আমরা অনেকেই বিভিন্ন ইংরেজি শব্দ শুনে কনফিউজ হয়ে যায় আসলে সেটির বাংলা অর্থ কি হবে সেটি নিয়ে। তাই আমরা আপনাদের সুবিধার জন্য আজকে বেশ কিছু ইংরেজি কনফিউজিং শব্দের সমাহার নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের জন্য। যাতে করে আপনারা এখান থেকে ইংরেজির কনফিউজিং শব্দ গুলো সম্পর্কে জানতে পারেন এবং ভবিষ্যৎতে নিজেদের প্রয়োজনে কাজে লাগাতে পারেন।
তাই চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক সেই সমস্ত ইংরেজি কনফিউজিং শব্দ গুলো সম্পর্কে।
- Ad (বিজ্ঞাপন)
- Add (যোগ করা)
- Advice (উপদেশ)
- Advise (উপদেশ দেওয়া)
- Adapt (খাপ খাওয়ানো / মানিয়ে নেওয়া)
- Adept (পারদর্শী / সুদক্ষ)
- Adopt (অবলম্বন করা / পোষ্যগ্রহণ করা)
- Amend (সংশোধন করা / সংস্কার করা)
- Emend (লিখিত বা ছাপা অক্ষরের ভুল সংশোধন করা)
- Appraise (যাচাই করা / মূল্য নির্ধারণ করা)
- Apprise (জ্ঞাত করা / অবগত করান)
- Accept (গ্রহন করা)
- Except (ব্যতীত)
- Aspect (দৃষ্টিভঙ্গি)
- Expect (প্রত্যাশা করা)
- Access (প্রবেশের অধিকার)
- Excess (অতিরিক্ত)
- Accede (রাজী হওয়া)
- Exceed (অতিক্রম করা)
- Ascent (আরহণ)
- Assent (সম্মতি)
- Assay (চেষ্টা করা / পরীক্ষা করা)
- Essay (রচনা / প্রবন্ধ )
- Affect (প্রভাব্ ফেলা)
- Effect (ফল / পরিণতি)
- Accomplice (দূস্কর্মে সহযোগী / দোসর)
- Accomplish (সম্পাদন করা / সমাধান করা )
- Angle (কোণ / দৃষ্টি কোণ)
- Angel (ফেরেস্তা / দেবদূত)
- Allusion (উল্লেখ / ইঙ্গিত)
- Illusion (বিভ্রম / ঘোর)
- Along (বরাবর)
- Alone (একাকী)
- Altar (বেদী)
- Alter (পরিবর্তন করা)
- Allowed (অনুমতি)
- Aloud (সশব্দে / উচ্চ স্বরে )
- Allude (পরক্ষভাবে উল্লেখ করা)
- Elude (এড়িয়ে যাওয়া)
- Bad (খারাপ)
- Bed (বিছানা)
- Bag (থলে / ব্যাগ)
- Beg (প্রার্থনা করা)
- Bat (খেলার ব্যাট / বাদুর)
- Bet (বাজি ধরা)
- Beat (প্রহার করা / আঘাত করা)
- Beet (বীট / এক প্রকার সবজী)
- Bare (খালি / নগ্ন / নাঙ্গা)
- Bear (বহন / সহ্য করা / ভালুক)
- Beach (সমুদ্র উপকুল)
- Beech (বৃক্ষ বিশেষ)
- Breach (লঙ্ঘন)
- Beside (পাশে / নিকটে)
- Besides (অধিকন্তু / তাছাড়া)
- Brake (যানবাহনের গতিরোধ করিবার যন্ত্র)
- Break (বিরতি / ভেঙ্গে যাওয়া)
- Bone (হাড়)
- Boon (অনুগ্রহ)
- Born (জন্মগত / স্বভাবসিদ্ধ)
- Borne (জন্মদেওয়া / বাহিত)
- Board (কাষ্ঠফলক /সরকারি বিভাগ )
- Bored (উদাস / বিষণ্ণ)
- Birth (জন্ম / সূত্রপাত)
- Berth (জাহাজ /ট্রেনে ঘুমানোর আসন, নোঙ্গরস্থান)
- Capital (রাজধানী / প্রধান শহর)
