ফরেক্স ট্রেডিং কি এবং কিভাবে ফরেক্স ট্রেডিং করে আয় করবেন?

ফরেক্স ট্রেডিং কি কিভাবে ফরেক্স ট্রেডিং করে আয় করবেন

বর্তমানে আমরা সকলেই কিন্তু স্মার্ট পদ্ধতিতে ইনকাম করতে পছন্দ করি বা করতে আগ্রহী হচ্ছি। তেমনি একটি ইনকামের পদ্ধতি হচ্ছে ফরেক্স ট্রেডিং। আমরা সকলেই জানি যে ফরেক্স ট্রেডিং হচ্ছে ইন্টারনেট থেকে টাকা আয়ের জগতে একটি সুপরিচিত নাম।

ফরেক্স ট্রেডিং শব্দটার সাথে আমরা অনেকেই কমবেশি পরিচিত বা জানি। এছাড়াও আমাদের ভেতরে অনেকেই হয়তো শুনেছি যে ফরেক্স ট্রেডিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়। কিন্তু ঠিক কোন উপায়ে বা কোন কোনো ধাপ অবলম্বন করে ট্রেডিংয়ে আগানো উচিৎ এই প্রশ্ন আমাদের অনেকেরই, কি ঠিক তাই তো?

কেউ কেউ আবার অনেক প্রত্যাশা নিয়ে ফরেক্স শেখা শুরু করেন, কিন্তু কিছু দিন পর উপযুক্ত কোনো গাইড লাইন না পেয়ে, নানা রকম প্রশ্ন মাথায় নিয়ে চিন্তিত এবং আশাহত হয়ে যান।

আপনাদের কথা মাথায় রেখেই আমাদের আজকের এই লেখাটিতে আমরা ফরেক্স ট্রেডিং কি, ফরেক্স ট্রেডিং কিভাবে করে, ফরেক্স ট্রেডিং থেকে আয় করার উপায় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক!

আরও পড়ুনঃ ব্যাংক লোন পাওয়ার উপায় | ব্যাংক লোন পাওয়ার সহজ উপায়

আর হ্যা, মনে রাখবেন, বাংলাদেশে ফরেক্স ট্রেড করা আইনত নিষিদ্ধ। আমার এই ব্লগ পড়ে আপনি যদি উৎসাহিত হন, ট্রেড শুরু করেন- সেই দায়িত্ব আপনার। আমাকে কোন ভাবেই দায়ি করা যাবেনা। তবে, দেশের বাইরে যে কেও ট্রেড করতে পারেন। বেশিরভাগ দেশেই ফরেক্স ট্রেড করতে আইনত কোন বাধা নাই। আমরা শুধুমাত্র এখানে সকল প্রকার তথ্য শেয়ার করে থাকি।

    ফরেক্স ট্রেডিং কি? – What is Forex Trading?

    চলুন তাহলে এখন জেনে নেওয়া যাক যে ফরেক্স ট্রেডিং কি সেই সম্পর্কে। ফরেক্স ট্রেডিং এর ফরেক্স অর্থ হচ্ছে ফরেন এক্সচেঞ্জ (Foreign Exchange) যার মানে দাঁড়ায় বৈদেশিক মুদ্রার লেনদেন। অর্থাৎ একদম সহজ ভাষায় বিদেশী মুদ্রার আদান প্রদানকেই ফরেক্স ট্রেডিং হিসেবে গণ্য করা হয়।

    এছাড়াও আপনাদের সুবিধার জন্য বলে রাখছি যে ফরেন এক্সচেঞ্জ FX ও ফরেক্স নামেও পরিচিত। এটি ২০১৯ সালের এপ্রিল মাসের হিসাবে বিশ্বব্যাপী প্রতিদিন ৬.৬ট্রিলিয়ন ফরেন এক্সচেঞ্জ সেটেলমেন্ট করে থাকেন। ফরেক্স মার্কেট হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফাইন্যানসিয়াল মার্কেট, যেখান প্রতিনিয়ত লেনদেন সংগঠিত হয়ে থাকে।

