বর্তমানে আমাদের দেশে বিদেশে প্রায় সর্বক্ষেত্রেই ম্যাক্সিমাম মানুষ একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন আর সেটি হচ্ছে থাইরয়েড সমস্যা। থাইরয়েড মূলত একটি হরমোন যা প্রতিটা মানুষের দেহে রয়েছে একটি নিদির্ষ্ট পরিমানে। তবে আমাদের মাঝে অনেকেই রয়েছেন যারা আসলে থাইরয়েড কি বা থাইরয়েড সমস্যা কি? এই সম্পর্কে তেমন কিছুই জানেন না।
তাই আজকে আমরা আপনাদের সকলের বুঝার সুবিধার জন্য এই পোস্টের মাধ্যেমে আলোচনা করবো যে থাইরয়েড কি এবং থাইরয়েড কমানোর উপায় গুলো সম্পর্কে।
আমাদের অধিকাংশ মানুষের ভেতরেই একটি ভুল ধারণা রয়েছে যে থাইরয়েডের সমস্যা নিশ্চয়ই কোন জটিল একটি রোগের নাম। তবে আমরা কেউই জানতে চেষ্টা করি না যে থাইরয়েড কি, আসলে ভুলটি ঠিক কোথায়, থাইরয়েড কমানোর উপায় আছে কি না!
থাইরয়েডের সমস্যা এখন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমাদের শরীরের জন্য থাইরয়েড হরমোনের একটি নির্দিষ্ট মাত্রা আছে। ওই নির্দিষ্ট মাত্রার থেকে কম বা বেশি হরমোন উৎপাদিত হলেই শরীরের উপর নানা রকমের বিরূপ প্রভাব পড়তে শুরু করে। শুরু হয় থাইরয়েডের সমস্যা।
মেয়েদের মধ্যে এই সমস্যা একটু বেশিই লক্ষ্য করা যায়। তবে কিছু নিয়ম মেনে চলতে পারলে থাইরয়েডের সমস্যা সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই আমাদের পোস্টটি সম্পূর্ণ মনযোগ সহকারে পড়ুন আশা করি থাইরয়েড কি এবং থাইরয়েড কমানোর উপায় সম্পর্কে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এখানেই।
আরও পড়ুনঃ ডায়াবেটিস কমানোর উপায় | ডায়াবেটিস কমানোর প্রাকৃতিক উপায়
থাইরয়েড কি? | What is Thyroid in Bengali
আমরা জানি যে মানব দেহের অভ্যন্তরে অসংখ্য গ্ল্যান্ড (gland) বা গ্রন্থির বসবাস, যাদের মাঝে থাইরয়েড (Thyroid) অন্যতম। থাইরয়েড গ্রন্থি গলার সম্মুখভাগে অবস্থিত, শ্বাসনালী বা ট্রাকিয়ার (trachea) চতুর্দিকে বেষ্টিত। আকৃতিতে ছোট এই গ্রন্থিটি প্রজাপতি-সদৃশ, এবং এর প্রশস্ত ডানা দুটো গলার চারপাশে প্রসারিত।
সুতরাং থাইরয়েড কোন রোগের নাম নয়, বরং শরীরের অভ্যন্তরে অবস্থিত একটি অঙ্গ বা গ্রন্থির নাম। আপনাদের বুঝার সুবিদ্ধার্থে তাই উপরে থাইরয়েডের একটি ছবি সংযুক্ত করে দিলাম। আপনারা উপরের ছবি থেকে থাইরয়েডের আকার আকৃতি সম্পর্কে প্রাথমিক একটি ধারনা নিতে পারেন।
থাইরয়েড সমস্যা কি?
থাইরয়েড রোগের প্রকারভেদ | Types of Thyroid
থাইরয়েড সংক্রান্ত রোগ দুই ধরণের হয়ে থাকে।
- হাইপোথাইরয়েডিজম (hypothyroidism)
- হাইপারথাইরয়েডিজম (hyperthyroidism
থাইরয়েড গ্রন্থির কাজ
আমরা অনেকেই এই থাইরয়েড সমস্যা কি বা থাইরয়েড কমানোর উপায় কি কি? এই সমস্ত বেপার নিয়ে অনেক বেশি চিন্তিত থাকি। কিন্তু আমরা অনেকেই জানি না যে দেহের অন্যান্য গ্রন্থির মত থাইরয়েডও হরমোন তৈরি, নিঃসরণ ও নিয়ন্ত্রণে সহায়তা করে। এসকল হরমোন আমাদের দেহের মেটাবলিজম (Metabolism) বা বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে।
থাইরয়েডের সমস্যা কেন হয়?