- Capitol (সরকারী ভবন / আইনসভা ভবন)
- Canon (কানুন / বিধি)
- Cannon (বড় কামান )
- Career (পেশা / অগ্রগতি)
- Carrier (বাহক / বহনকারী)
- Calendar (পএিকা)
- Calender (কাপড় ইস্ত্রীর যন্ত্র)
- Council (পরিষদ / কমিটি )
- Counsel (পরামর্শ / উপদেশ)
- Confidant (অন্তরঙ্গ বন্ধু)
- Confident (নিঃসংশয় / অতিবিশ্বাসী)
- Complement (পূরক)
- Compliment (প্রশংসা)
- Contact (যোগাযোগ / সংযোগ)
- Contract (চুক্তি / ঠিকা)
- Corps (সৈন্যদল)
- Corpse (মূতদেহ)
- Coarse (সাদামাটা / মোটা)
- Course (পথ / রুট)
- Coma (অবচেতন অব্স্থা)
- Comma (কমা / বিরাম চিহৃ)
- Censure (নিন্দা / ভৎতসনা)
- Censor (নিয়ন্ত্রণ / সম্পাদনা)
- Currant (কিচমিচ)
- Current (চলতি / প্রচলিত)
- Childish (শিশু সূলব আচরণ)
- Childlike (শিশুরমত সরল)
- Check (নিয়ন্ত্রণ করা / পরীক্ষা করে দেখা)
- Cheque (বাংকের চেক)
- Custom (প্রথা)
- Costume (পরিচ্ছেদ)
- Dairy (দুগ্ধ খামার)
- Diary (দিনলিপি / ডায়েরি)
- Dear (প্রিয়)
- Deer (হরিণ)
- Deference (সশ্রদ্ধ বাধ্যতা / বশ্যতাস্বীকার)
- Difference (পার্থক্য / ভিন্নতা / তফাৎ)
- Different (বিভিন্ন / পৃথক / আলাদা)
- Defer (স্থগিত রাখা / মুলতবি করা)
- Differ (পৃথক হওয়া / ভিন্নমত হওয়া)
- Defuse (নিরাপদে বিস্ফোরক অপসারণ)
- Diffuse (বিকীর্ণ করা / ছড়ানো)
- Device (যন্ত্র / নকশা)
- Devise (উদ্ভাবন করা / উইল)
- Desert (মরুভূমি)
- Dessert (মিষ্টান্ন)
- Die (মৃত্যুবরণ কর)
- Dye (রং করা)
- Disease (রোগ)
- Decease (মৃত্যু)
- Discreet (বিচক্ষণ)
- Discrete (স্বতন্ত্র)
- Dominate (আয়ত্তকরা)
- Dominant (প্রভাবশালী)
- Dual (দ্বৈত)
- Duel (দ্বন্দ্ব)
- Draft (খসড়া / মুসাবিদা)
- Draught (এক চুমুকে / টানিয়া লত্তয়া)
- Drought (খরা / অনাবৃষ্টি)
- Envelop (মোড়ক দ্বারা আবৃত করা)
- Envelope (খাম / মোড়ক)
- Ensure (নিশ্চিত করা)
- Insure (বীমা করা / নিরাপদ করা)
- Eminent (বিশিষ্ট / প্রখ্যাত)
- Imminent (আসন্ন)
- Emerge (উত্থিত হওয়া)
- Immerge (মুগ্ধ করা)
- Elicit (প্রকাশ করা / টানিয়া বাহির করা)
- Illicit (অবৈধ / নিষিদ্ধ)
- Eligible (যোগ্য / উপযুক্ত)
- Illegible (অস্পষ্ট / দুষ্পাঠ্য)
- Fast (দ্রুত)
- First (প্রথম)
- Far (দূরবর্তী / দূরে)
- Fur (পশম / পশুর লোম)
- Fair (সুশ্রী / ন্যায্য / মেলা)
- Fare (পাবলিক যানবাহন ভাড়া)
- Farm (খামার / কৃষি চত্ত্বর)
- Firm (দৃঢ় / ব্যবসা প্রতিষ্ঠান)
- Farther (অধিক দূর / দূরবর্তী)
- Further (আরও / অধিকতর)
- Flash (আলোর ঝলক / বিদ্যুৎ চমকানি)
- Flesh (মাংস / শারীরিক বৃত্তি)
