পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর (১০০টি)

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

বর্তমানে যারা বিসিএস কিংবা অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা পদ্মা সেতুর স্প্যান কয়টি পদ্মা সেতুর পিলার কয়টি পদ্মা সেতুর দৈর্ঘ্য কত পদ্মা সেতু কত কিলোমিটার পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন এককথায় পদ্মা সেতু a to z বিষয়ে জেনে তারপর পরীক্ষার হলে যাবেন। এখন যেকোন সরকারি বা বেসরকারি চাকরির পরীক্ষায় কিংবা ভাইভায় পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন আসতে পারে। তাই আপনাদের সুবিধার্থে আমরা আজকের পোস্টটি পদ্মা সেতুর সকল তথ্য দিয়ে সুন্দর ভাবে সাজিয়ে তোলার চেষ্টা করেছি।

    পদ্মা সেতুর স্প্যান কয়টি ?

    পদ্মা সেতু বাঙালি জাতির জন্য একটি অন্যান্য মাইলফলক। পদ্মা সেতুর মোট স্প্যান সংখ্যা ৪১ টি। ২০১৭ সালে ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয়। ২০২০ সালের ১০ ডিসেম্বর সর্বশেষ ৪১ তম স্প্যানটি বসানো হয়। এই স্প্যানগুলো বসানোর মধ্যে দিয়েই আমাদের স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান হয়ে ওঠে।

    পদ্মা সেতুর পিলার কয়টি ?

    পদ্মা সেতুর পিলার কয়টি ?

    আমাদের বহু কাঙ্ক্ষিত পদ্মা সেতুর মোট পিলার ৪২টি। ৪২ টি পিলারের মধ্যে ৪০টি পিলার নির্মাণ করা হয়েছে নদীতে আর দুইটি নির্মাণ করা হয়েছে নদীর তীরে। এই পিলারের উপরেই স্প্যান বসানো হয়েছে। পদ্মা সেতুর একটি পিলার থেকে আরেক পিলারের দূরত্ব ১৫০ মিটার। পদ্মা সেতুর ৪২টি পিলারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলার হলো ১ ও ৪২ নম্বর পিলার। ১ ও ৪২ নম্বর পিলারকে ট্রানজিশন পিলার বলা হয়ে থাকে।‌ পদ্মা সেতুর প্রতিটি পিলারের নিচে ৬ টি করে পাইল বসানো হয়। পদ্মা সেতুতে মোট ২৪০ টি পাইল রয়েছে।

    আরও পড়ুনঃ পদ্মা সেতুর টোল তালিকা

    পদ্মা সেতুর দৈর্ঘ্য কত ?

    পদ্মা সেতুর দৈর্ঘ্য কত ?

    পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে বড় সেতু। পদ্মা সেতু নিছক শুধু একটি সেতুই নয়। এটি দেশের ২১ টি জেলাকে সংযুক্ত করেছে।  পদ্মা সেতু পৃথিবীর ১২২তম দীর্ঘ সেতু। পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার বা ২০,২০০ ফুট এবং প্রস্থ ১৮.১০ মিটার। আমাদের স্বপ্নের পদ্মা সেতু প্রায় ২০ টি দেশের মানুষের মেধা ও শ্রম দিয়ে নির্মিত হয়েছে। পদ্মা সেতু পৃথিবীর বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে।

    পদ্মা সেতু কত কিলোমিটার ?

    অনেকেই জানতে চান পদ্মা সেতু কত কিলোমিটার? আবার কেউ জানতে চান পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? মূলত এখানে প্রশ্ন দুটি হলেও উত্তর একই। অর্থাৎ পদ্মা সেতুর দৈর্ঘ্য মোট ৬.১৫ কিলোমিটার এবং এর সঙ্গে যুক্ত আছে সংযোগ সড়ক। পদ্মা সেতুর সাথে দুই পাড়ে সংযুক্ত সড়কের দৈর্ঘ্য প্রায় ১৪ কিলোমিটার। পদ্মা সেতুর সংযোগ সড়কের দুই পাশে নানা জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয়েছে, যা সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পর্যটকদের আকৃষ্ট করছে।

    আরও পড়ুনঃ পদ্মা সেতু বাঁকা কেন?

    পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

    পদ্মা সেতু আমাদের একটি অহংকার। কবির ভাষায়, পদ্মা সেতু মানে বিজয়, পদ্মা সেতু মানে গৌরব, পদ্মা সেতু মানে স্বপ্নজয়, পদ্মা সেতু মানে মাথা নত নয়। পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্নের শেষ নেই । যেকোন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতির জন্য পদ্মা সেতু সম্পর্কে জানা আবশ্যক। নিচে পদ্মা সেতু সম্পর্কে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর সংযুক্ত করা হলো:

    প্রশ্ন: পদ্মা সেতুর অবস্থান?

    উত্তর: মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে।

    প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্পের জন্য কত হেক্টর জমি অধিগ্রহণ করা হয়?

    উত্তর: পদ্মা সেতু প্রকল্পের জন্য ৯১৮ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়।

    প্রশ্ন: পদ্মা সেতুর স্থানাঙ্ক কত ডিগ্ৰি?

    উত্তর: পদ্মা সেতুর স্থানাঙ্ক ২৩.৪৪৪৩ ডিগ্রি (উত্তর) এবং ৯০.২৬১০ ডিগ্রি (পূর্ব)।

    প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্পের নাম কী?

    উত্তর: পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।

    প্রশ্ন: পদ্মা সেতুর রক্ষণাবেক্ষক কে?

    উত্তর: পদ্মা সেতুর রক্ষণাবেক্ষক ‘বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ’।

    প্রশ্ন: পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

    উত্তরঃ পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার বা ২০,২০০ ফুট।

    প্রশ্ন: পদ্মা সেতুর প্রস্থ কত?

    উত্তর: পদ্মা সেতুর প্রস্থ ১৮.১০ মিটার।

    প্রশ্ন: পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?

    উত্তর: পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা ৬০ ফুট।

    প্রশ্ন: পদ্মা সেতুর স্প্যান কয়টি?

    উত্তর: পদ্মা সেতুর স্প্যান ৪১ টি।

    প্রশ্ন: পদ্মা সেতুর পিলার কয়টি?

    উত্তর: পদ্মা সেতুর পিলার ৪২ টি।

    প্রশ্ন: পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?

    উত্তর: পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার ৮১টি।

    প্রশ্ন: পদ্মা সেতুর পাইলের ব্যাস কত?

    উত্তর: পদ্মা সেতুর পাইলের ব্যাস ৩ মিটার।

    প্রশ্ন: পদ্মা সেতুর পাইলের সর্বোচ্চ দৈর্ঘ্য কত?

    উত্তর: পদ্মা সেতুর পাইলের সর্বোচ্চ দৈর্ঘ্য ১২৮ মিটার।

    প্রশ্ন: পদ্মা সেতু কত কিলোমিটার?

    উত্তর: পদ্মা সেতু মোট ৬.১৫ কিলোমিটার।

    প্রশ্ন: পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?

    উত্তর: পদ্মা সেতুর ভায়াডাক্ট ৩.১৮ কিলোমিটার।

    প্রশ্ন: পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?

    উত্তরঃ পদ্মা সেতুর সংযোগ সড়ক দুই প্রান্তে ১৪ কিলোমিটার।

    প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার?

    উত্তর: পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে দুই পাড়ে ১২ কিলোমিটার।

    প্রশ্ন: পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?

    উত্তর: পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা ৬০ ফুট।

    প্রশ্ন: পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?

    উত্তরঃ পদ্মা সেতুর পাইলিং গভীরতা ৩৮৩ ফুট।

    প্রশ্ন: প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?

    উত্তর: ৬টি।

    প্রশ্ন: পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?

    উত্তরঃ পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা ২৬৪টি।

    প্রশ্ন: পদ্মা সেতুর উচ্চতা কত?

    উত্তর: পদ্মা সেতুর উচ্চতা ১৩.৬ মিটার।

    প্রশ্ন: পদ্মা সেতুর কয় লেন বিশিষ্ট?

    উত্তর: পদ্মা সেতুর ৪ লেন বিশিষ্ট।

    প্রশ্ন: পদ্মা সেতুতে কর্মরত একমাত্র বাঙ্গালী নারী প্রকৌশলীর নাম কি?

    উত্তর: পদ্মা সেতুতে কর্মরত একমাত্র বাঙ্গালী নারী প্রকৌশলীর নাম ‘ইশরাত জাহান ইশি’।

    প্রশ্ন: পদ্মা সেতুতে রেললাইন স্থাপন করা হয় কোথায়?

    উত্তর: পদ্মা সেতুর উপর তলায় যানবাহন নিচ তলায় রেললাইন স্থাপন করা হয়।

    প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত?

    উত্তর: পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা।

    প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত?

    উত্তর: পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।

    প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?

