ইতোমধ্যে শীতের আমেজ পাওয়া যাচ্ছে। কিছুদিনের মধ্যেই কনকনে শীত পড়া সম্ভাবনা রয়েছে।কনকনে শীত পড়লে ঘরে থাকতেও অনেক সমস্যা হয়। বর্তমানে এই সমস্যার সমাধান রয়েছে। এর জন্য বাসায় রুম হিটার ব্যবহার করতে পারেন। তাহলে রুম গরমে থাকবে।
রুম হিটার কি?
রুম হিটার ব্যবহারের নিয়ম জানার আগে রুম হিটার সম্পর্কে ধারণা থাকতে হবে। রুম হিটার হল ঘরের তাপমাত্রা বৃদ্ধি করার জন্য একটি মেশিন। শীতের সময় অতিরিক্ত ঠান্ডা পড়ে। যার জন্য ঘরে থাকা অসম্ভব হয়ে থাক পড়ে। এই সমস্যা সমাধানের জন্য রুম হিটার ব্যবহার করা হয়।
আরও পড়ুনঃ সিঙ্গার স্মার্ট টিভির দাম
রুম হিটার একটি মেশিন যার মধ্যে দেখে গরম হাওয়া বের হয়। গরম হওয়া কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ ঘর স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসে। যেই যন্ত্রের মাধ্যমে শীতের সময় ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা হয় তাকে রুম হিটার বলা হয়।
রুম হিটার এর কাজ কি?
রুম হিটারের কাজ কি? কম বেশি সকলে ধারণা রয়েছে। রুম হিটারের কাজ হচ্ছে রুমের তাপমাত্রা বৃদ্ধি করা। শীতের সময় ঘরে রুম হিটার ব্যবহার করলে কিছুক্ষণের মধ্যে তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় চলে আসে। যার ফলে রুমের মধ্যে আর শীত লাগে না। রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণ করায় রুম হিটার এর কাজ।
রুম হিটার ব্যবহারের নিয়ম:
রুম হিটার ব্যবহারের নিয়ম রয়েছে। সঠিকভাবে রুম হিটার ব্যবহার না করলে ভালো ফলাফল পাওয়া যায় না। এবং বিদ্যুৎ বিল অনেক বেশি আসে। নিম্নে, রুম হিটার ব্যবহারের নিয়ম তুলে ধরা হলো:
- রুম হিটার ব্যবহারের সময় অবশ্যই দরজা জানালা বন্ধ করতে হবে।
- চালু করার সাথে সাথে ঘরের তাপমাত্রা স্বাভাবিক হয়ে যাবে। তখন চাইলে রুম হিটার বন্ধ করে রাখতে পারে।
- রুম হিটারের ওয়ার্ড বেশি হলে আলাদা বৈদ্যুতিক লাইন করতে হবে।
- রুম হিটার অবশ্যই বাচ্চাদের নাগালের বাইরে রাখতে হবে। দেওয়ালে সেট করে রাখলে সবচেয়ে ভালো হয়।
- দরজা জানালার পাশে ছোট ছোট ছিদ্র থাকলে বন্ধ করতে হবে। যেন রুম থেকে বাতাস বাহিরে যেতে না পারে।
- সর্বোচ্চ এক টানা তিন থেকে চার ঘন্টা চালাতে হবে। তারপর হিটার বন্ধ করতে হবে।
- বাসার বাইরে গেলে অবশ্যই রুম হিটার বন্ধ করতে হবে।
স্পেস হিটার রুম কত গরম করতে পারে:
স্পেস হিটার রুম কত গরম করতে পারে কম বেশি আমাদের সকলের ধারনা রয়েছে। স্পেস হিটার ছোট আকারের হয়ে থাকে। যার জন্য ঘর গরম করতে একটু বেশি সময় লাগে। তবে তুলনামূলক বিদ্যুৎ খরচ অনেক কম হয়।
আরও পড়ুনঃ গ্রী এসি প্রাইস ইন বাংলাদেশ
স্পেস হিটার একটি রুম খুব কম সময়ের মধ্যে গরম করতে পারে। ঘরের স্বাভাবিক তাপমাত্রা ফিরিয়ে আনতে স্পেস হিটার এক ঘন্টার মত সময় লাগে। তবে সব সময় চালালে অনেক বেশি রুম গরম করতে পারে।
1000 ওয়াট হিটারে ঘন্টায় কত বিদ্যুৎ খরচ হয়:
আমরা জানি ১০০০ ওয়াট সমান এক ইউনিট। যদি 1000 ওয়াট হিটারে ঘন্টায় চলে তাহলে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হবে। একইভাবে যত ঘন্টা চলবে তত ইউনিট বিদ্যুৎ খরচ হবে। এ থেকে ধারণা পাওয়া যায় 1000 ওয়াট হিটারের বিদ্যুৎ বিল অনেক বেশি।
কোন হিটার সবচেয়ে ভালো:
বর্তমানে বাজারে অনেক ব্র্যান্ডের হিটার পাওয়া যায়। তবে সকল কোম্পানির হিটার ভালো না। কিছু কিছু কোম্পানির রয়েছে তারা খুব ভালো মানের হিটার তৈরি করে। তবে ভালো দাম দিয়ে হিটার কিনলে সকল কোম্পানির ভালো হিটার পাওয়া যায়।
বর্তমান সময়ে ইলেকট্রনিকের জন্য খুব ভালো কোম্পানিগুলো হলো: এলজি, সিঙ্গার, samsung, walton, ভিশন, ইত্যাদি।
1500 ওয়াট হিটার কত বর্গফুট গরম করবে?