- Flu (ইনফ্লুঞ্জা)
- Flue (চিমনী)
- Flaw (ত্রুটি / খুঁত)
- Form (গঠন / আকৃতি)
- From (হইতে / থেকে)
- Follow (অনুসরণ করা)
- Flow (প্রবাহিত হওয়া)
- Forbear (বিরত থাকা / রাখা)
- Forebear (পূর্বপূরুষ)
- Foreword (ভূমিকা / অনুক্রমণী)
- Forward (অগ্রবর্তী / এগিয়ে যাওয়া)
- Formerly (ইতিপূর্বে / সেকালে)
- Formally (আনুষ্ঠানিকভাবে)
- Flower (ফুল)
- Flour (ময়দা)
- Fraction(ভগ্নাংশ)
- Friction (ঘষর্ণ /সংঘর্ষ)
- Fiction (কল্পিত কাহিনী)
- Faction (বিরোধ / দলাদলি)
- Fussy (অত্যন্ত খুঁতখুতে)
- Fuzzy (অস্পষ্ট / ঝাপসা)
- Gender (লিঙ্গ /কোন ব্যক্তির পুংত্ত্ব বা স্ত্রী-ত্ব)
- Gander (রাজহাঁস)
- Gale (ঝড় / বাত্যা)
- Goal (উদ্দেশ্য / লক্ষ্য)
- Grate (ঘর্ষণ করা / বিরক্ত করা)
- Great (মহান / বিশাল)
- Gloss (চাকচিক্য / মসৃণ উজ্জলতা)
- Gloze (দোষ ঢাকা / দোষ লাঘব করা)
- Hang (ফাঁসি দেত্তয়া /সাময়িক কাযকারিতা হারানো)
- Hung (ঝুলান / দেত্তয়ালে টাঙ্গান / উঁচুতে লাগানো)
- Hard (কঠিন / শক্ত)
- Herd (পশুর পাল / একত্র চালিত করা)
- Hail (শিলাবৃষ্টি / তুষারবৃষ্টি)
- Hale (সুস্থ / নীরোগ / শক্তিশালী)
- Hole (গর্ত)
- Whole (সমগ্র)
- Hoard (গুপ্ত ভাণ্ডার /জমা করা )
- Horde (বড় দল / যাযাবর জাতিবিশেষ)
- Honorary (অবৈতনিক)
- Honorarium (দক্ষিণা / সম্মানী)
- Human (মানবীয়)
- Humane (দয়ালু)
- Historic (ইতিহাস প্রসৃদ্ধ)
- Historical (ঐতিহাসিক)
- Hear (শোনা / শ্রবণ)
- Here (এখানে)
- Instance (উদাহরণ / দৃষ্টান্ত)
- Instant (ত্বরিত / তাত্ক্ষনিক)
- Industrious (পরিশ্রমী)
- Industrial (শিল্পসংক্রান্ত)
- Indict (আইন অনুযায়ী অভিযুক্ত করা)
- Indite (রচনা লেখা / চিঠি লেখা)
- Immigrant (অর্থ-বসবাসের জন্য বিদেশ থেকে
- আগমনকারী / অভিবাসী)
- Emigrant (অর্থ-বসবাসের জন্য বিদেশে গমনকারী /
- দেশান্তরী)
- Jealous (হিংসা করা)
- Zealous (প্রবল উদ্দিপনাপূর্ণ)
- Karat (স্বর্ণের বিশুদ্ধতার একক)
- Carat (মণিরত্নের মাপবিশেষ)
- Carrot (গাজর)
- Later (অধিকতর বিলেম্ব)
- Latter (পরবর্তী)
- Letter (চিঠি / বর্ণ)
- Lay (শোয়ানো / স্থাপন করা / ডিমপাড়া)
- Lie (মিথ্যা / শয়ন করা / হেলান দেত্তয়া)
- Licence (অনুজ্ঞাপত্র)
- License (অনুজ্ঞাপত্র দেত্তয়া)
- Lessen (কমানো / হ্রাস করা)
- Lesson (শিক্ষা / পাঠ দান)
- Lifelong (আজীবন)
- Livelong (সুদীর্ঘ)
- Least (কমপক্ষে / অন্তত)
- Lest (পাছে / নইলে)
- Level (স্থর / সমতল)
- Label (তথ্য সম্পর্কিত স্টিকার)
- Leave (ত্যাগ করা / যাত্রা করা / ছুটি)
