মোবাইল ব্যাংকিং সম্পর্কে আমরা কমবেশি সকলে জানি। আজ যে বিষেয়ে আলোচনা করবো অনেকেই সে বিষয়ে জানে না। আবার অনেকে জানে। আজকের আলোচনার বিষয় সেলফিন একাউন্ট খোলার নিয়ম।
সেলফিন হলো ইসলামী ব্যাংকের ডিজিটাল ওয়ালেট সার্ভিস। এখানে লেনদেন করা যায় অনেক কম খরচে। দিন দিন মানুষে কাছে সেলফিন জনপ্রিয় হয়ে উঠছে। নিম্নে, সেলফিন কি? সেলফিন একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
সেলফিন কি?
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ডিজিটাল সার্ভিস সেরফিন। ইসলামী ব্যাংক সাধারণ গ্রহক এর জন্য মিনি ব্যাংক চালু করেছে। এটা বিকাশ, নগদ এর মতো মোবাইল ব্যাংকিং। যে কেহ সেলফিন একাউন্ট খুলতে পারে।
সেলফিন একাউন্টের সুবিধাগুলো কি কি?
সেলফিন একাউন্ট সম্পর্কে অনেকের ধারণা নেই। তবে অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মত সেলফিন এর সুবিধা রয়েছে। সেলফিন একাউন্টের সুবিধাগুলো কি কি? নিম্ন তুলে ধরা হলো:
- সেলফিন অ্যাপস ব্যবহার করে খুব সহজে টাকা লেনদেন করা যায়।
- সেলফিন থেকে যেকোনো ধরনের বিল পরিশোধ করা যায়।
- ক্যাশ ইন ক্যাশ আউট করা যায় যে কোন সময়।
- মোবাইল রিচার্জ করা যায়।
- সকল ধরনের কেনাকাটা করা যায়।
- দেশের বাইরে থেকেও সেলফিন অ্যাপস ব্যবহার করা যায়।
- নগদ ও বিকাশ অ্যাপসে সরাসরি টাকা ট্রান্সফার করা যায়।
- নিজে নিজে অ্যাকাউন্ট খোলা যায়।
সেলফিন একাউন্ট খুলতে যা যা লাগবে?
প্রতিটি অ্যাকাউন্ট খোলার জন্য নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে। ঠিক একই ভাবে সেলফিন একাউন্ট করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। নিম্নে, সেলফিন একাউন্ট খুলতে যা যা লাগবে? তুলে ধরা হলো:
- সর্বনিম্ন ১৮ বছর বয়স হতে হবে।
- জাতীয় পরিচয় পত্র লাগবে।
- সচল একটি মোবাইল সিম কার্ড লাগবে।
- একটি স্মার্ট ফোন থাকতে হবে। সেলফিন অ্যাপ সাপোর্ট করতে হবে।
সেলফিন একাউন্ট খোলার নিয়ম:
বর্তমানে অনেকের কাছে অপরিচিত সেলফিন। তবে সেলফিন অ্যাকাউন্ট খোলা খুব সহজ। যে কেউ নিজে নিজেই খুলতে পারে। এর জন্য কিছু নির্দেশনা ফলো করতে হবে। সেলফিন একাউন্ট খোলার নিয়ম নিম্ন তুলে ধরা হলো:
- প্রথমে প্লে স্টোর থেকে সেলফিন অ্যাপস ইনস্টল করতে হবে।
- তারপর অ্যাপসটি ওপেন করতে হবে।
- আপনার মোবাইল নাম্বার দিয়ে রিলেশন করতে হবে। মোবাইল নাম্বার একটা পিন যাবে। সেটা দিয়ে কনফার্ম করতে হবে।
- এরপর আপনার ভোটার আইডি কার্ডের সামনে অফিসের ছবি উঠাতে হবে। ছবি কোনভাবেই ঝাপসা থাকা যাবে না।
- তারপর আপনার সম্পূর্ণ ঠিকানা দিতে হবে।
- এরপর আপনাকে সেলফি তুলতে হবে। এবং সেলফি তোলার সময় চোখ বন্ধ এবং খুলতে হবে।
- এরপর আপনার সেলফিন পাসওয়ার্ড দিতে হবে।
- এই কয়টি ধাপ পার করলেই আপনার সেলফিন অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে।
সেলফিন থেকে বিকাশে:
সেলফিন থেকে বিকাশে নাম্বারে টাকা ট্রান্সফার করা যায়। তবে এর জন্য কিছু নির্দেশনা ফলো করতে হয়। নিম্নে, সেলফিন থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম তুলে ধরা হলো:
- প্রথমে সেলফিন অ্যাপস ওপেন করতে হবে।
- তারপর ট্রান্সফার অপশনে যেতে হবে।
- তারপর বিকাশ সিলেট করতে হবে।
- এরপর বিকাশ নাম্বার দিতে হবে।
- টাকার পরিমান দিয়ে কনফার্ম করতে হবে।
- তারপর সেলফিন পিন নাম্বার দিলে টাকা বিকাশে চলে যাবে।
সেলফিন নাম্বার পরিবর্তন:
সেলফিন নাম্বার পরিবর্তন নিজে নিজে করা যায় না। এ কারণে ইসলামী ব্যাংকে গিয়ে নাম্বার পরিবর্তন করতে হয়। সেলফিন নাম্বার পরিবর্তন করতে হলে অবশ্যই যার নামে একাউন্ট তাকে যেতে হবে। এবং তার আইডি কার্ডের ফটো করে থাকতে হবে।
তাহলে অফিস থেকে আপনার নাম্বার পরিবর্তন করে দেবে। তবে অফিস অবশ্যই খোলা থাকতে হবে। এবং নতুন নাম্বার যেটা সংযোগ করবেন যেটা কাছে থাকতে হবে।
সেলফিন চার্জ:
অন্যান্য মোবাইল ব্যাংকিং এর তুলনায় সেলফিন এর খরচ অনেক কম। সেলফিন অ্যাকাউন্ট দিয়ে ইসলামী ব্যাংকের এটিএম থেকে টাকা উঠানো যায়। এটিএম থেকে টাকা উঠাতে শতকরা ০.৭%+ভ্যাট দিতে হয়। সেন্ড মানি করতে পাঁচ টাকা খরচ। হয় তবে সেলফিন থেকে সেলফিন সেন্ড মানি ফ্রি।
সেলফিন হেল্পলাইন:
একাউন্টের কোন ধরনের সমস্যা হলে সেলফিন হেল্পলাইন সাথে যোগাযোগ করে একাউন্ট ঠিক করে নিতে হয়। সেলফিন হেল্পলাইন নাম্বার হলো: Tel : +(02) 9563040(Auto Hunting), 9560099, 9567161,9567162, 9569417
শেষ কথা: সেলফিন একাউন্ট খোলার নিয়ম
সেলফিন মোবাইল ব্যাংকিং দিন দিন মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। তবে অনেকেই সেলফিন অ্যাকাউন্ট খোলার নিয়ম জানে না। এই কন্টেনে একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
সম্পূর্ণ লেখাটি পড়ে থাকলে খুব সহজে নিজে নিজে সেলফিন অ্যাকাউন্ট খুলতে পারবেন। লেখার মধ্যে কোন ভুল হলে ক্ষমা করে দিবেন। সম্পূর্ণ লেখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