আক্কেল দাঁত ব্যথা কেন হয়? আক্কেল দাঁতের ব্যথা কমানোর উপায়

আক্কেল দাঁত সম্পর্কে কমবেশি সকলেরই জানা রয়েছে। আক্কেল দাঁত প্রায় সকলেরই উঠে। আক্কেল দাঁত উঠার সময় প্রচন্ড ব্যথা হয়। এই ব্যথা অনেকদিন যাবত থাকে। খাবার চিবানোর সময় অনেক ব্যাথা হয়। অনেক সময়  আক্কেল দাঁতের ব্যাথা সহ্য করতে পারা যায় না। ব্যাথা নিরাময় এর জন্য ওষুধ খেতে হয়।

আক্কেল দাঁত ব্যথা কেন হয় আক্কেল দাঁতের ব্যথা কমানোর উপায়

আক্কেল দাঁত ব্যথা কেন হয়? আক্কেল দাঁতের ব্যথা কমানোর উপায় সম্পর্কে ধারণা অনেকের নায়।সকলের জেনে থাকা প্রয়োজন যে মানুষের আক্কেল দাঁতের ব্যথা কমানোর উপায় এবং ব্যাথা কমানোর ঔষধ সম্পর্কে। তাহলেই আক্কেল দাঁতের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

    আক্কেল দাঁত কি?

    দাঁতের মাড়ির একদম শেষ প্রান্তের উপরে এবং নিচের দুই পাশে একটি করে মোট চারটি দাঁত কে আক্কেল দাঁত বলা হয়। এই দাঁত সাধারণত ১৮-২৫ বছর বয়সের মধ্যে আক্কেল দাঁত উঠে থাকে। মুখে যদি ৩২ টি দাঁত ধরা জায়গা না থাকে তাহলে আক্কেল দাঁত উঠার সময় অনেক ব্যথা হয়।

    কারণ আক্কেল দাঁত বেরিয়ে আসার জায়গা পায়না। যার ফলে দাঁতের সাইডে আক্কেল দাঁত বের হয়। এই কারণে অনেক ব্যথা অনুভব হয়। অনেক সময় অপারেশন করে আক্কেল দাঁত তুলে ফেলতে হয়।

    আক্কেল দাঁত কেন উঠে?

    মানুষের সুস্থ থাকতে আক্কেল দাঁতের প্রয়োজন নেই। এটা আমাদের কথা না পশ্চিমার দেশগুলির অধিকাংশ মানুষই আক্কেল মাড়ির দাঁত অপারেশনের মাধ্যমে উঠিয়ে ফেলে। অধিকাংশ মানুষেরই দাঁতের মাড়িতে অতিরিক্ত বা আক্কেল দাঁতের পর্যাপ্ত জায়গা নেই। 

    এই দাঁত ওঠার সঠিক কারণ কারো জানা নেই। এই গানটি অতিরিক্ত ভাবে অসময়ে বের হয়। যার ফলে প্রচুর ব্যথা অনুভব হয়। আক্কেল দাঁত উঠার ফলে সাধারণ দাঁতগুলো ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় দাঁতে ব্যাকটেরিয়ার আক্রমণ হয়।

    আক্কেল দাঁত ওঠার লক্ষণ:

    আক্কেল দাঁত ওঠার লক্ষণ

    আক্কেল দাঁত ওঠার আগে দাঁতের মাড়িতে ব্যথা হয়। এবং অতিরিক্ত ব্যথার ফলে দাঁতের মাড়ি ফুলে ওঠে। ব্যথার প্রভাব বৃদ্ধি পেলে গলার দিকে ফুলে উঠে থাকে। অনেকে মনে করে টম জিরো হয়েছে। চলুন জেনে নেই আক্কেল দাঁত ওঠার লক্ষণগুলো সম্পর্কে।

    1. আক্কেল দাঁত ওঠার আগে মাড়ি ব্যথা করে।
    2. মাড়ি ফুলে উঠে।
    3. গলা ও মুখ ফুলে ওঠ।
    4. খাবার জীবনের সময় অনেক সমস্যা হয়।
    5. সমস্যা গুরুতর হলে শ্বাসকষ্ট হতে পারে।
    6. ফুলে ওঠা দাঁতের পাশ থেকে এক ধরনের তরল বের হয়।
    7. মাড়ির ব্যথার কারণে হা করতে সমস্যা হয়।

     আক্কেল দাঁত উঠতে কত সময় লাগে; আক্কেল দাঁত ব্যথা কেন হয়? আক্কেল দাঁতের ব্যথা কমানোর উপায়