- Live (বাস করা / জীবন্ত / সরাসরি)
- Loss (ক্ষতি)
- Lose (হারানো)
- Loose (শিতিল)
- Marry (বিয়ে করা)
- Merry (প্রফুল্ল / হাসিখুশি)
- Massage (মালিশ / অঙ্গমদর্ন)
- Message (বার্তা / বাণী)
- Main (প্রধান)
- Mane (কেশর)
- Meat (মাংস)
- Meet (সাক্ষাত করা)
- Meter (পরিমাপক / মিটার)
- Metre (ছন্দ / মাত্রা)
- Moral (নৈতিক)
- Morale (মনোবল)
- Miner (খনির শ্রমিক)
- Minor (গৌণ / ছোট)
- Naval (নৌবাহিনী-সংক্রান্ত / জাহাজী)
- Navel (নাভি / কেন্দ্রবিন্দু)
- Novel (উপন্যাস)
- Nobel (নোবেল)
- Noble (উন্নতচরিত্র)
- Official (অফিসসম্বন্ধীয়)
- Officious (অনধিকার চর্চা)
- Ordinance (জারিকরা আদেশ / অধ্যাদেশ)
- Ordnance (গোলাবারুদ / যুদ্ধাস্ত্র)
- Opposite (বিরুদ্ধ / বিরোধী)
- Apposite (যথায়োগ্য / প্রাসঙ্গিক)
- Object (উদ্দেশ্য / কর্ম)
- Abject (হতভাগা / নিতান্ত হীন)
- Obstruct (ব্যাঘাত ঘটান / বাধা সূষ্টি করা)
- Abstract (ভাববাচক / পৃথক্ করা)
- Payroll (নিয়জিত কর্মচারির বেতনসহ তালিকা)
- Parole (বন্দীর অঙ্গীকার / শর্তাধীন মুক্তি)
- Part (অংশ / ভাগ)
- Pert (অকালপক্ক / ধৃষ্ট)
- Pair (জুড়ি / জোড়া)
- Pare (ছাঁটা / কেটে ফেলা)
- Peal (নিনাদ / উচ্চ শব্দ)
- Peel (খোসা ছাড়ানো)
- Pill (খাবার বড়ি)
- Patrol (চৌকি)
- Petrol (পেট্রল)
- Personal (ব্যক্তিগত)
- Personnel (নিয়জিত কর্মিবৃন্দ)
- Personality (ব্যক্তিত্ব)
- Personalty (ব্যক্তিগত সম্পত্তি)
- Precede (পূর্ববর্তী হওয়া)
- Proceed (অগ্রসর হত্তয়া)
- Precedent ( পূর্ব নজির / দৃষ্টান্ত)
- President (রাষ্ট্রপতি / সভাপতি)
- Prevision (দূর দৃষ্টি / পূর্বজ্ঞান)
- Provision (ব্যবস্থা করে দেয়া /বিধান)
- Plain (সমভূমি / রূপসজ্জাহীন)
- Plane (সমতল / উড়োজাহাজ)
- Plunk (সশব্দে পড়ে যাওয়া)
- Plank (তক্তা)
- Peak (সরু উপরিভাগ / চূড়া শিখর)
- Peek (উঁকি মারা)
- Pray (প্রার্থনা করা)
- Prey (শিকার / লুন্ঠন)
- Principle (নীতি)
- Principal (প্রধান)
- Presence (উপস্থিতি / হাজির)
- Presents (উপহার)
- Prescribe (ব্যবস্থা দেওয়া / বিধান করা)
- Proscribe (নিষেধাজ্ঞা / বর্জনীয়)
- Prophecy (ভবিষ্যদ্বাণী)
- Prophesy (ভবিষ্যদ্বাণী করা)
- Physic (ঔষুধ / চিকিত্সাবিজ্ঞান)
- Physics (প্রদার্থবিদ্যা)
- Physique (দেহের গঠন)
- Pan (কড়াই)
- Pen (কলম)
- Pat (মৃদু আঘাত করা / চাপড়ান)
- Pet (প্রিয় / সযত্নে লালিত / পোষা)
- Peace (শান্তি)
- Piece (টুকরা)
- Paper (কাগজ)
- Pepper (মরিচ)
- Person (ব্যক্তি)
- Parson (পাদ্রী)
- Populous (জনবহুল)
- Popular (জনপ্রিয়)