    অনলাইন ট্রেডিং কি

    প্রযুক্তির উন্নয়নের ফলে মানুষ এখন ডিজিটালাইজ এর সাথে খাপ খায়িয়ে নিচ্ছে এবং স্মার্ট ভাব চিন্তা করতে শিখছে। আর তাই তো মানুষ এখন ঘরে বসে ব্যবসা বাণিজ্য করছে এবং নতুন করে অনেকেই আগ্রহী হচ্ছে। 

    অনলাইন ট্রেডিং কি সেটির উত্তরে বলতে হয় যে, অনলাইনের মাধ্যমে কোনো সফটওয়্যার এর সাহায্যে ফিজিক্যাল মুদ্রা ছাড়াই পণ্য বেঁচা কেনা করার পদ্ধতিকে অনলাইন ট্রেডিং (FX) বলা হয়।

    বর্তমানে অনলাইন ট্রেডিং সারাবিশ্বেই অত্যন্ত জনপ্রিয় এবং সম্ভাবনাময় একটি প্ল্যাটফর্ম। অনলাইন ট্রেডিং এর জগতে সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে ফরেক্স ট্রেডিং। আর তাই আমরা এখন ফরেক্স ট্রেডিং নিয়ে আলোচনা করবো যে কিভাবে ফরেক্স ট্রেডিং করে?

    ফরেক্স ট্রেডিং কিভাবে করে

    আমি উপরে আপনাদের সুবিধার জন্য বলেছি যে ফরেক্স ট্রেডিং কি? তারপরেও আবার বলছি যে ফরেক্স ট্রেডিং মানেই হলো কোনো দেশের মুদ্রা কিনে সেটিকে অন্য আরেক দেশের মুদ্রার বিনিময়ে বেঁচে দেওয়া। তবে অনেকেই এটিকে সহজ মনে করলেও এটি আসলে খুব একটা সহজ বেপার না।

    আপনাকে সঠিকভাবে ফরেক্স ট্রেডিং শিখে তারপরে বুঝে শুনে নির্দিষ্ট জায়গায় বিনিয়োগ করতে হবে। আমাদের মাঝে অনেকেই রয়েছেন যারা কিনা ফরেক্সের লাভের ব্যাপারে শুনে এখানে ইনভেস্ট করেন। কিন্তু সঠিক গাইড লাইনের অভাবে এবং নিজের অভিজ্ঞতার অভাবে ৯৫ শতাংশই ক্ষেত্রেই খালি হাতে ফিরে যান।

    আপনাকে জানতে হবে যে ফরেক্সে ট্রেডিং করার জন্য বেশ কিছু এজেন্ট, কোম্পানি বা ব্রোকার রয়েছে। আপনাকে এই ব্রোকারদের সাহায্য নিয়ে ফরেক্সে টাকা ইনভেস্ট করা এবং মুদ্রা গুলোর লেনদেন করতে পারবেন। তাই ফরেক্স ট্রেডিং ভালভাবে শিখে এরপর কোনো ভাল ব্রোকার এর সাহায্যে আপনি ফরেক্স ট্রেডার হতে পারবেন।

    আপনি যখন ফরেক্স ট্রেডার হিসাবে মার্কেটে নামবেন তখন ফরেক্স মার্কেটের বিভিন্ন দেশের মুদ্রার বর্তমান দামের আপডেট গুলোর উপর নজর রাখতে হবে। মুদ্রা কেনা বা বেঁচার সময় ট্রেডারকে সেই মুদ্রার বর্তমান এক্সচেঞ্জ রেট দেখে সিদ্ধান্ত নিতে হয়। গ্লোবাল ফরেক্স মার্কেটে এমনভাবে প্রত্যেক দেশের মুদ্রার বর্তমান দাম আপডেট হতে থাকে।

    ফরেক্সে ভিন্ন কোনো দেশের মুদ্রা কেনার সময়ে আপনি নিজ দেশের মুদ্রাও ব্যবহার করতে পারবেন। ফলে কোনো দেশের মুদ্রার কম দামের সময় সেখানে ইনভেস্ট করে সেদেশের মুদ্রা কিনে রাখলে এবং বেশি দামের সময় সেই মুদ্রা বিক্রি করে দিয়ে ফরেক্স ট্রেডাররা আয় করে থাকে। এভাবেই এটি বিশ্বের সবচেয়ে বড় লেন দেনের বাজারে পরিণত হয়েছে।