    আক্কেল দাত উঠে  ১৮ থেকে ২৫ বছর বয়সে। অনেকের ক্ষেত্রে এই সময়ের কম বেশি হয়ে থাকে। সকল মানুষের আক্কেল দাঁত উঠে থাকে। আক্কেল দাঁত উঠতে অনেক সময় লাগে। দাঁত ওঠার আগে অনেকদিন যাবত ব্যথা হয়। ব্যথা হওয়ার পর মাড়ির মাংস ফেটে দাঁত বের হয়।

    আরও পড়ুনঃ গর্ভাবস্থায় প্রস্রাবে ইনফেকশনের লক্ষণ ও প্রতিকার

    দাঁত উঠতে সময় লাগে ৫-১০ দিন। সম্পূর্ণ দাঁত বের হতে প্রায় চার থেকে পাঁচ মাস সময় লাগে। অনেক সময় এই সময়ের কম বেশি হয়ে থাকে। আক্কেল দাঁত চারটি। কিন্তু একই সাথে দাঁতগুলো বের হয় না। প্রতিবার দাঁত বের হওয়ার আগে প্রচুর পরিমাণ ব্যাথা হয়ে থাকে।

    আক্কেল দাঁতের ব্যথা কতদিন থাকে?

    আক্কেল দাঁত সম্পর্কে আমাদের কমবেশি সকলের ধারণা রয়েছে। এই দাঁতটি বের হয় সকল দাঁত বের হওয়ার পর। এ দাঁত বের হওয়ার আগে ব্যথা শুরু হয়। কারণ আক্কেল দাঁত বের হওয়ার মত মাড়িতে জায়গা থাকে না। যার কারণে একটি দাঁতের সাইটে দাঁতটি বের হয়ে থাকে। 

    দাঁতের হওয়ার আগে থেকেই মাড়ি ফুলে যায়। এবং প্রচন্ড ব্যথা শুরু হয়। আক্কেল দাঁত বের হওয়ার তিন থেকে চার দিন আগে থেকে দেখা শুরু হয়। দাঁত বের হওয়ার ৫-১০ দিন পর্যন্ত ব্যথা থাকে। কত দিন ব্যথা থাকে সেটা সঠিকভাবে বলা যায় না। 

    কারণ, দাঁত বের হওয়ার জায়গা থাকলে অল্প দিনে ব্যথা সেরে যায়। আবার যদি দাঁতের সাইটে দাঁত উঠে তাহলে অনেকদিন সময় লাগে ব্যথা ঠিক হতে।

    আক্কেল দাঁত ওঠার পর করণীয়:

    আক্কেল দাঁত উঠে সকল দাঁতের শেষে। যার ফলে অনেক ব্যথা অনুভব হয়। কিন্তু এই দাঁত ওঠা বন্ধ করার কোন উপায় নেই। তাই আক্কেল দাঁত ওঠার ব্যথা সকলের সহ্য করতে হয়। কিন্তু সঠিকভাবে দাঁতের যত্ন করলে কম সময়ে ব্যথা নিরাময় করা সম্ভব। চলুন জেনে নেই আক্কেল দাঁত উঠার পর আমাদের করণীয়:

    1. ভালো হবে মাড়ি পরিষ্কার রাখতে হবে।
    2. দাঁত ওঠার আগে ব্যথা হলে গরম পানি দিয়ে কুলি করতে হবে।
    3. অতিরিক্ত ব্যাথা হলে বাড়িতে গরম সেত দিতে পারেন।
    4. দাঁত ওঠার পর নরম জাতীয় খাবার খেতে হবে। কারণ শক্ত খাবার খেলে মাড়িতে আঘাত লাগতে পারে।
    5. অতিরিক্ত ব্যথা অনুভব হলে ব্যথা নাশক ওষুধ খেতে হবে।
    6. দাঁতের পজিশন খারাপ হলে ডাক্তারের কাছ থেকে দাঁত উঠায় নিতে হবে।

    আক্কেল দাঁতের ব্যথা কমানোর ঘরোয়া উপায়

    আক্কেল দাঁতের ব্যথা কমানোর ঘরোয়া উপায়

    আক্কেল দাঁত উঠবে আর ব্যাথা হবে না এটা আমরা ভাবতেও পারি না। কিন্তু অনেক সময় দুই একজনের ব্যাথা নাও হতে পারে। তবে অধিকাংশ মানুষেরই অনেক ব্যথা হয়ে থাকে। তবে এই ব্যথা কিছুদিন স্থায়ী থাকে। কিন্তু সঠিক ভাবে যত্ন নিলে কম সময়ে ব্যথা নিরাময় করা সম্ভব। চলুন জেনে নেই ঘরোয়া পদ্ধতিতে ব্যথা কমানোর উপায়:

    1. লবণ
    2. লেবু
    3. রসুন
    4. হলুদ
    5. পেঁয়াজ
    6. পেয়ারা পাতা

    লবণ:

