বাংলাদেশের সেরা বেসরকারি মেডিকেল কলেজের তালিকা

বাংলাদেশের সেরা বেসরকারি মেডিকেল কলেজের তালিকা

আমাদের অনেকের মাঝেই স্বপ্ন থাকে যে বড় হয়ে ভাল করে পড়াশুনা করে বাংলাদেশের সেরা কোন মেডিকেল কলেজে ভর্তি হবার। তবে অনেকের প্রচুর চেষ্টা এবং পড়াশুনা করার পরেও সরকারি মেডিকেল কলেজে চান্স হয় না।

তবে সরকারি মেডিকেল কলেজে চান্স না হলেই যে ডাক্তার হবার স্বপ্ন ভেংগে যাবে বেপারটা কিন্তু তেমন না। সরকারি মেডিকেল কলেজের পাশাপাশি বাংলাদেশের সেরা বেসরকারি মেডিকেল কলেজের তালিকা ও কিন্তু রয়েছে।

আপনি চাইলে বাংলাদেশের সেরা বেসরকারি মেডিকেল কলেজে পড়াশুনা করে নিজের ডাক্তার হবার আশা পূরণ করতে পারেন। এছাড়াও অনেকেই জানতে চান যে বাংলাদেশের সেরা বেসরকারি মেডিকেল কলেজের তালিকায় কোন কোন প্রতিষ্ঠান গুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে।

আরও পড়ুনঃ একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত হলো কি?

আর তাই আজকে আমরা আপনাদের সুবিধার জন্য পুরা বাংলাদেশের সেরা বেসরকারি মেডিকেল কলেজের তালিকা নিচে তুলে ধরেছি। আপনারা এখান থেকে বেসরকারি মেডিকেল কলেজের নাম এর পাশাপাশি সকল বেসরকারি মেডিকেল কলেজের ওয়েবসাইট গুলো পেয়ে যাবেন এখানেই।

তাই চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক সেই সমস্ত সেরা বেসরকারি মেডিকেল কলেজের তালিকা সমূহঃ

বেসরকারি মেডিকেল কলেজের নাম বেসরকারি মেডিকেল কলেজের ডাকনাম বেসরকারি মেডিকেল কলেজের ওয়েবসাইট
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ এইচএফআরসিএমসি www.hfrcmc.edu.bd
সেন্ট্রাল মেডিকেল কলেজ www.cemecbd.com
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ www.swmc.edu.bd
সিটি মেডিকেল কলেজ cimchbd.com
সাহাবউদ্দিন মেডিকেল কলেজ www.shahabuddinmedical.org
সাউদার্ন মেডিকেল কলেজ www.smchctgbd.com
সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ এসএএম‌সি samcb.edu.bd
শাহ মখদুম মেডিকেল কলেজ এসএমএমসি smmcbd.com
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ এসএমএএমসি www.smamedicalcollege-bd.com
রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ http://ahmc.edu.bd/
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ আরসিএমসি http://www.rcmc.com.bd/
মেরিন সিটি মেডিকেল কলেজ এমসিএমসি www.mcmchedu.com
মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল www.medicalcollegeforwomen.edu.bd
মুন্নু মেডিকেল কলেজ monnomch.edu.bd
মার্কস মেডিকেল কলেজ marksmedicalcollege.edu.bd
ময়নামতি মেডিকেল কলেজ www.mmmch.edu.bd
মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ এমএসএমসি msmc.edu.bd
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ www.bmchbd.com
বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ বিজিসিটিএমসি bgctrustbd.org
বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজ www.bikrampur-bmc.edu.bd
বারিন্দ মেডিকেল কলেজ বিএমসি bmc.edu.bd
বাংলাদেশ মেডিকেল কলেজ বিএমসি www.bmc-bd.org
বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ বিএএমসি www.ad-din.org
প্রাইম মেডিকেল কলেজ www.pmc-bd.org
পার্কভিউ মেডিকেল কলেজ www.parkviewmedicalcollege.com
পপুলার মেডিকেল কলেজ www.pmch-bd.org
নাইটিংগেল মেডিকেল কলেজ www.nmchdhaka.com
নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ nimch.com.bd
নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এনবিএমসি nbmc.ac.bd
নর্থ ইস্ট মেডিকেল কলেজ এনইএমসি www.nemc.edu.bd
তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ টিএমএমসি www.tmmch.com
ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ডিসিআইএমসি www.dcimch.com
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ডিএনএমসি www.dnmc.edu.bd
ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ডিসিএমসি dcmch.com
ডেলটা মেডিকেল কলেজ www.dlmch.edu.bd
ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ, ফরিদপুর ডিএএমসিএফ www.damcf.org
ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ www.drsimc.com
টিএমএসএস মেডিকেল কলেজ টিএমসি tmssmedicalcollege.comtmssmedicalcollege.com
জেড. এইচ. শিকদার উইমেন্স মেডিকেল কলেজ
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ জেআরআরএমসি www.jrrmc.edu.bd
জহুরুল ইসলাম মেডিকেল কলেজ জেআইএমসি www.jimedcol.org
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ চমাওশিহামেক www.cmoshbd.org
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ সিআইএমসি www.cimch.edu.bd
গ্রিন লাইফ মেডিকেল কলেজ www.greenlife.edu.bd
গাজী মেডিকেল কলেজ www.gmc.edu.bd
গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ gonosvmc.edu.bd
খুলনা সিটি মেডিকেল কলেজ কেসিএমসি www.khulnacitymedicalcollege.edu.bd
খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ kyamch.org
কেয়ার মেডিকেল কলেজ কেয়ারএমসি caremedicalcollegebd.com
কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ কেডাব্লিউএমসি www.kwmc.edu.bd
কমিউনিটি বেজড মেডিকেল কলেজ, বাংলাদেশ সিবিএমসিবি www.cbmcb.org
এমএইচ শমরিতা মেডিকেল কলেজ mhsamorita.edu.bd
এনাম মেডিকেল কলেজ emcbd.com
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ইউএএমসি http://www.uamc-edu.org/
ইস্টার্ন মেডিকেল কলেজ www.emccomilla.com
ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ ইডাব্লিউএমসি eastwestmedicalcollege.com
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ibmcr.edu.bd
ইব্রাহিম মেডিকেল কলেজ আইএমসি www.imc.ac.bd
ইবনে সিনা মেডিকেল কলেজ আইএসএমসি www.ismc.ac.bd
ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ আইএমসি www.imchbd.com
ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সায়েন্সেস আইএএইচএস dnimiahs.ustc.ac.bd
ইউনিভার্সেল মেডিকেল কলেজ https://umc-bd.com/
ইউনাইটেড মেডিকেল কলেজ ইউএমসি umc.edu.bd
ইউএস-বাংলা মেডিকেল কলেজ usbmch.com
আশিয়ান মেডিকেল কলেজ www.amchbd.com
আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ একেএমএমসি akmmc.edu.bd
আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ এএসএমসি www.ad-din.org
আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ এডাব্লিউএমসি www.ad-din.org
আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ এএএমসি www.ad-din.org
আইচি মেডিকেল কলেজ http://www.aichimedicalcollege.com/