    আরও পড়ুনঃ দেখুন কোন ব্যাংকে ডিপিএস এর লাভ বেশি (Profit Amount Of DPS)

    ফরেক্স ট্রেডিং থেকে আয়

    আমরা ইতিমধ্যে উপরে ফরেক্স ট্রেডিং কি এবং ফরেক্স ট্রেডিং কিভাবে করে সে সম্পর্কে উপরে আলোচনা করেছি যা আপনারা জানেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কিভাবে ফরেক্স ট্রেডিং করে আয় করবেন?

    আপনি যদি ফরেক্স ট্রেডিং থেকে আয় করতে চান তাহলে প্রথমত ভাল কোনো ব্রোকারের মাধ্যমে ফরেক্সে একাউন্ট ওপেন করতে হবে। আপনাদের সুবিধার জন্য এখানে আমি কিছু ফরেক্সের ব্রোকারের নাম তুলে ধরলাম – Hot Forex, Trading Point, Delta Stock AD, eToro, Fast Brokers, Tadawul FX,  Windsor Brokers ইত্যাদি। 

    আপনি যদি ফরেক্সে ট্রেডিং করে আয় করার কথা ভেবে থাকেন তাহলে সেক্ষেত্রে ভালো ব্রোকার অনেক গুরুত্বপূর্ণ। একটি ভাল মানের ব্রোকার আপনাকে কম টাকায় একাউন্ট খুলতে সাহায্য করবে এবং আপনাকে তারা কম বিনিয়োগে ভাল ফরেক্স ট্রেডিং করার সুযোগ দিবে এবং দ্রুত অনলাইন সাপোর্ট দিবে।

    ফরেক্স ট্রেডিং থেকে আয় করার ক্ষেত্রে ফরেন এক্সচেঞ্জে কারেন্সির উঠা নামার দিকে আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে। আপনাকে কম দামী কিন্তু সম্ভাবনায় কারেন্সি কিনতে হবে, এরপর সেই কারেন্সির দাম বেড়ে গেলে ভাল দামে বিক্রি করে দিতে হবে। 

    আপনাকে ফরেক্স ট্রেডিং থেকে আয় করার ক্ষেত্রে ফরেক্স ভালভাবে শিখে নিতে হবে। এই সেক্টরে না জেনে বা না বুঝে আসলে এন্ট্রি নেওয়া উচিত নয়।

    মোবাইলে ফরেক্স ট্রেডিং

    আমাদের মাঝে অনেকেই রয়েছেন যাদের ল্যাপটপ বা ডেস্কটপ নেই। যাদের ল্যাপটপ বা ডেস্কটপ নেই তারা কি ফরেক্স ট্রেডিং করতে পারবেন কিনা এমন প্রশ্ন অনেকের মাঝেই থাকে। যাদের ভেতরে এমন প্রশ্ন রয়েছে যে মোবাইল দিয়ে ফরেক্স ট্রেডিং করতে পারবেন কিনা তাদের উত্তর হচ্ছে হ্যাঁ পারবেন।

    আপনি চাইলে মোবাইলের মাধ্যেমে অফিসিয়াল অ্যাপ্স ব্যবহার করে মোবাইল থেকেই ফরেক্স ট্রেডিং এর কাজ গুলো করতে পারবেন।

    ফরেক্স ট্রেডিং কি বাংলাদেশে বৈধ

    বাংলাদেশে ফরেক্স ট্রেডিং করা কিন্তু সরাসরি বৈধ না, বিভিন্ন ধরনের বিধি নিষেধ রয়েছে। তাই বাংলাদেশ থেকে ট্রেডিং করতে হলে আপনাকে নিয়ম কানুন গুলো সম্পর্কে জেনে তারপরে ট্রেডিং শুরু করতে হবে।

