.makeupandbeautyblog.com/
- https://www.theindianbeauty.com/
- https://pumpsandiron.com/
- https://pumpsandiron.com/
- https://bluejaicreative.com/
- https://www.prettyprudent.com/
- https://feewallace.com/
- High DA Home Improvement blog List for Blog Commenting
- http://wildgreensandsardines.com/
- https://www.dadcooksdinner.com/
- https://www.tasteslovely.com/
- http://yireservation.com/
- https://inspiringkitchen.com/
- https://thedomesticgoddesswannabe.com/
- https://the-cookingpot.com/
- https://bakelovegive.com/
- https://blogs.extension.iastate.edu/
- https://www.realbakingwithrose.com/
- https://lacuisineus.com/
- https://thehomesihavemade.com/
- https://www.kimscravings.com/
- http://jazzygourmetblog.com/
- https://veganyackattack.com/
- https://biofortified.org/
- https://inhonorofdesign.com/
- https://www.gimmesomeoven.com/
- https://derekzrishmawy.com/
- https://insideofknoxville.com/
- http://www.lauren-loves.com/
- https://www.designlovefest.com/
- http://www.mamawritesreviews.com/
- https://www.dianewordsmith.com/
- https://www.papernstitchblog.com/
- https://www.thekeybunch.com/
- https://www.findingsilverpennies.com/
- https://www.pinkoatmeal.com/
- https://sarahhearts.com/
- https://www.prettyprudent.com/
- https://ohjoy.com/
- https://elizabethjoandesigns.com/
- https://sewsweetness.com/
- https://homemadebycarmona.com/
- https://www.papernstitchblog.com/
- https://thepurposefulmom.com/
- https://www.modernandminimalist.com/
- https://apartmentapothecary.com/
- https://sweethings.net/
- https://www.notjustahousewife.net/
- https://mamapapabubba.com/
- https://ottawarewind.com/
- https://maidsailors.com/
- https://www.maidtoshinecleaners.com/
- https://migrationology.com/
- https://goodpointgrandma.com/
- https://sassysmartandsimple.com/
- https://simplehomeschool.net/
- https://witanddelight.com/
- https://cynspo.com/
- https://www.blakehillhouse.com/
- https://www.annamathur.com/
শেষ কথা ব্লগ কমেন্টিং সাইট লিষ্ট নিয়েঃ
আশা করি এই পোস্টটি নতুন এবং পুরাতন সকলের জন্যে অনেক বেশি কার্যকরী একটি রিসোর্স হিসাবে কাজে লাগবে। আমাদের এই ব্লগ কমেন্টিং সাইট লিষ্ট যদি আপনার ভালো লেগে থাকে কিংবা ভবিষ্যতে যদি এমন রিসোর্স পেতে চান তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন।
এছাড়াও আমাদের সাইটের সকল নতুন নতুন পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের অফিসিয়াল ফেসবুক পেজ এবং টুইটারে লাইক দিয়ে সাথেই থাকুন। তাহলে নতুন কোন পোস্ট পাবলিশের সাথে সাথে পেয়ে যাবেন নটিফিকেশন।
4 মন্তব্যসমূহ
খুব উপকার হল এই লিস্টটা পেয়ে। ধন্যবাদ
উত্তরমুছুনআপানাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামতের জন্য।
মুছুনদরকারি পোষ্টটি পাবলিশ করার জন্য অনেক ধন্যবাদ।
উত্তরমুছুনYou are welcome
মুছুন