1500 ওয়াট হিটার অনেক শক্তিশালী একটি হিটার।1500 ওয়াট হিটার 150 বর্গফুট জায়গা গরম করতে পারে। তবে 100 বর্গফুট জায়গা খুব ভালোভাবে গরম রাখতে পারে। তবে খোলা জায়গায় না ঘরের মধ্যে ব্যবহার করতে হবে।
হিটার এর দাম কত?
রুম হিটার ব্যবহারের নিয়ম সম্পর্কে ইতিপূর্বে জেনেছি। তবে রুম হিটারের দাম কত আমরা অনেকেই জানিনা। রুম হিটারের দাম বিভিন্ন রকমের হয়ে থাকে। কারণ বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ব্র্যান্ডের রুমে হিটার হয়ে থাকে। নিম্নে কিছু হিডার এর দাম তুলে ধরা হলো:
- Wonder Warm Mini Portable Room Heater ৳ ১,৩৯৯
- Vision Room Comforter-REL-Radiator ৳ ৩,৪৫০
- Vision Flaming Room Comforter ৳ ২,৫৫০
- Miyako PTC-2068 Room Heater ৳ ৪,৫০০
- Vision Comforter Room Heater ৳ ১,৫০০
- Vision Classic-02 Room Comforter ৳ ১,৭০০
- Vision Simple22 Room Comforter ৳ ২,৬০০
- Miyako PTC-A3 Electric Room Heater ৳ ৩,৮৫০
- Miyako PTC- 602 Room Heater ৳ ৪,৫০০
ওয়ালটন রুম হিটারের দাম কত?
বর্তমান সময়ে বাংলাদেশের একটি জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটন। ওয়ালটন সকল ধরনের পণ্য তৈরি করে থাকে। ওয়ালটন রুম হিটার অনেক মানসম্মত। নিম্নে, ওয়ালটন রুম হিটারের দাম কত? তুলে ধরা হলো:
- WRH-PTC009 - ২০০০ টাকা।
- WRH-PTC007 - ১৫০০ টাকা।
- WRH-PTC001 - ২৫০০ টাকা।
- WRH-PTC004 - ৩০০০ টাকা
রুম হিটার কি ক্ষতিকর?
রুম হিটার কি ক্ষতিকর? এই সম্পর্কে আমাদের অনেকের ধারণা নেই। রুম হিটার অবশ্যই মানব দেহের জন্য ক্ষতিকর। তবে অতিরিক্ত ঠান্ডার হাত থেকে বাঁচতে রুম হিটার ব্যবহার করা হয়। রুম এটার ব্যবহার করলে শরীরের উপর অনেক ধরনের প্রভাব পড়ে।
রুম হিটারের ক্ষতিকর দিক:
রুম হিটার ব্যবহার করার অনেক ক্ষতিকর দিক রয়েছে। রুম হিটারের ক্ষতিকর দিকগুলো হলো:
- কাশি হওয়া
- মাথাব্যথা
- গা গোলানো
- বমি হওয়া
- নাক বন্ধ হওয়া
- চোখের পানি শুকিয়ে যাওয়া
- ত্বকে সংক্রমণ হওয়া
- এলার্জি সমস্যা দেখা দেওয়া
- শর্ট সার্কিট হওয়া
শেষ কথা: রুম হিটার ব্যবহারের নিয়ম
বর্তমান সময়ে প্রতিটা বাড়িতে রুম হিটার দেখা যায়। কারণ মানুষের আগের মত অভাব নেই। যার কারণে প্রতিটি বাড়িতে এখন পানি গরম করা গিজার এবং রুম হিটার দেখা যাচ্ছে। হবে রুম হিটার ব্যবহারের নিয়ম রয়েছে।
সঠিকভাবে রুমেটার ব্যবহার করলে বিদ্যুৎ খরচ কম হয়। এবং কোন ধরনের বিপত্তি হয় না। লেখার মধ্যে কোন ভুল হলে ক্ষমা করে দিবেন। সম্পূর্ণ লেখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