- Pity (করুণা / দয়া)
- Piety (ভক্তি / ধার্মিকতা)
- Practice (অনুশীলন)
- Practise (অনুশীলন করা)
- Quiet (শান্ত)
- Quite (সম্পূর্ণভাবে)
- Rash (চুলকানি / হঠকারী)
- Rush (দ্রুত ছুটে যাওয়া / নলখাগড়া)
- Rear (লালন পালন করা)
- Rare (দূর্লভ)
- Register (তালিকা বা রেকর্ড বই)
- Registrar (নিবন্ধরক্ষক / নিয়ামক)
- Refuge (আশ্রয়স্থল)
- Refuse (প্রত্যাখ্যান করা)
- Rise (উদিত হওয়া / ওঠা)
- Raise (উত্থাপন করা / মানোন্নয়ন করা)
- Role (ভূমিকা / চরিত্র)
- Roll (নামের তালিকা / ক্রমিক)
- Rout (ছত্রভঙ্গ করা / সম্পূর্ণ পরাজিত করা)
- Route (নিত্য যাতায়াতের পথ / গন্তব্য / রুট)
- Sale (বিক্রয়)
- Sell (বিক্রয় করা)
- Set (স্থাপন করা / ঠিক করা)
- Sit (বসা / উপবেশন করা)
- See (দেখা)
- Sea (সমুদ্র)
- Seen (দেখা / দৃষ্ট)
- Scene (দৃশ্য / ঘটনাস্থল)
- Secret (গোপন / গুপ্ত)
- Secrete (গোপন করা / নিঃসৃত করা)
- Session (অধিবেশন / সভা / বৈঠক)
- Cession (স্বত্বত্যাগ / ছেড়ে দেওয়া)
- Sight (দৃষ্টিশক্তি / দৃশ্য)
- Site (নির্মাণ-ভূমি / জায়গা)
- Cite (উল্লেখ করা / উদ্ধৃত করা)
- Sweat (ঘাম)
- Sweet (মিষ্টি)
- Sometime (একদা)
- Sometimes (কখনও কখনও)
- Social (সামাজিক)
- Sociable (মিশুক)
- Soul (আত্না / প্রেরণাদাতা)
- Sole (একমাত্র / জুতার তলি)
- Steal (চুরি করা)
- Steel (ইস্পাত / স্টীল)
- Style (শৈলী / ধরণ)
- Stile (প্রাচীরের সঙ্গে লাগানো মই)
- Staff (প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মী)
- Stuff (উপাদান)
- Story (গল্প / কাহিনী)
- Storey (গৃহতল / তলা)
- Straight (সোজা / সরল)
- Strait (কঠোর / সঙ্কীর্ণ)
- Stationary (স্থির / নিশ্চল)
- Stationery (মনিহারী / স্টেশনারি)
- Ship (সমুদ্রগামী জাহাজ)
- Sheep (ভেড়া)
- Suit (বিশেষ পোশাক / মকদ্দমা)
- Suite (সেট / মানানসই / যন্ত্রসঙ্গীত)
- Summary (সারাংশ / সংক্ষিপ্ত)
- Summery (গ্রীষ্মের বৈশিষ্ট্যপূর্ণ)
- Success (সফলতা)
- Succeed (সফল হওয়া)
- Special (বিশেষ / বিশিষ্ট / অসাধারণ)
- Spatial (দূরত্বসংক্রান্ত / স্থান-সংক্রান্ত)
- This (ইহা / এই)
- These (এই সকল)
- Their (তাদের)
- There (সেখানে)
- Then (পরে / তারপর / অতএব)
- Than (চেয়ে / তুলনা বুঝাতে)
- Taught (শেখানো)
- Taut (শক্ত / আঁটো)
- Tale (গল্প)
- Tell (বলা)
- Tail (লেজ / মুদ্রার উলটা দিক)
- Test (পরীক্ষা)
- Taste (স্বাদ)
- Testy (খিটখিটে)
- Tasty (সুস্বাদু)
- Thrash (অত্যাধিক প্রহার করা)
- Thresh (শস্য থেকে তুষ আলাদা করা)
- Urban (শহুর সম্বন্ধীয় )
- Urbane (ভদ্র ও রুচিশীল)