    উত্তর: প্রায় ৪ হাজার।

    প্রশ্ন: পদ্মা সেতুর ধরন কেমন?

    উত্তর: পদ্মা সেতু দ্বিতলবিশিষ্ট যা কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হয়েছে।

    প্রশ্ন: পদ্মা সেতু কয়টি জেলাকে যুক্ত করেছে?

    উত্তর: পদ্মা সেতু দক্ষিণের ২১ টি জেলাকে যুক্ত করেছে।

    প্রশ্ন: পদ্মা সেতুর কারণে প্রতিবছর কত শতাংশ জিডিপি বাড়বে?

    উত্তর: পদ্মা সেতুর কারণে প্রতিবছর ১.২ শতাংশ জিডিপি বাড়বে।

    প্রশ্ন: বাংলাদেশের দীর্ঘতম সেতু কোনটি?

    উত্তর: বাংলাদেশের দীর্ঘতম সেতুর নাম ‘পদ্মা সেতু’।

    প্রশ্ন: পদ্মা সেতুর প্রাক-সম্ভাব্যতা যাচাই করা হয় কবে?

    উত্তর: পদ্মা সেতুর প্রাক-সম্ভাব্যতা যাচাই করা হয় ১৯৯৯ সালে।

    প্রশ্ন: পদ্মা সেতুর চূড়ান্ত সম্ভাব্যতা যাচাই করা হয় কবে?

    উত্তর: ২০০৫ সালে জাপানিদের সহায়তায় পদ্মা সেতুর চূড়ান্ত সম্ভাব্যতা যাচাই হয় ২০০৫ সালে।

    প্রশ্ন: পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় কবে?

    উত্তর: পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় ২০০১ সালের ৪ জুলাই।

    প্রশ্ন: পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন কে?

    উত্তর: পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের জন্য বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশ ঋণ চুক্তি স্বাক্ষর করে কবে?

    উত্তর: পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের জন্য ২০০৯ সালের ২৮ এপ্রিল বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশ ঋণ চুক্তি স্বাক্ষর করে।

    প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন স্থগিত করে কখন?

    উত্তর: ২০১১ সালের ১০ অক্টোবরে দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করে বিশ্বব্যাংক।

    প্রশ্ন: পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন করেছে কোন দেশে?

    উত্তর: বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে।

    প্রশ্ন: পদ্মা সেতু কোন প্রান্তকে সংযুক্ত করেছে?

    উত্তর: পদ্মা সেতু মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তকে সংযুক্ত করেছে।

    প্রশ্ন: পদ্মা সেতু নির্মাণ করতে কতদিন লেগেছে?

    উত্তর: পদ্মা সেতু নির্মাণ করতে ২ হাজার ৭৬৮ দিন সময় লেগেছে।

    প্রশ্ন: পদ্মা সেতুতে প্রথম স্প্যান বসানো হয় কবে?

    উত্তর: ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয়।

    প্রশ্ন: পদ্মা সেতুতে সর্বশেষ স্প্যান বসানো হয় কবে?

    উত্তর: ২০২০ সালের ১০ ডিসেম্বর পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানো হয়।

    প্রশ্ন: পদ্মা সেতুতে কয়টি ল্যাম্পপোস্ট আছে?

    উত্তর: পদ্মা সেতুতে মোট ৪২৫ টি ল্যাম্পপোস্ট আছে।

    প্রশ্ন: পদ্মা সেতুর নদীশাসনে কতগুলো জিও ব্যাগ‌ ব্যবহৃত হয়েছে?

    উত্তর: পদ্মা সেতুর নদীশাসনে প্রায় ২ কোটি ১৭ লক্ষ জিও ব্যাগ‌ ব্যবহৃত হয়েছে।

    প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্পে কত টন রড ব্যবহৃত হয়েছে?

    উত্তর: পদ্মা সেতু প্রকল্পে ১ লক্ষ ৮ হাজার টন রড ব্যবহৃত হয়েছে।

    প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্পে কত টন সিমেন্ট ব্যবহৃত হয়েছে?

    উত্তর: পদ্মা সেতু প্রকল্পে প্রায় ৭ লক্ষ টন সিমেন্ট ব্যবহৃত হয়েছে।

    প্রশ্ন: পদ্মা সেতু নির্মাণ করতে কত টন স্টিল ব্যবহার করা হয়েছে?

    উত্তর: পদ্মা সেতু নির্মাণ করতে প্রায় ২ লক্ষ ৮৯ হাজার টন স্টিলের প্লট ব্যবহার করা হয়েছে।

    প্রশ্ন: পদ্মা সেতুতে কত সেট বিয়ারিং ব্যবহৃত হয়েছে?