    দাঁতের যেকোনো সমস্যায় লবণের উপকারিতা রয়েছে। কারণ লবণে থাকা আয়োডিন দাঁত মজবুত করে। এর পাশাপাশি লবণ দিয়ে দাঁত মাজলে দাঁতের জীবাণু ধ্বংস করে। বিশেষ করে মাড়ির ফোলাজনিত কারণে লবণ খুব কার্যকরী। মাড়িতে জমে থাকা ময়লা পরিষ্কার করতে লবণ কাজ করে।

    আরও পড়ুনঃ বিনাইন টিউমার চেনার উপায়

    দাঁত উঠার কারনে বাড়িতে ব্যাথা হয়। সেই সময় গরম পানির সাথে লবণ মিশিয়ে কুলি করতে পারেন। এতে করে অনেক কম সময়ে ফলাফল পাবেন। নিয়মিত লবণ ব্যবহার করলে খুব কম সময়ে ব্যথা নিরাময় করা সম্ভব।

    লেবু:

    লেবু তো রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। যা ঘা নিরাময়ে কাজ করে। আক্কেল দাঁত উঠ মাড়িতে ঘায়ের সৃষ্টি হয়। যার ফলে ব্যথা হয়। ভিটামিন সি দাঁত মজবুত করে এবং পাশাপাশি ব্যাথা দূর করে।

    আক্কেল দাঁত ওঠার সময় যদি ব্যথা হয় তাহলে প্রতিদিন এক গ্লাস গরম পানির সাথে তিন চা চামচ লেবুর রস ভালোভাবে মিশিয়ে কুলকুচি করতে পারে। দিনে দুই থেকে তিনবার এইভাবে কুলকুচি করলে খুব সহজে ব্যথা নিরাময় করা সম্ভব।

    রসুন:

    রসুনের সকল ধরনের গুণ রয়েছে। এই কারণে রসুনকে বলা হয় সর্বগুণে গুণান্বিত। ব্যাথা নাশক হিসেবে প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়ে আসছে। আক্কেল দাঁতের ব্যথা দূর করতে রসুন ওষুধের মত কাজ করে থাকে। যদি আপনার আক্কেল দাঁত ওঠে তাহলে রসুন বেটে সেখানে কিছুক্ষণ লাগিয়ে রাখতে পারেন।

    তিন থেকে চার মিনিট পর ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করলে খুব সহজে ব্যথা দূর হয়ে যাবে।

    হলুদ:

    হলুদে রয়েছে প্রচুর পরিমাণ এন্টিবায়োটিক। এই কারণে, প্রাচীনকাল থেকেই কাটা ঘা শুকাতে হলুদ ব্যবহার করা হচ্ছে। আয়ুর্বেদি  চিকিৎসায় হলুদ ব্যবহৃত হয়। হলুদের রয়েছে ব্যথা নাশক, অ্যান্টিবায়োটিক যা খুব সহজেই ব্যাথা দূর করে এবং ক্ষতস্থান সারিয়ে তুলে। আক্কেল দাঁত ওঠার কারণে অনেক ব্যথা হয়। 

    ব্যাথা নিরাময় করতে এক কাপ গরম পানির সাথে এক চা চামচ হলুদ মিশিয়ে খেতে পারেন। যদি এর সাথে লবঙ্গ ব্যবহার করেন এতে কার্যকারিতা বৃদ্ধি পায়।

    পেঁয়াজ :

    পেঁয়াজ একটি মসলা জাতীয় খাবার। কিন্তু আগেও অনেক উপাদান রয়েছে। উপাদান গুলো হল, অ্যান্টিসেপটিক, আন্টিমাইক্রোবিয়াল। এসব উপাদান দাঁতের মাড়ির ব্যাথা দূর করে এবং  মেরে ফেলতে সাহায্য করে। তাই আক্কেল দাঁত উঠলে ব্যবহার করতে পারেন। যাতে খুব সহজেই ব্যাথা নিরাময় করতে পারবেন।

    পেয়ারা পাতা:

    পেয়ারা পাতা দাঁতের ব্যথা এবং ফোলা ভাব দূর করতে অনেক কার্যকরী ভূমিকা রাখে। আক্কেল দাঁত ওঠার ফলে মাড়ি প্রচন্ড ব্যথা করে। এই ব্যথা খুব সহজে হারানো যায় পেয়ারা পাতার ব্যবহার করে। পেয়ারা পাতা ব্যবহার নিয়ম হচ্ছে। 