- Unwanted (অনাবশ্যক / অবাঞ্চিত)
- Unwonted (অনভ্যস্ত / বিরল)
- Vacation (অবকাশ / ছুটি)
- Vocation (পেশা / বৃত্তি)
- Vertex (চূড়া / শীর্ষ)
- Vortex (পানি বা বাতাশের ঘুরপাক গতি)
- Vain (বৃথা / নিষ্ফল)
- Vein (শিরা / ধমনী)
- Wander (ঘুরে ঘুরে বেড়ানো)
- Wonder (বিস্ময়)
- Warship (রণতরী / যুদ্ধ-জাহাজ )
- Worship (উপাসনা করা / পূজা করা)
- Weak (দুর্বল / শক্তিহীন)
- Week (সপ্তাহ)
- Wick (পলতে / শলিত)
- Wear (পরিধান করা)
- Wire (তার)
- Word (শব্দ / কখা)
- Ward (ওয়ার্ড / এলাকা)
- Wait (অপেক্ষা করা)
- Wet (ভেজা / আর্দ্র)
- Whole (সমগ্র)
- Hole (গর্ত)
- Weather (আবহাওয়া)
- Whether (কিনা)
- Write (লেখা / লিখা)
- Right (শুদ্ধ / সঠিক)
- Yolk (ডিমের কুসুম)
- As - কারন, যেহেতু
- Say- ধরা যাক
- So - অতএব , সুতরাং
- Who - কে, যে, কাকে
- And - এবং ,ও
- But - কিন্তু, তথাপি
- That - যে , যা, যাতে, ফলে
- Even - এমনকি
- At first - প্রথমত
- Often - প্রায়ই , মাঝে মাঝে
- More - আরো , অধিকতর
- Which - যেটি , যা
- As if - যেন
- Although - যদিও, যাতে , সত্বেও
- While - যখন
- Similarly - অনুরূপভাবে, একইভাবে
- Therefore - অতএব , সুতরাং
- So that - যাতে , যেন
- First of all - প্রথমত
- Rather - বরং, চেয়ে
- Such as - তেমনই
- However – যাইহোক
- Indeed – প্রকৃতপক্ষে
- Whereas – যেহেতু
- Usually - সাধারনত
- Only – শুধু, কেবল, একমাত্র
- Firstly - প্রথমত
- Finally - পরিশেষে
- Moreover - তাছাড়া, অধিকন্তু, উপরন্তু
- But also - এমনি , এটিও
- As well as – এবং, ও, পাশাপাশি
- Furthermore - অধিকন্তু
- Regrettably - দুঃখজনকভাবে ।
- in fact – আসলে
- Hence - অত:পর/সুতরাং
- Such as - যথা/যেমন
- Notably – লক্ষণীয়ভাবে
- Consequently – অতএব
- On the whole – মোটামুটি
- Either - দুয়ের যে কোন একটি
- Neither - দুয়ের কোনটি নয়
- In any event - যাহাই ঘটুক না কেন
- Additionally - অতিরিক্ত আরো
- In this regard – এ বিষয়ে
- As a matter of fact -বাস্তবিকপক্ষে/
- প্রকৃতপক্ষে
- Including - সেই সঙ্গে
- Nonetheless - তবু
- Nevertheless - তথাপি , তবুও , তারপরও
- Lest - পাছে ভয় হয়
- Whether - কি ...না , যদি
- Comparatively - অপেক্ষাকৃত
- To be honest - সত্যি বলতে
- Come what may - যাই ঘটুক না কেন
- If you do care - যদি আপনি চান
- Next to nothing - না বললেও চলে
- As far as it goes - এ ব্যাপারে যতটুকু বলা যায় ।As far as I’m concerned - আমার জানা মতে ।
- Why on earth - (বিরক্তি প্রকাশার্থে)- কেন যে?