    উত্তর: পদ্মা সেতুতে ভূমিকম্প সহনীয় বিশেষ ধরনের ৯৬ সেট বিয়ারিং ব্যবহৃত হয়েছে, এর নাম ডাবল কারভেচার ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিং’।

    প্রশ্ন: পদ্মা সেতু কত মাত্রার ভূমিকম্প সহনীয়?

    উত্তর: পদ্মা সেতু ৯ মাত্রার ভূমিকম্প সহনীয়।

    প্রশ্ন: পদ্মা সেতুর বিশেষ নকশা করা হয় কোথায়?

    উত্তর: পদ্মা সেতুর বিশেষ নকশা করা হয় হংকংয়ে।

    প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্পের জন্য কত সদস্যের বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়?

    উত্তর: পদ্মা সেতু প্রকল্পের জন্য ১১ সদস্যের বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়।

    প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি কে?

    উত্তর: পদ্মা সেতু প্যানেলের সভাপতি ছিলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।

    প্রশ্ন: পদ্মা সেতু নির্মাণে কত দেশের উপকরণ ব্যবহার করা হয়?

    উত্তর: পদ্মা সেতু নির্মাণে ৬০ টি দেশের কোন না কোন উপকরণ ব্যবহার করা হয়।

    প্রশ্ন: পদ্মা সেতু কতটি দেশের মেধা ও শ্রম দিয়ে নির্মিত হয়েছে?

    উত্তর: পদ্মা সেতু  ২০ টি দেশের মানুষের মেধা ও শ্রম কদিয়ে নির্মিত হয়েছে।

    প্রশ্ন: পদ্মা সেতুর নকশা করে কোন প্রতিষ্ঠান?

    উত্তর: পদ্মা সেতুর নকশা করে ‘এইসিওএম’।

    প্রশ্ন: পদ্মা সেতু নির্মাণ করে কোন প্রতিষ্ঠান?

    উত্তর: পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি।

    প্রশ্ন: পদ্মা সেতু নির্মাণ শুরু হয় কবে?

    উত্তর: পদ্মা সেতু নির্মাণ শুরু হয় ২৬ নভেম্বর ২০১৪।

    প্রশ্ন: পদ্মা সেতু নির্মাণ শেষ হয় কবে?

    উত্তর: পদ্মা সেতু নির্মাণ শেষ হয় ২৩ জুন, ২০২২।

    প্রশ্ন: পদ্মা সেতু উদ্বোধন হয় কবে?

    উত্তর: পদ্মা সেতু উদ্বোধন হয় ২৫ জুন, ২০২২।

    প্রশ্ন: পদ্মা সেতু উদ্বোধন করেন কে?

    উত্তর: পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    প্রশ্ন: পদ্মা সেতু চালু হয় কবে?

    উত্তর: পদ্মা সেতু চালু হয় ২৬ জুন, ২০২২।

    প্রশ্ন: পদ্মা সেতুতে রেল চলাচল শুরু হবে কবে?

    উত্তর: পদ্মা সেতুতে রেল চলাচল শুরু হবে ২০২৩ সালের জুনে ( সম্ভাব্য সময়)।

    প্রশ্ন: পদ্মা সেতুর আয়ুস্কাল কত?

    উত্তর: পদ্মা সেতুর আয়ুস্কাল ১০০ বছর।

    প্রশ্ন: পদ্মা সেতুতে প্রথম টোল দেয় কে?

    উত্তর: পদ্মা সেতুতে প্রথম টোল দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    প্রশ্ন: পদ্মা সেতু পার হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত টাকা টোল দিয়েছেন?

    উত্তর: পদ্মা সেতু পার হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের গাড়ির জন্য ৭৫০ টাকা টোল দেন এবং তার বহরে থাকা অন্যান্য গাড়ির জন্য মোট ১৬,৪০০ টাকা টোল দেন।

    প্রশ্ন: পদ্মা সেতু পার হওয়া প্রথম নারী বাইকার কে?

    উত্তর: পদ্মা সেতু পার হওয়া প্রথম নারী বাইকার হলেন ‘রুবায়াত রুবা’।

    প্রশ্ন: স্বপ্নের পদ্মা সেতু ইংরেজিতে অনুবাদ করলে কী হবে?