    তবে বাংলাদেশ ব্যাংক কিছুদিন আগে জানিয়েছে যে, ফরেক্স ট্রেডিং বাংলাদেশে সম্পূর্ণ বৈধ।  কিন্তু এক্ষেত্রে কিছু কিছু বিধি নিষেধ রয়েছে। বিধি নিষেধ সঠিকভাবে মেনে চলে ফরেক্স ট্রেডিংয়ে ইনভেস্ট করা হলে সেই ক্ষেত্রে ফরেক্স ট্রেডিং অবৈধ হবে না।

    আরও পড়ুনঃ জীবন বীমা কি এবং বাংলাদেশের লাইফ ইন্সুরেন্স কম্পানির তালিকা

    ফরেক্স ট্রেডিংয়ের বিধি নিষেধ

    বাংলাদেশে বৈধভাবে ফরেক্স ট্রেডিং করতে হলে কিছু কিছু বিধি নিষেধ মেনে চলতে হবে। এগুলো হলো 

    • ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে বেআইনিভাবে কখনোই বৈদেশিক মুদ্রা বেঁচা কেনা  করা যাবে না।
    • ফরেক্স ট্রেডিং শেখানোর নাম করে কোনো ভুয়া বিজ্ঞাপন দেওয়া যাবেনা। কোন ব্যক্তি যদি ফরেক্স ট্রেডিং শেখানোর নামে ভুয়া প্রশিক্ষণের বিজ্ঞাপন দিয়ে থাকে সে ক্ষেত্রে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
    • ফরেক্স ট্রেডিংয়ে ডিপোজিট করার ক্ষেত্রে বাংলাদেশে অনুমোদিত নয়, এমন কোনো মাধ্যম ব্যবহার করা যাবে না। 
    • বাংলাদেশে অনুমোদিত নয়, কিন্তু সারাবিশ্বে জনপ্রিয় এমন কিছু মাধ্যমের মধ্যে রয়েছে পেপাল, স্ক্রীল, নেটেলার ইত্যাদি। সুতরাং কেউ যদি এই ধরনের প্লাটফর্ম গুলো ব্যবহার করে ফরেক্স ট্রেডিং এর কোনো সাইটে ডিপোজিট করে থাকেন সে ক্ষেত্রে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
    • বাংলাদেশ ব্যাংক কর্তৃক বৈধ বলে বিবেচিত প্ল্যাটফর্মের বাইরে অন্য কোনো প্ল্যাটফর্মে ফরেক্স ট্রেডিং করা যাবেনা। 
    • কিছু কিছু ফরেক্স ট্রেডিং প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো বাংলাদেশে অননুমোদিত। কিছু প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো কেবলমাত্র বিশ্বের প্রথম শ্রেণীর দেশগুলোর জন্য প্রযোজ্য। আপনারা অনেকেই হয়তো  Proxy-server কিনে সেই প্ল্যাটফর্মে প্রবেশ করেন। এবং সেখানে ইনভেস্ট করেন। তবে এক্ষেত্রে সে সকল প্ল্যাটফর্মের অথরিটি যদি বুঝতে পারে আপনি ভিন্ন কোথাও থেকে Proxy server নিয়ে প্রবেশ করেছেন তাহলে সে ক্ষেত্রে আপনার একাউন্টে ব্যান করে দেওয়া হবে। ফলে আপনার ইনভেস্ট করা টাকার পুরোটাই গচ্ছা যাবে। তাই বৈধ প্ল্যাটফর্মগুলোতেই ফরেক্স ট্রেডিং করা নিরাপদ হবে।

    ফরেক্স ট্রেডিং কি হালাল

    আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষই মুসলিম। আর তাই যেকোন কাজ করার আগে আমাদের হালাল এবং হারাম সম্পর্কে জেনে নেওয়া অত্যন্ত জরুরি। ফরেক্স ট্রেডিং যেহেতু বেশ নতুন একটি ব্যবসা তাই আমাদের সকলের মধ্যেই ফরেক্স ট্রেডিং কি হালাল নাকি হারাম সে সম্পর্কে প্রশ্ন রয়ে গেছে। 