আরও পড়ুনঃ বাংলাদেশ বিষয়াবলী mcq exam | বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান

বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজ নিয়ে FAQ

এই পর্যায়ে আমরা বাংলাদেশের মেডিকেল কলেজ নিয়ে কিছু কমন প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো। তাই চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই প্রশ্ন এবং উত্তর সমূহঃ

বাংলাদেশের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ কোনটি?

ঢাকার ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশ মেডিকেল কলেজ বাংলাদেশের এ ধরনের প্রথম প্রতিষ্ঠান, যা ১৯৮৬ সালে বাংলাদেশ সরকার-এর অনুমোদন লাভ করে।

বেসরকারি মেডিকেল খরচ কত?

সার্বিকভাবে বলা যায় প্রাইভেট মেডিকেলে আপনি একজন ডাক্তার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে আপনাকে গুনতে হবে 25 থেকে 30 লাখ টাকা। কিন্তু বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির খরচ যেটা হবে সেটা বাংলাদেশ সরকার দ্বারা নির্ধারিত হল 13 লাখ 90 হাজার।

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি জন্য কত পয়েন্ট লাগবে?

মেডিকেল ভর্তি পরীক্ষার যোগ্যতা হিসাবে সকল দেশী ও বিদেশী শিক্ষা কার্যক্রমে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দুটি পরীক্ষায় মােট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে । সকল উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মােট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে।

সবচেয়ে কম খরচে বেসরকারি মেডিকেল কলেজ

বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস পড়ার ক্ষেত্রে সরকারি নির্ধারিত মাসিক বেতন ৮ হাজার টাকা, আর ভর্তি ফি সর্বোচ্চ ১৪ লাখ ৯০ হাজার টাকা, এর সঙ্গে ইন্টার্নশিপ ফি ১ লাখ টাকা। আর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ সর্বোচ্চ ১২ লাখ ৯০ হাজার টাকায় একজন শিক্ষার্থীকে এমবিবিএস পড়ার সুযোগ দিচ্ছে।

প্রাইভেট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কত পয়েন্ট লাগবে?

সরকারি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্যে আবেদনের যোগ্য হতে হবে, সরকারি মেডিকেল ভর্তি পরীক্ষায় আবেদনের জন্যে এসএসসি ও এইচএসসি মিলে সর্বনিম্ন জিপিএ ৯.০০ পয়েন্ট থাকতে হবে।

তবে আদিবাসী , ও পার্বত্য জেলার প্রার্থিদের ক্ষেত্রে সরকারি মেডিকেল ভর্তি পরীক্ষায় আবেদনের জন্যে এসএসসি ও এইচএসসি মিলে সর্বনিম্ন জিপিএ ৮.০০ পয়েন্ট থাকতে হবে। উভয় ক্ষেত্রেই বায়োলজি তে ৩.৫০ এর নিচে গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশের সবচেয়ে সেরা মেডিকেল কলেজ কোনটি?

বাংলাদেশের সেরা সেরা মেডিকেল ইউনিভার্সিটিগুলির তালিকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ তার শক্ত অবস্থান অনেক আগে থেকেই ধরে রেখেছে।

শেষকথাঃ বেসরকারি মেডিকেল কলেজের তালিকা

আপনারা যারা বিভিন্ন সার্চ ইঞ্জিনে খোজাখুজি করছেন যে বাংলাদেশের সেরা বেসরকারি মেডিকেল কলেজের তালিকা, বেসরকারি মেডিকেল কলেজ কয়টি, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারী মেডিকেল কলেজের তালিকা সমূহ, বাংলাদেশের বেসরকারী মেডিকেল কলেজ সমূহ ইত্যাদি।

আমরা আপনাদের সুবিধার জন্যে তাই এখানে মোটামুটি বাংলাদেশের সেরা বেসরকারি মেডিকেল কলেজের তালিকা তৈরী করেছি সেই সমস্ত মেডিকেল কলেজের ওয়েবসাইট এর নামসহ।

আরও নতুন নতুন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটের অফিসিয়াল ফেসবুক পেজ  অথবা টুইটারে লাইক দিয়ে সাথেই থাকুন। তাহলে নতুন যেকোন আপডেট আসলে সবার আগে পৌছে যাবে আপনার কাছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