    উত্তরঃ

    1. A dream named Padma bridge.
    2. Padma bridge of our dream.
    3. Padma bridge, a dream come true.
    4. A dream transforms into reality-- Padma bridge.
    প্রশ্ন: পদ্মা সেতু চালু হলে কোন ফেরীঘাট বন্ধ হয়ে যাবে?

    উত্তরঃ মাওয়া ফেরিঘাট , আরিচা অল্প পরিসরে চলবে ।

    প্রশ্ন: পদ্মা সেতুর আগে সবচেয়ে গভীরতম পাইলিংযুক্ত সেতু কোনটি ছিল?

    উত্তরঃ যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু যখন হয়, তখন যমুনা সেতুর পাইল ছিল বিশ্বে সবচেয়ে গভীরতম।

    আরও পড়ুনঃ পদ্মা সেতুর স্প্যান কয়টি? (বিস্তারিত সহ)

    পদ্মা সেতু a to z

    দিন দিন এগিয়ে যাচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। পদ্মা সেতু বাংলাদেশের উন্নয়নের প্রতীক। এতক্ষণ আমরা পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর জানলাম। এবার একনজরে পদ্মা সেতু a to z জেনে নেয়া যাক:

    নামপদ্মা সেতু
    দৈর্ঘ্য৬.১৫ কিলোমিটার বা ২০,২০০ ফুট
    ভায়াডাক্ট সহ দৈর্ঘ্য৯.৮৩ কিলোমিটার।
    প্রস্থ১৮.১০ মিটার
    পিলারের সংখ্যা৪২টি
    স্প্যানের সংখ্যা৪১টি
    প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য১৫০ মিটার
    স্প্যানগুলোর মোট ওজন১,১৬,৩৮৮টন
    পাইলের সংখ্যা৬ টি (কিছু কিছু পিলারে ৭টি পাইলও দেওয়া হয়েছে)
    পাইলের ব্যাস৩ মিটার
    পাইলের সর্বোচ্চ দৈর্ঘ্য১২৮ মিটার
    মোট পাইলের সংখ্যা২৬৪ টি (ভায়াডাক্টের পিলারের পাইলসহ ২৯৪টি)
    জমি অধিগ্রহণ৯১৮ হেক্টর
    ব্যবহৃত স্টিলের পরিমাণ২ লক্ষ ৮৯ হাজার টন
    নির্মাণ কাজ শুরু২৬ নভেম্বর ২০১৪
    মূল সেতুর নির্মাণ কাজ শুরুমাওয়া প্রান্তে ৬ নম্বর পিলারের কাজ দিয়ে
    সক্ষমতাদৈনিক ৭৫ হাজার যানবাহন
    পানির স্তর থেকে সেতুর উচ্চতা৬০ ফুট
    পদ্মা সেতুর আকৃতিইংরেজি এস (S) অক্ষরের মতো
    ভূমিকম্প সহনশীলতারিক্টার স্কেলে ৯ মাত্রার কম্পন
    এপ্রোচ রোডের দৈর্ঘ্য১৪ কিলোমিটার
    নদীশাসন১২ কিলোমিটার
    সেতুর আয়ুষ্কাল১০০ বছর
    সেতুর মোট ব্যয়৩০,১৯৩.৩৯ কোটি

    পদ্মা সেতু নিয়ে শেষ কথা

    আজ আমরা পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর জানানোর চেষ্টা করেছি। আশা করি আমাদের পোস্টটি পড়ে পদ্মা সেতু সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন। পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলো যেকোন সময় দেখতে আমাদের পোস্টটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখুন।

    এছাড়া পদ্মা সেতু নিয়ে আরও বিস্তারিত জানতে আমাদের পদ্মা সেতুর স্প্যান কয়টি? পদ্মা সেতুর টোল কত? পদ্মা সেতু বাঁকা কেন? এসকল পোস্টও পড়তে পারেন।

    একটি মন্তব্য পোস্ট করুন

    20 মন্তব্যসমূহ

    1. এমন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ

      উত্তরমুছুন
    2. এমন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ

      উত্তরমুছুন
      উত্তরগুলি
      1. আপনাকে স্বাগতম, নতুন নতুন তথ্য পেতে আমাদের অফিসিয়াল পেজ ফলো করুন।

        মুছুন
    Emoji
    (y)
    :)
    :(
    hihi
    :-)
    :D
    =D
    :-d
    ;(
    ;-(
    @-)
    :P
    :o
    :>)
    (o)
    :p
    (p)
    :-s
    (m)
    8-)
    :-t
    :-b
    b-(
    :-#
    =p~
    x-)
    (k)