    প্রথমে গাছ থেকে নতুন পাতা সংগ্রহ করতে হবে এবং সংরক্ষিত পাতা গরম পানিতে ফুটিয়ে নিতে হবে। তারপর পানি ব্যবহারের উপযোগী গরম করে নিতে হবে। তারপর গরম পানি দিয়ে কুলকুচি করতে হবে। প্রতিদিন সকাল বিকাল পেয়ারা পাতা দিয়ে পানি গরম করে ব্যবহার করলে খুব সহজে ব্যাথা নিরাময় করা সম্ভব।

    আক্কেল দাঁত উঠালে কি সমস্যা হয়:

    আক্কেল দাঁত ওঠার পরে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। কারণ দাঁত ওঠার কিছুদিন আগ থেকে ব্যাথা শুরু হয়। এবং এই ব্যথা ভালো না হতেই দাঁত বের হয়। দাঁত বের হওয়ার সময় মাংস ফেটে যায় যার ফলে ব্যথার প্রভাব বেড়ে যায়। অনেক সময় জায়গার অভাবে আক্কেল দাঁত দাঁতের কাছে উঠে। 

    এর ফলে দাঁতেরও সমস্যা হয় এবং ব্যথার পরিমাণ বেড়ে যায়। আক্কেল দাঁত ওঠার সময় ঠিকমতো খাবার খাওয়া যায় না। কথা বলতে সমস্যা হয়। রাতে ঘুম ভালো হয় না। অনেক সময় মানসিক দুশ্চিন্তার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। 

    দাঁতের ব্যথা নিরাময় হলেও অনেক সময় অন্য রোগ আমাদের শরীরে বাসা বাঁধে। এ কারণে আক্কেল দাঁত উঠলে আমাদের সকলের সঠিক যত্ন নেওয়া উচিত। তাহলে খুব সহজেই ব্যাথা নিরাময় করা সম্ভব।

    আক্কেল দাঁতের অপারেশন খরচ কত?

    আক্কেল দাঁত সকল মানুষের দুশ্চিন্তার কারণ। আক্কেল দাঁত ওঠার সময় অনেক ব্যথা হয়। এছাড়াও দাঁতের পজিশন ঠিক থাকে না। যার ফলে অন্য জাতের ক্ষতি সাধন করে। এবং মানুষের সৌন্দর্য নষ্ট করে। এসব সমস্যার কারণে আক্কেল দাঁত উঠিয়ে ফেলতে হয়। 

    আক্কেল দাঁতের অপারেশন খরচ কত

    কিন্তু নিজে নিজে দাঁত উঠানো অসম্ভব। এই কারণে ডাক্তারের মাধ্যমে অপারেশন করে দাঁত উঠাতে হয়। ডাক্তারের মাধ্যমে দাঁতের অপারেশন করলে টাকার প্রয়োজন পড়ে। বর্তমান সময়ে একটি আক্কেল দাঁত উঠাতে 5 থেকে  ৭ হাজার  টাকার মতো খরচ হয়।
    কিন্তু এই টাকার পরিমান সব জায়গায় সমান না। কারণ সব ক্লিনিকের ভিজিট সমান না। এছাড়াও দাঁত অপরাশন করার পর অন্য ওষুধ খেতে হয়। যার ফলে বাড়তি খরচ পড়তে পারে। টাকা খরচ হলেও অনেক সময় এদাত তুলে ফেলতে হয় নিজের ভালোর জন্য।

    শেষ কথা: আক্কেল দাঁত ব্যথা কেন হয়? আক্কেল দাঁতের ব্যথা কমানোর উপায়

    আক্কেল দাঁত সম্পর্কে কমবেশি সকলেরই ধারণা রয়েছে। আক্কেল দাঁত বের হলে প্রচুর পরিমাণ সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে ব্যথা। ব্যথার কারণে ঠিকমতো খাবার খাওয়া কথা বলা যায় না। এসব ছাড়াও দৈনন্দ কাজে ব্যাঘাত ঘটে।, আক্কেল দাঁতের ব্যথা কেন হয়? 

    আঙ্কেল দাঁতের ব্যথা কমানোর উপায় সকলের জানা থাকা দরকার। আমার বিশ্বাস সম্পন্ন কনটেন্টি পড়লে আক্কেল দাঁত সম্পর্কে ধারণা পেয়েছেন। আক্কেল দাঁত আমাদের জীবনে অভিশাপের মত। সুস্থ সুন্দর জীবনে অভিশাপের মত নেমে আসে। কিন্তু আমাদের কিছু করার থাকে না। 

    এ কারণে সঠিকভাবে যত্ন নিলে ব্যথা দূর করা সম্ভব। লেখার মধ্যে কোন ভুল হলে ক্ষমা করে দিবেন। সম্পূর্ণ লেখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

    একটি মন্তব্য পোস্ট করুন

    0 মন্তব্যসমূহ