- On the other hand - অন্যদিকে ।
- In this connection - এ বিষয়ে ।
- In addition - অধিকন্তু, মোটের উপর
- Infact - প্রকৃতপক্ষে
- To be frank - খোলাখুলি ভাবে বলা যায় ।
- Sincerely speaking - সত্যিকার ব্যাপার হলো ।
- To sum up - সংক্ষেপে বলতে গেলে
- Though - যদিও, সত্বেও
- Incidentally - ঘটনাক্রমে
- Then - তারপর ,তখন
- Than - চেয়ে , থেকে
- For a while - কিছুক্ষণের জন্য
- In order to - উদ্দেশ্যে, জন্যে
- Suddenly - হঠাৎ
- I love you-আমি তোমাকে ভালোবাসি।
- i loved you-আমি তোমাকে ভালোবাসতাম।
- I will love you-আমি তোমাকে ভালোবাসবো।
- I will love you always -আমি তোমাকে সব সময় ভালোবাসবো।
- I will love you forever -আমি তোমাকে চিরদিন ভালোবাসবে।
- Don't worry-চিন্তা করোনা।
- Always to be happy- সব সময় হাসি- খুশি থেক।
- Don't be upset -হতাশ হইও না।
- Be careful -সাবধানে থেক।
- Be happy-সুখে থেক।
- Take care yourself -নিজের যত্ন নিও।
- i always pray for you-আমি তোমার জন্য সব সময় দোয়া করি।
- I wasn't wrong -আমি ভুল ছিলাম না।
- yes, i'm stupid -হ্যাঁ আমি নির্বোধ।
- i'm ugly -আমি কুৎসিত।
- i'm poor-আমি গরীব।
- But remember - কিন্তু মনে রেখ।
- I'm not fake person -আমি মোখসদারী নই।
- I just Wanted to you-আমি শুধু তোমাকে চাইতাম।
- Because i really love you-কারন আমি তোমাকে সত্যিই ভালোবাসি।
- You're so much selfish - তুমি অনেক স্বার্থপর
- Take care always -ভালো থেক সব সময়।
- Good bye forever - চিরদিনের জন্য বিদায়
শাক সবজির ইংরেজী নাম:
- শাক সবজি (Vegetables)
- গোল আলু – Potato (পটেটো)
- টমেটো – Tomato (টম্যাটো)
- গোল/তাল বেগুন – Brinjal (ব্রিনজাল)
- লম্বা বেগুন – Eggplant (এগপ্লান্ট)
- করলা – Balsam Apple (বোলসাম এ্যাপেল)
- পটল – Pointed gourd (পয়েন্টেড গোর্ড)
- লাউ/কদু – Bottle Gourd (বটল গোর্ড)
- মটর শুঁটি – Green Pea(গ্রীন পী)
- কাঁচা পেঁপে – Green Papaya (গ্রীন পাপ্যায়া)
- কাঁকরোল – Sweet Bitter Gourd (সুইট বিটার গোর্ড)
- শসা – Cucumber (কিউকাম্বার)
- গাঁজর – Carrot (ক্যারট)
- ফুলকপি – Cauliflower (কলি ফ্লাওয়ার)
- মুলা – Radish (র্যাডিস)
- ঝিংগে – Rige Gourd (রিজ গোর্ড)