    ফরেক্স ট্রেডিং হালাল নাকি হারাম এমন প্রশ্নের উত্তরে আলেমদের কাছ থেকে দুইরকম মন্তব্য পাওয়া যায়। ফরেক্স ট্রেডিং এর মানে হচ্ছে বিভিন্ন দেশের মুদ্রার বেচা কেনা বেঁচা। মুদ্রা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক সেদেশের মুদ্রার একটা নির্দিষ্ট ইন্টারেস্ট রেট থাকে। 

    আপনি বা আমি ফরেক্স ট্রেড শুরু করলে সেই ইন্টারেস্ট রেট আমাদের বেলায়তেও প্রযোজ্য হবে। এই ইন্টারেস্ট গ্রহণ করা মুসলিমদের জন্য সম্পূর্ণভাবে হারাম।

    আবার অপরদিকে এখানে পরিশ্রম, ঝুকি এবং ইনভেস্ট এর বিষয় আছে সেক্ষেত্রে এই ব্যবসা ইসলামিক দৃষ্টিতে হালাল। তবে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য কোনো প্রখ্যাত আলেমের সাহায্য নিতে পারেন।

    ফরেক্স ট্রেডিং শিখুন

    যেকোন কাজ শুরু করার আগে পূর্ব শর্ত হচ্ছে সেই সম্পর্কে আপনাকে ভাল ভাবে জেনে নেওয়া বা এক্সপার্ট হওয়া। ঠিক তেমনি ফরেক্স ট্রেডিং শুরু করার আগে আপনাকে অবশ্যই ট্রেডিং শিখতে হবে। ভালভাবে শেখার আগে হুজুগের বশে ফরেক্সে ইনভেস্ট করলে সম্পূর্ণ টাকা হারানোর সম্ভাবনা থাকে। 

    বর্তমানে ফরেক্স ট্রেডিং শেখার জন্য অনেক প্রতিষ্ঠান দেশে রয়েছে। এছাড়াও আপনি চাইলে ইন্টারনেটে নানা বই পুস্তক ও ভিডিও আর্টিকেল রয়েছে সেখান থেকেও নিজেকে ঝালিয়ে নিতে পারেন। আপনি যেহেতু ডিজিটাল যুগে রয়েছেন এখানে প্রযুক্তির অপার সম্ভাবনা রয়েছে এবং সেগুলোকে কাজে লাগিয়ে নিজেই ফরেক্স ট্রেডিং শিখতে পারবেন।

    ফরেক্স একাউন্ট

    আপনি যদি ফরেক্স ট্রেডিং শুরু করতে চান তাহলে তাঁর প্রথম শর্ত হচ্ছে একটি ফরেক্স একাউন্ট খুলতে হবে। কেননা একাউন্ট ছাড়া এখানে আপনাকে কেউ চিনবে না বা ট্রানজেকশন হবে না। আর এই ফরেক্স একাউন্ট গুলো লট সাইজের উপর নির্ভর করে তিন ধরনের হয়ে থাকে। এগুলো হলো-

    মাইক্রো ফরেক্স অ্যাকাউন্টঃ

    আমরা জানি যে মাইক্রো মানে হচ্ছে ছোট। আর এখানে মাইক্রো ফরেক্স একাউন্ট হলো সবচেয়ে ছোট ফরেক্স একাউন্ট। এ ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতি লটে ১০০০ ডলার পর্যন্ত ট্রেড করা যায়। আপনি চাইলেও এর বেশি এখানে ট্রেড করতে পারবেন না।

    মিনি ফরেক্স অ্যাকাউন্টঃ

    এই মিনি ফরেক্স একাউন্টে মাইক্রো একাউন্টের চাইতে লিমিট কিছুটা বেশি। মিনি ফরেক্স একাউন্ট হলো মধ্যম মানের ফরেক্স একাউন্ট। প্রতি লটে ১০,০০০ ডলার পর্যন্ত ট্রেড করার জন্য মিনি ফরেক্স অ্যাকাউন্ট ব্যবহার করা যায়।

    অর্থ্যাত আপনার লিমিট এই একাউন্টের জন্য ১০ হাজার ডলার অব্ধি থাকবে। আপনাকে এই লিমিটের ভেতরেই ট্রেড করতে হবে।