থাইরয়েড কমানোর উপায়
বাইরের প্রক্রিয়াজাত খাবার এবং জাঙ্ক ফুড পরিহার । থাইরয়েড কমানোর উপায়
আমাদের ভেতরে অনেকেই রয়েছেন যারা কিনা বাহিরের খাবার গুলো খুব বেশি পছন্দ করে থাকেন। তাই প্রথমেই বাইরের প্রক্রিয়াজাত খাবার এবং জাঙ্ক ফুড (এক ধরনের কৃত্রিম খাবার যাতে চর্বি, লবণ, কার্বনেটসহ ক্ষতিকারক উপাদান বেশি থাকে) সেগুলোকে আমাদের পরিহার করতে হবে।
অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত ফল এবং শাকসবজির মাধ্যেমে থাইরয়েড কমানোর উপায়
অনেকেই রয়েছেন যারা শাকসবজি তেমন একটা পছন্দ করেন না, এটা তাদের জন্য একটা খারাপ খবর যে থাইরয়েড কমানোর উপায় হিসাবে খুবই কার্যকরী একটি উপাদান এই শাকসবজি। যদি আপনার থাইরয়েডের সমস্যা থেকে থাকে তাহলে থাইরয়েড কমানোর জন্য অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত ফল এবং শাকসবজি খেতে পারেন।
চিনি খাওয়া পরিহার করতে হবে থাইরয়েড কমানোর জন্য
চিনি অনেকের কাছে খুবই প্রিয় বা মিষ্টি জাতীয় জিনিস গুলো অনেকে পরিহার করতে পারেন না। তাই তাদের জন্য বলছি যে যদি আপনার থাইরয়েডের সমস্যা থেকে থাকে বা থাইরেড বৃদ্ধি পেয়ে থাকে তাহলে অবশ্যই চিনি খাওয়া পরিহার করতে হবে।
আয়োডিনযুক্ত লবণ কম খেতে হবে
আমরা অনেকেই আয়োডিন যুক্ত লবণ খুজে থাকি এবং সেটিকে প্রতিদিনের খাদ্য তালিকায় রেখে দেয়। কেননা অনেকেই রয়েছেন লবন ছাড়া খেতে পারেন না। আবার কিছু কিছু লোক রয়েছেন যারা কাচা লবন নিয়েও খাবার খেয়ে থাকেন। আর এই অতিরিক্ত আয়োডিনযুক্ত লবণ খাওয়ার ফলে আমাদের থাইরয়েড হরমোনের মাত্রা অনেক বেড়ে যেতে পারে।
থাইরয়েড কমানোর জন্য ওমেগা 3
নিয়মিত শরীরচর্চা থাইরয়েড কমানোর উপায়
আপনারা অনেকেই জানেন যে থাইরয়েড কমানোর জন্য নিয়মিত শরীরচর্চা কার্যকারী ভূমিকা পালন করে থাকে। শরীরচর্চা শুধু যে থাইরয়েডের সমস্যার জন্যই কার্যকরী ভূমিকা পালন করে থাকে বেপারটা কিন্তু ঠিক তা নয়। আপনার শরীরে আরো অনেক ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকে। তাছাড়া শরীর চর্চার মাধ্যমে আমাদের মানসিক চাপ অনেক দূর হয়ে যায়। তাই থাইরয়েড কমানোর জন্য নিয়মিত শরীরচর্চা করতে পারেন।
যোগ ব্যায়াম করতে পারেন থাইরয়েড কমানোর উপায়
অ্যাপেল সিডার ভিনেগার এর মাধ্যমে থাইরয়েড কমানোর উপায়
নারকেল তেল এর মাধ্যমে থাইরয়েড কমানোর উপায়
আমরা জানি যে নারিকেলে রয়েছে ফ্যাটি অ্যাসিড, যা থাইরয়েড গ্রন্থিকে কাজ করতে সাহায্য করে। আপনি যদি নারকেল তেলে নিয়মিত রান্না করতে পারেন তাহলে অনেকটাই ওজন কমতে পারে। এটি খেলে মেটাবলিজম বাড়ে এবং শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় থাকে।
ভিটামিন বি থাইরয়েড কমানোর উপায়
ভিটামিন ডি এর মাধ্যমে থাইরয়েড কমানোর উপায়
আদা এর মাধ্যমে থাইরয়েড কমানোর উপায়
আমরা জানি যে আদাতে রয়েছে প্রচুর পরিমানে পটাসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ উপাদান গুলো। তাই আদা বিভিন্ন প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। আদা চা খেলে থাইরয়েডের সমস্যাও নিয়ন্ত্রণে থাকে। তাই আপনি চাইলে চিনি ছাড়াই আদা চা খেতে পারেন।
মটরশুটি এর মাধ্যমে থাইরয়েড কমানোর উপায়
বাদাম এর মাধ্যমে থাইরয়েড কমানোর উপায়
আমরা সবাই জানি যে বাদাম খুবই উপকারি একটি ফল আমাদের জন্য। এছাড়াও থাইরয়েড স্বাস্থ্যের জন্য বাদাম সবচেয়ে উপকারী। এটি প্রোটিন, ফাইবার এবং খনিজগুলির ভালো উৎস। বাদামে সেলেনিয়াম থাকে যা থাইরয়েডের জন্য খুব ভালো।
0 মন্তব্যসমূহ