- চাল কুমড়া – Green Cucumber (গ্রীন কিউকাম্বার)
- মিষ্টি আলু – Sweet Potato (সুইট পটেটো)
- সাজনা – Drum Stick (ড্রাম স্টিক)
- বরবটি – Asparagus Bean (অ্যাস্প্যারাগাস বিন)
- চিচিংগা/চিচিংগা – Snake Gourd (স্নেক গোর্ড)
- মিষ্টি কুমড়া – Pumpkin (পামকিন)
- কাঁচা কলা – Green Banana (গ্রীন ব্যানানা)
- পুঁই শাক – Basil (বেসিল)
- পালং শাক – Spinach (স্পিনাজ)
- কচু – Arum (অ্যারাম)
- কচুর লতি – Arum (অ্যারাম)
- Arum-lobe কচুর লতি।
- সিম – Bean (বিন)
- ঢেঁড়স – Lady’s Finger (লেডিস ফিংগার)
- কচুর ছড়া – Arum (অ্যারাম)
- কলার মোচা – Plantain Flower (প্লান্টেইন ফ্লাওয়ার)
- কলমি শাক – Bindweed (বাইন্ডউইড)
- শালগম – Turnip (টারনিপ)
- লাল শাক – Read Leafy (রেড লিফি)
- Cress হেলেঞ্চা শাক।
- বাঁধাকপি – Cabbage (ক্যাবেজ)
- মাশরুম – Mushroom (মাশরুম)
- ভূট্টা – Maize (মেইজ)
- শিমলা মরিচ – Capsicum (ক্যাপ্সিকাম)
- পেঁয়াজ – Onion (অনিয়ন)
- রসুন – Garlic (গার্লিক)
- আদা – Zinger (জিনজার)
- হলুদ – Turmeric (টার্মারিক)
- মরিচ – Red Chili (রেড চিলি)
- ধনে পাতা – Coriander (করিয়্যান্ডার)
- পুদিনা পাতা – Mint (মিন্ট)
- লেবু – Lemon (লেমন)
- কাঁচা মরিচ – Green Chili (গ্রীন চিলি)
- Zucchini ধুন্দুল।
- Leek পেঁয়াজ পাতা।
- Grum ছোলা।
- Lentils মসুর ডাল।
- Lettuce লেটুসপাতা।
- Drum-stick সজনে।
- Eggplant সাদা বেগুন।
ইংরেজীতে ছয়টি ঋতুর নাম
- Summer (সামার) - গ্রীষ্মকাল
- Autumn (অটাম) -শরৎকাল
- Late Autumn (লেইট অটাম) - হেমন্তকাল
- Rainy Season (রেইনি সীজন) -বর্ষাকাল
- Winter (উইনটার) -শীতকাল
- Spring (স্প্রিং) - বসন্তকাল
উপরে আমরা অনেক গুলো শব্দ আপনাদের জন্য সংযুক্ত করেছি তবে আরো ইংরেজি কনফিউজিং শব্দ গুলো আমরা এখানে সংযুক্ত করবো। তাই আপনারা রেগুলার পোস্ট গুলোর আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অফিসিয়াল ফেসবুক পেজ বা টুইটারে লাইক দিয়ে সাথেই থাকুন।
এতে করে নতুন কোন পোস্ট পাবলিশের সাথে সাথে সবার প্রথমে পেয়ে যাবেন নটিফিকেশন। আর আমাদের পোস্ট গুলো পড়ে যদি আপনার উপকারে আসে তাহলে আপনার বন্ধু মহলে শেয়ার করে তাদেরও সহযোগীতা করতে পারেন।
0 মন্তব্যসমূহ