    স্ট্যান্ডার্ড ফরেক্স অ্যাকাউন্টঃ

    এখন আসি স্ট্যান্ডার্ড ফরেক্স একাউন্ট ক্ষেত্রে, এই একাউন্ট হলো সাধারন ফরেক্স একাউন্ট। এটির মাধ্যমে তুলনামূলক হারে বেশি পরিমাণে টাকা লেনদেন করা যায়। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতি লটে ১০০,০০০ ডলার পর্যন্ত ট্রেড করা যায়।

    উল্লেখ্য যে, প্রতি লটে যত বেশি ট্রেড করা যাবে, লেভারেজ এর জন্য তত বড় অংকের মুদ্রা ট্রেড করা যাবে।

    আস্ক

    আস্ক বলতে কি বুঝায় তাই না? ট্রেডিং এ সর্বনিম্ন যে মূল্যে কোনো ট্রেডার মুদ্রাটি কিনতে আগ্রহী সেই মূল্যকে আস্ক (Ask) বলা হয়। আস্ক প্রাইস বেশিরভাগ সময়েই বিড প্রাইস থেকে বেশি হয়ে থাকে।

    বিড

    এবার আসা যাক বিডের ক্ষেত্রে, বিড (Bid) হলো যে নির্দিষ্ট দামে কোনো সেলার তার কাছে থাকা কারেন্সি সেল করতে আগ্রহী সেই মূল্য। কোনো বায়ার রিকুয়েষ্ট করলে তখন একজন মার্কেট মেকার একটি বিড স্থাপন করেন। বিড প্রাইসটি সেই কারেন্সির চাহিদার সাথে মিল রেখে ওঠা নামা করে।

    বেয়ার মার্কেট

    যখন কোন মার্কেটে সকল প্রকার কারেন্সির দাম কমে যায় তখন সেই মার্কেটকে বলা হয় বেয়ার মার্কেট (Bear Market)। বেয়ার মার্কেট মূলত ট্রেডিং মার্কেটের মন্দা ও অর্থনৈতিক সংকটের একটি প্রধান নির্দেশক। তাই বেয়ার মার্কেট কি সেটা জানাও আপনাদের জন্য অনেক গুরুত্ব পূর্ণ।

    বুল মার্কেট

    যে ধরনের ট্রেডিং মার্কেটে যখন সকল প্রকার কারেন্সির দামই বেড়ে যায় তখন তাকে বুল মার্কেট (Bull Market) বলা হয়। সারা বিশ্বের অর্থনীতির উন্নতিকে বুঝাতে বুল মার্কেট ব্যবহার করা হয়। তাছাড়া বুল মার্কেট দ্বারা কোনো মার্কেটের উন্নতি বুঝানো হয়।

    লেভারেজ

    ফরেক্সে ট্রেডিং এ সব সময় ইনভেস্টরের সমান পরিমান টাকা থাকেনা। আর তাই ইনভেস্টরকে মাঝে মধ্যে লাভ বাড়াতে মূলধন ধার করতে হয়। যখন কোন ইনভেস্টর মূলধন করে তখন সেই ধার করা মূলধনকে বলা হয় লেভারেজ।

    যখন লেভারেজের পরিমাণ হয় তখন ফরেক্স মার্কেট প্রভাবিত হয়। অনেক ট্রেডারই মাঝেমধ্যে লেভারেজ ব্যবহার করে মার্কেটে তাদের পজিশন বুস্ট করে থাকেন।

    লট

    ফরেক্সের কারেন্সি সব সময় লট আকারে এক্সচেঞ্জ করা হয়ে থাকে। অর্থাৎ সহজ ভাষায় কোনো নির্দিষ্ট পরিমানে অর্থ ট্রেডিং করা হলে, সেই পরিমাণ অর্থকে একত্রে লট বলা হয়। লট এর সাইজ বড় হলে, লাভ ও ক্ষতির সম্ভাবনা একই সাথে বেশি হবে। উপরের দিকে যে আমরা বিভিন্ন ধরনের একাউন্টের কথা জেনেছি সেগুলোও লট সাইজ হিসেবেও ব্যবহৃত হয়।

    মার্জিন

    কারেন্সি ট্রেডিং এর ক্ষেত্রে ব্যবহার করার জন্য ভিন্ন কোনো অ্যাকাউন্টে রাখা অর্থকে মার্জিন বলা হয়। মার্জিন মানি আর্থিকভাবে ব্রোকারকে সচ্ছল রাখতে সহায়তা করে। তাছাড়া ট্রেডার এর শর্ত ও বাধ্য বাধকতা পূরণে সক্ষম হওয়ার ক্ষেত্রে মার্জিন বিশাল ভূমিকা পালন করে।

    ফরেক্স ট্রেডিং বই

    আমাদের আলোচনা থেকে আশা করি ফরেক্স ট্রেডিং শেখার গুরুত্ব জেনে গেছেন। ফরেক্স ট্রেডিং শেখার জন্য বিভিন্ন ধরনের বই এবং ইউটিউবে টিউটরিয়াল সমূহ পাওয়া যায়।

    আপনি যদি অধিক আগ্রহী হয়ে থাকেন ফরেক্স ট্রেডিং শেখার জন্য তাহলে ভাল করে ইন্টারেন্ট ঘাটাঘাটি করে বিভিন্ন ইংরেজি বই বা টিউটরিয়াল দেখে শিখে নিতে পারেন। গুগলে সার্চ করলেই প্রচুর পরিমাণে ভাল বই পাওয়া যাবে।

    শেষ কথা

    আপনারা চাইলে কিন্তু আপনাদের শুভাকাঙ্ক্ষীদের সাথে এই তথ্যগুলো শেয়ার করতে পারেন। এতে করে আপনার পাশাপাশি তারাও উপকারিত হবে আপনার মাধ্যেমে এই তথ্য গুলো জানার মাধ্যেমে।

    আর এই ছিল আমাদের ফরেক্স ট্রেডিং এর খুঁটিনাটি বিষয়াদি নিয়ে আজকের পোষ্ট। এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে থাকলে আপনি ফরেক্স ট্রেডিং কি, ফরেক্স ট্রেডিং কিভাবে করে ও মোবাইলে ফরেক্স ট্রেডিং নিয়ে আশা করি বিস্তারিত জেনে গেছেন। 

    এছাড়াও আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টবক্সে জানাতে ভুলবেন না। আমাদের সাপোর্ট টিম আপনাদের মতামতের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে।

    একটি মন্তব্য পোস্ট করুন

    7 মন্তব্যসমূহ

    1. কিভাবে শুরু করবো তাহলে

      উত্তরমুছুন
      উত্তরগুলি
      1. আমরা কোন ভাবেই এসবের সাথে জড়িত না, শুধুমাত্র তথ্য শেয়ার করে থাকি। আপনি রিসার্চ করে ভাল ভাবে বুঝে শুরু করতে পারেন।

        মুছুন
    2. ভাল লিখেছেন! সহজ কথা ও প্রাঞ্জল ভাষার উপস্থাপন! দারুন!

      উত্তরমুছুন
      উত্তরগুলি
      1. ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য, নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

        মুছুন
    3. বাংলা ভাষায় লেখা কোন ভালো বই থাকলে জানাবেন।

      উত্তরমুছুন
    4. ভাই আপনার সাথে কিছু কথা বলতে চাই। আমি নিজেও ১টি ওয়েবসাইট চালাই। কিন্ত আমার এডসেন্সে কিছু সমস্যা হয়, এ বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই, পারস্পরিক আলোচনার জন্য। অনুগ্রহ করে আপনার নাম বা ইমেইল দিবেন যোগাযোগ করার জন্য। আমার ফোন: ০১৯০৪৩২৮২০৩, ইমেইল: saydul6722@gmail.com

      উত্তরমুছুন
    Emoji
    (y)
    :)
    :(
    hihi
    :-)
    :D
    =D
    :-d
    ;(
    ;-(
    @-)
    :P
    :o
    :>)
    (o)
    :p
    (p)
    :-s
    (m)
    8-)
    :-t
    :-b
    b-(
    :-#
    =p~
    x-)
    (k)